বুলি মাহাতো একজন কোল বিদ্রোহভূূমিজ বিদ্রোহের উল্লেখযোগ্য ক্রান্তিকারী নেতা ছিলেন।[১][২] তিনি ঝাড়খণ্ডের সোনাহাতু থানার কড়াডি গ্রামের কুড়মি সম্প্রদায়ের একজন জমিদার, সমাজ নেতা ও ক্রান্তিকারী সংগ্রামী নেতা ছিলেন। তিনি বেশিরভাগ ক্ষেত্রেই ঘোড়ার পিঠে সওয়ারি করতেন।[৩]

বুলি মাহাতো
জন্মজন্মদিন জানা যায় নি।
কড়াডি, সোনাহাতু থানা, ঝাড়খণ্ড
মৃত্যু১৪ই জুন ১৮৩৪ খ্রিঃ
আন্দামান নিকোবর জেল
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয় ভারত
আন্দোলনকোল বিদ্রোহ, ভূমিজ বিদ্রোহ

জীবনী সম্পাদনা

ব্রিটিশ শাসনের শোষণের বিরুদ্ধে ১৮৩১ খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশদের শোষণের প্রতিশোধ নিতে বিদ্রোহ করেছিলেন। তিনি ঝাড়খণ্ডের রাঁচি জেলার পূূর্বসীমা সিল্লি, তামাড়, সোনাহাতু এবং তৎকালীন জঙ্গলমহল এলাকায় এবং বরাভূম[৪], মানভূমের ঝালদা, মানবাজার, হুড়া, জয়পুর, বাঘমুণ্ডি ইত্যাদি জায়গায় কোল বিদ্রোহের উল্লেখযোগ্য ক্রান্তিকারী নেতা হিসেবে যোগদান করেছিলেন।[৩][৫][৬] গোবর্ধন ভূমিজ যিনি গঙ্গা নারাইনের সাথে আলোচনার জন্য প্রেরিত দূতকে ধরেছিলেন এবং তাকে হত্যা করেছিলেন। বাউরী নায়া, একজন ঘাটোয়ালদের মধ্যে, যিনি মে মাসে বরাবাজারে সৈন্যদের আক্রমণ করার জন্য গঙ্গা নারাইনের দলের সাথে যুক্ত ছিলেন, অন্যদিকে বুলি মাহাতো এবং জার্দ্রে ভূমিজ যারা মাধব সিংকে হত্যা করতে সাহায্য করেছিলেন। যা ইতিহাসের পাতায় ভূমিজ বিদ্রোহ বা গঙ্গা নারাইন হাঙ্গামা নামে পরিচিত।[৭][৮][৯] পরে পুনরায়, ছোটনাগপুর মালভূমি অঞ্চলের সেই এলাকায় আদিবাসী ও অ-আদিবাসীদের নিয়ে কোল বিদ্রোহ হয়।[৭][৮][৯] তৎকালীন বরাভূমের কুড়মালি লোকগীতিতেও জগন্নাথ ধল, লাল সিং, গঙ্গা নারাইন, বুলি মাহাতো প্রমুখ ক্রান্তিকারী বিদ্রোহী নেতাদের উল্লেখ পাওয়া যায়।[১০][৫] বুলি মাহাতো শোষিত, বঞ্চিতদের জমি পুনরায় ফেরত পেতে, রাজস্ব দখল এবং মহাজনদের অবমাননা মোকাবিলায় ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে বিদ্রোহ প্রজ্বলিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি তার সাহসিকতা ও সংহতি দিয়ে ব্রিটিশ ও জমিদারদের ক্লান্ত করেছিলেন। বুলি মাহাতোকে পুরুলিয়া জেলার ঝুঁঝকা গ্রামে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করে এবং আন্দামান নিকোবর জেলে নির্বাসিত করেন, পরে তিনি সেখানেই ১৮৩৪ সালের ১৪ই জুন মাসে মারা যান।[৩][১১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Proceedings and Transactions of the Indian Oriental Conference (ইংরেজি ভাষায়)। ১৯৬৬। 
  2. Singh, Kumar Suresh (২০০৮)। People of India: (pts. 1-2) Bihar, including Jharkhand (ইংরেজি ভাষায়)। Anthropological Survey of India। আইএসবিএন 978-81-7046-303-0 
  3. Mahto, Shailendra (২০২১-০১-০১)। Jharkhand Mein Vidroh Ka Itihas (হিন্দি ভাষায়)। Prabhat Prakashan। আইএসবিএন 978-93-90366-63-7 
  4. Singh, Kumar Suresh; Bandyopādhyāẏa, Śekhara; Bagchi, Tilak; Bhattacharya, Ranjit Kumar; India, Anthropological Survey of (২০০৮)। West Bengal (ইংরেজি ভাষায়)। Anthropological Survey of India। আইএসবিএন 978-81-7046-300-9 
  5. Mishra, Asha; Paty, Chittaranjan Kumar (২০১০)। Tribal Movements in Jharkhand, 1857-2007 (ইংরেজি ভাষায়)। Concept Publishing Company। আইএসবিএন 978-81-8069-686-2 
  6. Māhāta, Paśupati Prasāda (২০০০)। Sanskritization Vs Nirbakization (ইংরেজি ভাষায়)। Sujan Publications। আইএসবিএন 978-81-85549-29-3 
  7. Proceedings and Transactions of the Indian Oriental Conference (ইংরেজি ভাষায়)। ১৯৬৬। 
  8. Jha, Jagdish Chandra (১৯৬৭)। The Bhumij Revolt, 1832-33: Ganga Narain's Hangama Or Turmoil (ইংরেজি ভাষায়)। Munshiram Manoharlal। 
  9. Journal of Historical Research (ইংরেজি ভাষায়)। Department of History, Ranchi University.। ১৯৬৫। 
  10. কুড়মালি লোকগীতিটি হলোঃ "জগন্নাথের সাল গিরা ওহো, লাল সিংয়ের ঢঁঢ়ুয়া, গঙ্গা নারাইন আগু আগু বুলি মাহাতোর হুঙ্কারী, বরাভূম কেইসন গারাম ওহো, কেইসন গারাম।''
  11. "कोल विद्रोह के नायक बुली महतो के पैतृक गांव में होगा स्मृति निर्माण समारोह, सुदेश महतो होंगे शामिल"The Follow Up (ইংরেজি ভাষায়)। ২০২২-০৩-১৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৮