লাতেহার জেলা

ঝাড়খণ্ডের একটি জেলা

লাতেহার জেলা পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার মধ্যে একটি৷ এটি রাজ্যের উত্তর-পশ্চিমে (বায়ুকোণে) অবস্থিত পালামৌ বিভাগের অন্তর্গত একটি জেলা। ২১শে চৈত্র ১৪০৭ বঙ্গাব্দে (৪ঠা এপ্রিল ২০০১ খ্রিষ্টাব্দে) পালামৌ জেলা থেকে দক্ষিণের নতুন জেলাটি গঠন করা হয়। এই জেলার জেলাসদর লাতেহার। জেলাটি লাতেহার মহকুমামহুয়াদাঁড় মহকুমা নিয়ে গঠিত।

লাতেহার জেলা
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে লাতেহারের অবস্থান
ঝাড়খণ্ডে লাতেহারের অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগপালামৌ বিভাগ
সদরদপ্তরলাতেহার
তহশিল
সরকার
 • বিধানসভা আসন
আয়তন
 • মোট৪,২৯১ বর্গকিমি (১,৬৫৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৭,২৬,৯৭৮
 • জনঘনত্ব১৭০/বর্গকিমি (৪৪০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৫৯.৫১ শতাংশ
 • লিঙ্গানুপাত৯৬৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
লোধ জলপ্রপাত

ইতিহাসসম্পাদনা

বর্তমান এই জেলার অঞ্চলসমূহ ১৯২৮ সালে গঠিত হওয়া পালামৌ জেলার অংশ ছিলো। ২০০১ সালে পালামৌয়ের উপজেলাকে ৪ এপ্রিল জেলায় উন্নীত করা হয়। এটা বর্তমানে লাল করিডোরের অংশ।

অবস্থানসম্পাদনা

জেলাটির উত্তরে ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলাজেলাটির পূর্বে ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলাজেলাটির দক্ষিণে ঝাড়খণ্ড রাজ্যের লোহারদাগা জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলাজেলাটির পশ্চিমে ছত্তীসগঢ় রাজ্যের বলরামপুর জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ঝাড়খণ্ড রাজ্যের গাড়োয়া জেলা[১]

জেলাটির আয়তন ৪২৯১ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ৫.৩৮%৷

ভাষাসম্পাদনা

লাতেহার জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী লাতেহার জেলার ভাষাসমূহ[২]

  হিন্দী (৪৬.৮৩%)
  নাগপুরি-সাদরি (২৭.৫১%)
  কুরুখ/ওরাওঁ (১৮.৩১%)
  উর্দু (৫.০৯%)
  মুন্ডারি (১.১০%)
  খোরঠা (০.৮২%)
  অন্যান্য (০.৩৪%)

ধর্মসম্পাদনা

জনসংখ্যার উপাত্তসম্পাদনা

মোট জনসংখ্যা ৫৬০৮৯৪ (২০০১ জনশুমারি) ও ৭২৬৯৭৮ (২০১১ জনশুমারি)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ২০তম৷ ঝাড়খণ্ড রাজ্যের ২.২% লোক লাতেহার জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১৩১ ছিল এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ১৬৯ হয়েছে। ২০০১-২০১১ সালের মধ্যে জেলায় জনসংখ্যা বৃৃদ্ধির হার ২৯.৬১% , যা ১৯৯১-২০১১ সালের ২২.৭২% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৬৭ (সমগ্র) এবং শিশু (০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৬৮৷[৩]

শিক্ষাসম্পাদনা

জেলাটির স্বাক্ষরতা হার ৪০.৬৯%(২০০১) তথা ৫৯.৫১%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৫৪.১৩%(২০০১) তথা ৬৯.৯৭%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ২৬.৫২%(২০০১) তথা ৪৮.৬৮% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৮.৯৪%৷[৩]

ভূগোলসম্পাদনা

লাতেহার জেলায় ঝাড়খণ্ড রাজ্যের সব থেকে বড় দুই জলপ্রপাত অবস্থিত। লোধ ঝরনা ও নিম্ন ঘাগরি ঝর্ণা সহ এখানে আরও কিছু ঝর্ণা আছে।[৪]

বেতলা জাতীয় উদ্যানও এই জেলায় অবস্থিত।

তথ্যসূত্রসম্পাদনা

  1. https://www.mapsofindia.com/maps/jharkhand/tehsil/latehar.html
  2. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  3. https://www.census2011.co.in/census/district/106-latehar.html
  4. "Showing all Waterfalls in India"। World Waterfalls Database। ২০১২-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২০ 

বহিঃসংযোগসম্পাদনা

টেমপ্লেট:Districts of Jharkhand টেমপ্লেট:Palamu Division টেমপ্লেট:Palamu Division topics