বুড়িমারী কমিউটার

(বুড়ীমারি কমিউটার থেকে পুনর্নির্দেশিত)

বুড়িমারী কমিউটার (ট্রেন নং ৬৫−৬৬৭১−৭২) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি কমিউটার ট্রেন। এটি লালমনিরহাটের লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারী রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে।[][]

বুড়িমারী কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার
অবস্থাখোলা
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুলালমনিরহাট রেলওয়ে স্টেশন
বিরতি১২টি
শেষবুড়িমারী রেলওয়ে স্টেশন
পরিষেবার হারদৈনিক
রেল নং৬৫−৬৬ ও ৭১−৭২
ব্যবহৃত লাইনবুড়িমারী-লালমনিরহাট-পার্বতীপুর
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানেই
অটোরেক ব্যবস্থানেই
খাদ্য সুবিধানেই
মালপত্রের সুবিধাওভারহেড রেক
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)
ট্র্যাকের মালিকবাংলাদেশ রেলওয়ে

লালমনিরহাট−বুড়িমারী রুটে এই ট্রেনের পাশাপাশি ৪৫৫−৪৫৬ লোকাল চলাচল করে। ট্রেনটি লালমনিরহাট রেল বিভাগের আওতাধীন। ট্রেনটি করোনাভাইরাসের মহামারীর কারণে বেশ কিছুদিন বন্ধ ছিলো। বর্তমানে আবারও নিয়মিত চলাচল করছে। (যাত্রীদের সুবিধার্থে এই ট্রেনটির সময়ও এখানে নিচে উল্লেখ করা হলো)

সময়সূচী

সম্পাদনা
নং উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ
৬৫ লালমনিরহাট ৮.১৫ বুড়িমারী ১০.৪০
৬৬ বুড়িমারী ১১.০০ লালমনিরহাট ১৩.১৫
৭১ লালমনিরহাট ১৫.০০ বুড়িমারী ১৭.৪০
৭২ বুড়িমারী ১৮:২০ লালমনিরহাট ২১:০০
৪৫৫

নং লোকা ল

লালমনিরহাট ১৮.৩০ বুড়িমারী ২১.০০
৪৫৬

নং লোকা ল

বুড়িমারী ৬.৩০ লালমনিরহাট ৯.০০

বি.দ্রঃ সময়সূচিটি ২০২৪ সাল থেকে কার্যকর হয়েছে।

জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে-

৬৬/বুড়িমারী কমিউটার ট্রেনটি বুড়িমারী থেকে ছেড়ে লালমনিরহাট এসে ৬৩/লালমনি কমিউটার-১ হয়ে ১৩.২৫ এ পার্বতীপুর যাত্রা করে।

যাত্রাবিরতি

সম্পাদনা

রোলিং স্টক

সম্পাদনা

এটি লালমনি কমিউটারদিনাজপুর কমিউটারের সাথে রেক শেয়ার করে চলে।

৬৪ ডাউন লালমনি কমিউটার লালমনিরহাট পৌঁছলে তা ৬৫−৬৬ বুড়িমারী কমিউটার হয়ে লালমনিরহাট−বুড়িমারী−লালমনিরহাট রুটে চলাচল করে। পরে তা লালমনিরহাট পৌঁছলে আবার ৬৩ আপ লালমনি কমিউটার হয়ে পার্বতীপুর পর্যন্ত চলাচল করে।

অপরদিকে, ৬২ ডাউন দিনাজপুর কমিউটার লালমনিরহাট পৌঁছলে তা ৭১−৭২ বুড়িমারী কমিউটার হয়ে লালমনিরহাট−বুড়িমারী−লালমনিরহাট রুটে চলাচল করে। পরে তা লালমনিরহাট পৌঁছলে আবার ৬১ আপ দিনাজপুর কমিউটার হয়ে বিরল পর্যন্ত চলাচল করে।

অপর দিকে  ৪৫৫-৪৫৬ নং লোকাল ট্রেনটি প্রতিদিন ৬.৩০ ঘটিকায় বুড়িমারী থেকে ছেড়ে ৬.৪৫ পাটগ্রাম ৯.৪০ লালমনিরহাট ও ১০.৪৫ ঘটিকায় রংপুর পৌঁছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "লালমনিরহাট-বুড়িমারী রেলপথে ট্রেন চলাচল বন্ধ"সিসি নিউজ। ২০১৪-০৫-১৭। ২০২১-১০-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪ 
  2. রিপোর্টার, স্টাফ (২০১৯-০৩-১৪)। "লালমনিরহাট ট্রেনের সময়সূচি, ট্রেন ছাড়া ও পৌছানোর সময় | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪ 
  3. "ভোটমারী-বুড়িমারী পথে দুই সপ্তাহ পর ট্রেন চলাচল শুরু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭