লালমনি কমিউটার (ট্রেন নং ৬৩−৬৪) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি কমিউটার ট্রেন। এটি লালমনিরহাটের লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে।[১] যাত্রাপথে ট্রেনটি রংপুর জেলাকে সংযুক্ত করেছে।

লালমনি কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার
অবস্থাবন্ধ
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুলালমনিরহাট রেলওয়ে স্টেশন
বিরতি৯টি
শেষপার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন
পরিষেবার হারদৈনিক
রেল নং৬৩−৬৪
ব্যবহৃত লাইনবুড়ীমারী-লালমনিরহাট-পার্বতীপুর
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানেই
খাদ্য সুবিধানেই
মালপত্রের সুবিধাওভারহেড রেক
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)
ট্র্যাকের মালিকবাংলাদেশ রেলওয়ে

লালমনিরহাট−পার্বতীপুর রুটে এই ট্রেনের পাশাপাশি পার্বতীপুর কমিউটার, রংপুর কমিউটার এবং ৪৬১−৪৬২ লোকাল চলাচল করে। ট্রেনটি লালমনিরহাট রেল বিভাগের আওতাধীন। ট্রেনটি করোনাভাইরাসের মহামারীর কারণে বন্ধ রয়েছে।

সময়সূচী সম্পাদনা

নং উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ
৬৪ পার্বতীপুর ৫:৫৫ লালমনিরহাট ?
৬৩ লালমনিরহাট ? পার্বতীপুর ?

রোলিং স্টক সম্পাদনা

এটি বুড়িমারী কমিউটারের সাথে রেক শেয়ার করে চলে। ৬৪ ডাউন লালমনি কমিউটার লালমনিরহাট পৌঁছলে তা ৬৫−৬৬ বুড়িমারী কমিউটার হয়ে লালমনিরহাট−বুড়িমারী−লালমনিরহাট রুটে চলাচল করে। পরে তা লালমনিরহাট পৌঁছলে আবার ৬৩ আপ লালমনি কমিউটার হয়ে পার্বতীপুর পর্যন্ত চলাচল করে।

যাত্রাবিরতি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. BangladeshTimes। "রংপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন ট্রেনের সময়সূচি"bangladeshtimes.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৩