বাংলাদেশের টেলিভিশন কেন্দ্রের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

বাংলাদেশে সর্বপ্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয় ১৯৬৪ সালে। রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন, যা সূচনালগ্নে পাকিস্তান টেলিভিশন (পিটিভি) নামে পরিচিত ছিল, প্রথম সম্প্রচারিত হয়। ১৯৬৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বিটিভি একচেটিয়া ভাবে দেশের একমাত্র টেলিভিশন চ্যানেল হিসেবে সম্প্রচার করে। বর্তমানে বাংলাদেশে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল সংখ্যা ৪৫টি,[] এর মধ্যে সম্প্রচার রয়েছে ৩৫টি।[]

রাষ্ট্রীয়

সম্পাদনা

বর্তমানে বাংলাদেশে চারটি রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল রয়েছে। এর মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সবচেয়ে প্রাচীন, যা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[]

নাম স্থাপিত তথ্য রেফারেন্স
বাংলাদেশ টেলিভিশন ২৫ ডিসেম্বর ১৯৬৪ ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তান টেলিভিশন নামে প্রতিষ্ঠিত হলেও ১৯৭১ সালের পর এটির নামকরণ করা হয় বিটিভি। []
বিটিভি চট্টগ্রাম ১৯ ডিসেম্বর ১৯৯৬ চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক চ্যানেল। []
বিটিভি নিউজ ১১ এপ্রিল ২০০৪ বিশ্বজুড়ে গ্রহণযোগ্য।

দেশের প্রথম রাষ্ট্রীয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল।

[]
সংসদ বাংলাদেশ টেলিভিশন ২৫ জানুয়ারি ২০১১ বাংলাদেশের জাতীয় সংসদ পরিষদগুলি সরাসরি সম্প্রচারিত হয়। []

রিলে স্টেশন

সম্পাদনা
নাম স্থাপিত তথ্য রেফারেন্স
বিটিভি খুলনা ১১ মার্চ ১৯৭৭ আঞ্চলিক স্টেশনে রূপান্তরিত হওয়ার কথা। []
বিটিভি ময়মনসিংহ মে ১৯৭৯ আঞ্চলিক স্টেশনে রূপান্তরিত হওয়ার কথা। [][]
বিটিভি রাজশাহী ১৩ জুন ২০০১ আঞ্চলিক স্টেশনে রূপান্তরিত হওয়ার কথা। []
বিটিভি রংপুর ডিসেম্বর ১৯৭৮ আঞ্চলিক স্টেশনে রূপান্তরিত হওয়ার কথা। []
বিটিভি সিলেট জুন ১৯৭৭ আঞ্চলিক স্টেশনে রূপান্তরিত হওয়ার কথা। [][]

বেসরকারি

সম্পাদনা

মিশ্র বিনোদন

সম্পাদনা
নাম স্থাপিত
এটিএন বাংলা ১৫ জুলাই ১৯৯৭
চ্যানেল আই ০১ অক্টোবর ১৯৯৯
একুশে টেলিভিশন ১৪ এপ্রিল ২০০০
এনটিভি ০৩ জুলাই ২০০৩
আরটিভি ২৬ ডিসেম্বর ২০০৫
বৈশাখী টিভি ২৭ ডিসেম্বর ২০০৫
বাংলাভিশন ৩১ মার্চ ২০০৬
দেশ টিভি ২৬ মার্চ ২০০৯
মাই টিভি ১৫ এপ্রিল ২০১০
মোহনা টিভি ১১ নভেম্বর ২০১০
মাছরাঙ্গা টিভি ৩০ জুলাই ২০১১
চ্যানেল নাইন ৩০ জানুয়ারি ২০১২
জিটিভি ১২ জুন ২০১২
এশিয়ান টিভি ১৮ জানুয়ারি ২০১৩
এসএ টিভি ১৯ জানুয়ারি ২০১৩
বিজয় টিভি ৩১ মে ২০১৩
দীপ্ত টিভি ১৮ নভেম্বর ২০১৫
বাংলা টিভি ১৯ মে ২০১৭
নাগরিক টিভি ১ মার্চ ২০১৮
আনন্দ টিভি ১১ মার্চ ২০১৮
গ্লোবাল টেলিভিশন (বাংলাদেশী টিভি চ্যানেল) ৩০ জুন ২০২২
চ্যানেল এস (বাংলাদেশী টিভি চ্যানেল) ১২ জুন ২০২৪

সংবাদভিত্তিক

সম্পাদনা
নাম স্থাপিত
এটিএন নিউজ ০৭ জুন ২০১০
সময় টিভি ১৭ এপ্রিল ২০১১
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ২৮ জুলাই ২০১১
চ্যানেল টুয়েন্টিফোর ২৪ মে ২০১২
একাত্তর টিভি ২১ জুন ২০১২
যমুনা টিভি ৫ এপ্রিল ২০১৪
নিউজ টুয়েন্টি ফোর ২৮ জুলাই ২০১৬
ডিবিসি নিউজ ২১ সেপ্টেম্বর ২০১৬
এখন (টিভি চ্যানেল) ৯ জুন ২০২২
স্টার নিউজ টেলিভিশন

শিশুতোষ

সম্পাদনা
নাম স্থাপিত
দুরন্ত টিভি ৫ অক্টোবর ২০১৭
নাম স্থাপিত
টি স্পোর্টস ৯ নভেম্বর ২০২০

নন-ফিকশন

সম্পাদনা
নাম স্থাপিত
নেক্সাস টেলিভিশন ৩০ জুলাই ২০২১
নাম স্থাপিত স্থগিত
সিএসবি নিউজ ২৪ মার্চ, ২০০৭ ৬ সেপ্টেম্বর, ২০০৭
দিগন্ত টেলিভিশন ২৮ অগাস্ট, ২০০৮ ৬ মে, ২০১৩
চ্যানেল ওয়ান ২৪ জানুয়ারি, ২০০৬ ২৭ এপ্রিল, ২০১০
ইসলামিক টিভি এপ্রিল ২০০৭ ৬ মে, ২০১৩
চ্যানেল সিক্সটিন ১৬ ডিসেম্বর ২০১১ ২ ডিসেম্বর ২০১৪
গ্রিন টিভি ১৯ মে ২০২৩ ১৯ আগষ্ট ২০২৪
গান বাংলা ১৬ ডিসেম্বর ২০১৩ ১১ ডিসেম্বর ২০২৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪৪টি"বাংলা ট্রিবিউন। ২০১৯-১১-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৩ 
  2. "তালিকা ধরে চ্যানেল দেখানোর নির্দেশনা ক্যাবল অপারেটরদের"banglanews24.com। ২০২১-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৩ 
  3. "বাংলাদেশ টেলিভিশনের অংশসমূহ" 
  4. "প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির এক যুগেও বাস্তবায়ন হয়নি বিটিভির খুলনা কেন্দ্র"banglanews24.com। ৭ নভেম্বর ২০২৩। ১০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৪ 
  5. "Television Factbook" (পিডিএফ)। ১৯৮১–৮২। পৃষ্ঠা 1189। ১৯ মে ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৪ 
  6. "Short Brief of Technical Profile of BTV" (পিডিএফ)Bangladesh Television। পৃষ্ঠা 3। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৪ 
  7. অবশেষে আসছে বিটিভির 'রাজশাহী উপকেন্দ্র'BanglaNews24। ৩ মে ২০১১। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৪ 
  8. চার দশকেও পূর্ণাঙ্গ চালু হয়নি বিটিভির আঞ্চলিক সম্প্রচার কেন্দ্রBangladesh Pratidin। ৬ ডিসেম্বর ২০২১। ২ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৪ 

আরো দেখুন

সম্পাদনা