রাঁচি জেলা
রাঁচি জেলা পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার একটি, রাজ্যটির রাজধানী শহর এই জেলাতেই অবস্থিত৷ ১লা জ্যৈষ্ঠ ১৩৯০ বঙ্গাব্দে(১৬ই মে ১৯৮৩ খ্রিষ্টাব্দে) পুর্বতন রাঁচী জেলা ভেঙে পশ্চিমাংশ নিয়ে গঠন করা হয় রাঁচি জেলা, যা আবার ২৫শে ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দে(১২ সেপ্টেম্বর ২০০৭ খ্রিষ্টাব্দ) আবার খন্ডিত করে তার উত্তরাংশ নিয়ে নতুন রাঁচি জেলাটি গঠিত হয়৷ জেলাটি ঝাড়খণ্ডের দক্ষিণে অবস্থিত দক্ষিণ ছোটনাগপুর বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর রাঁচি শহরে অবস্থিত এবং রাঁচি মহকুমা ও বুন্ডূ মহকুমা নিয়ে গঠিত৷
রাঁচি জেলা | |
---|---|
ঝাড়খণ্ডের জেলা | |
ঝাড়খণ্ডে রাঁচির অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | ঝাড়খণ্ড |
প্রশাসনিক বিভাগ | দক্ষিণ ছোটনাগপুর বিভাগ |
সদরদপ্তর | রাঁচি |
তহশিল | ১৮ |
আয়তন | |
• মোট | ৫,০৯৭ বর্গকিমি (১,৯৬৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৯,১৪,২৫৩[১] |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৭৬.০৬ শতাংশ |
• লিঙ্গানুপাত | ৯৪৯ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ
সম্পাদনারাঁচি নামটি নিয়ে দুপ্রকার জনশ্রুতি আছে৷ বর্তমানে যে অঞ্চলে শহরটি অবস্থিত তাার পুরানো নাম ছিলো আরচি, কুরুখ ভাষাতে যার অর্থ বাঁশবন৷ আবার ভিন্ন মতে, রাঁচি নামটি এসেছে রিচি থেকে৷ রিচি-বুরু হলেন স্থানীয় আদিবাসীদের আরাধ্য৷ রিচি-বুরু মন্দিরটি রাঁচির অনতিদূরেই অবস্থিত৷[২]
ইতিহাস
সম্পাদনাঐতিহাসিক আন্দোলন
সম্পাদনাভূপ্রকৃতি
সম্পাদনাঅর্থনীতি
সম্পাদনাঅবস্থান
সম্পাদনাজেলাটির উত্তরে ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলা ও ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলা৷ জেলাটির উত্তর পূর্বে(ঈশান) ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলা৷ জেলাটির পূর্বে পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা৷ জেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেল্লা খরসোয়া জেলা৷ জেলাটির দক্ষিণে ঝাড়খণ্ড রাজ্যের খুঁটি জেলা৷ জেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলা৷ জেলাটির পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের লোহারদাগা জেলা৷ জেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলা ও ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলা৷[৩]
জেলাটির আয়তন ৫০৯৭ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ৬.৩৯%৷
ভাষা
সম্পাদনারাঁচি জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -
ধর্ম
সম্পাদনাজনসংখ্যার উপাত্ত
সম্পাদনামোট জনসংখ্যা ২৩৫০৬১২(২০০১ জনগণনা) ও ২৯১৪২৫৩(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ১ম৷ ঝাড়খণ্ড রাজ্যের ৮.৮৩% লোক রাঁচি জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ৪৬১ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ৫৭২ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ২৩.৯৮% , যা ১৯৯১-২০১১ সালের ২৮.৫৮% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৪৯(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৩৮৷[৫]
নদনদী
সম্পাদনাপরিবহন ও যোগাযোগ
সম্পাদনাপর্যটন ও দর্শনীয় স্থান
সম্পাদনাঐতিহ্য ও সংস্কৃতি
সম্পাদনাশিক্ষা
সম্পাদনাজেলাটির স্বাক্ষরতা হার ৬৬.৭১%(২০০১) তথা ৭৬.০৬%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৭৮.১৮%(২০০১) তথা ৮৪.২৬%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৫৪.২৭%(২০০১) তথা ৬৭.৪৪% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৩.৭৭%৷[৫]
প্রশাসনিক বিভাগ
সম্পাদনাসীমান্ত
সম্পাদনাবিশিষ্ট ব্যক্তিবর্গ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- ↑ https://en.m.wikipedia.org/wiki/Ranchi
- ↑ https://www.mapsofindia.com/maps/jharkhand/tehsil/ranchi.html
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- ↑ ক খ https://www.census2011.co.in/census/district/113-ranchi.html
বহিঃসংযোগ
সম্পাদনা