বিসিসিআই ঘরোয়া দল

২০২৩-২৪ মৌসুম পর্যন্ত এবং সহ ভারতীয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দ্বারা আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী ভারতীয় ঘরোয়া ক্রিকেট দলের একটি তালিকা নিচে দেওয়া হল।[১]

জাতীয় পর্যায়ের দল

সম্পাদনা

ঘরোয়া টুর্নামেন্ট এবং ট্যুর গেমসের জন্য জাতীয় স্তরের দলগুলির প্রতিনিধিত্বকারী ভারতীয় ঘরোয়া দলগুলির তালিকা নীচে দেওয়া হল:

দল অংশগ্রহণ বছর [২] আন্তর্জাতিক ঘরোয়া
পুরুষ মহিলা পুরুষ সিনিয়র মহিলা সিনিয়র পুরুষ অনূর্ধ্ব-১৯
ভারত এ ১৯৯৯–  Y  Y  Y  না  না
ভারত অনূর্ধ্ব-১৯ দল ১৯৭৯–  Y  Y  না  না  না
বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট একাদশ ১৯৬৪–  Y  Y  না  না  না
রেস্ট অব ভারত ১৯৬০–  না  না  Y  না  না
ভারত বি ২০০০–  না  না  Y  Y  না
ভারত নীল ২০০৬–  না  না  Y  Y  Y
ভারত সবুজ ২০০৬–  না  না  Y  Y  Y
ভারত লাল ২০০৬–  না  না  Y  Y  Y
  • টীকা ১: অংশগ্রহণের রেকর্ড ২০১৭–১৮ মৌসুম পর্যন্ত।
  • ভারত 'সি' জাতীয় ও ঘরোয়া পর্যায়ের অন্যতম দল।

রাজ্য দল

সম্পাদনা

আন্তঃরাজ্য প্রতিযোগিতায় শহর, অঞ্চল, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং সংস্থার প্রতিনিধিত্বকারী ভারতীয় ঘরোয়া দলগুলির তালিকা নীচে দেওয়া হল:

দল রাজ্য/শহর/অঞ্চল/ কেন্দ্রশাসিত অঞ্চল/সংস্থা গভর্নিং বডি বছর[৩] পুরুষ মহিলা
সিনিয়র অনূর্ধ্ব-২৩ অনূর্ধ্ব-১৯ অনূর্ধ্ব-১৬ সিনিয়র অনূর্ধ্ব-২৩ অনূর্ধ্ব-১৯
অন্ধ্র অন্ধ্রপ্রদেশ অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৯৪–  Y  Y  Y  Y  Y  Y  Y
অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ অরুণাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০১৮–  Y  Y  Y  Y  Y  Y  Y
আসাম আসাম আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০০২–  Y  Y  Y  Y  Y  Y  Y
বরোদা গুজরাতের শহর বড়োদরা বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৪৩–  Y  Y  Y  Y  Y  Y  Y
বাংলা পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ১৯৪৩–  Y  Y  Y  Y  Y  Y  Y
বিহার বিহার বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৪৩–২০০৪, ২০১৮–  Y  Y  Y  Y  Y  Y  Y
ছত্তিশগড় ছত্তিশগড় ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘ ২০১৬–  Y  Y  Y  Y  Y  Y  Y
চণ্ডীগড় চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০১৯–  Y  Y  Y  Y  Y  Y  Y
দিল্লি দিল্লি দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৪৩–  Y  Y  Y  Y  Y  Y  Y
গোয়া গোয়া গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৮৯–  Y  Y  Y  Y  Y  Y  Y
গুজরাত * গুজরাত (অংশীদারি)
* দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর দাদরা ও নগর হাভেলি
* দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর দমন
গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৩৫–  Y  Y  Y  Y  Y  Y  Y
হরিয়ানা হরিয়ানা হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৯১–  Y  Y  Y  Y  Y  Y  Y
হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৯৯–  Y  Y  Y  Y  Y  Y  Y
হায়দ্রাবাদ তেলেঙ্গানা হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৩৪–  Y  Y  Y  Y  Y  Y  Y
জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৯৯–  Y  Y  Y  Y  Y  Y  Y
ঝাড়খণ্ড ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০০৪–  Y  Y  Y  Y  Y  Y  Y
কর্ণাটক কর্ণাটক কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৩৪–  Y  Y  Y  Y  Y  Y  Y
কেরালা কেরালা কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৯৭–  Y  Y  Y  Y  Y  Y  Y
মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৯৫–  Y  Y  Y  Y  Y  Y  Y
মহারাষ্ট্র মহারাষ্ট্র (অংশীদারি) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৩৫–  Y  Y  Y  Y  Y  Y  Y
মণিপুর মণিপুর মণিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০১৮–  Y  Y  Y  Y  Y  Y  Y
মেঘালয় মেঘালয় মেঘালয় ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০১৮–  Y  Y  Y  Y  Y  Y  Y
মিজোরাম মিজোরাম মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০১৮–  Y  Y  Y  Y  Y  Y  Y
মুম্বই মহারাষ্ট্রের শহর মুম্বই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৮৯২–  Y  Y  Y  Y  Y  Y  Y
নাগাল্যান্ড নাগাল্যান্ড নাগাল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০১৮–  Y  Y  Y  Y  Y  Y  Y
ওড়িশা ওড়িশা ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৪৯–  Y  Y  Y  Y  Y  Y  Y
পুদুচেরি পুদুচেরি পুদুচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০১৮–  Y  Y  Y  Y  Y  Y  Y
পাঞ্জাব পাঞ্জাব পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৯৩–  Y  Y  Y  Y  Y  Y  Y
রেলওয়ে ভারতীয় রেল রেলওয়ে স্পোর্টস প্রমোশন বোর্ড ২০৯১–  Y  Y  না  না  Y  Y  না
রাজস্থান রাজস্থান রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০০২–  Y  Y  Y  Y  Y  Y  Y
সৌরাষ্ট্র * গুজরাতের অঞ্চল সৌরাষ্ট্র
* দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর দিউ
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৪৮–  Y  Y  Y  Y  Y  Y  Y
সার্ভিসেস ভারতীয় সশস্ত্র বাহিনী সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড ১৯৪৯–  Y  না  না  না  না  না  না
সিকিম সিকিম সিকিম ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০১৮–  Y  Y  Y  Y  Y  Y  Y
তামিলনাড়ু তামিলনাড়ু তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৩৪–  Y  Y  Y  Y  Y  Y  Y
ত্রিপুরা ত্রিপুরা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০০২–  Y  Y  Y  Y  Y  Y  Y
উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৩৫–  Y  Y  Y  Y  Y  Y  Y
উত্তরাখণ্ড উত্তরাখণ্ড উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০১৮–  Y  Y  Y  Y  Y  Y  Y
বিদর্ভ মহারাষ্ট্রের অঞ্চল বিদর্ভ বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০০৩–  Y  Y  Y  Y  Y  Y  Y

রাজ্য প্রতিনিধিত্বের অবস্থান

সম্পাদনা

নিম্নলিখিত রাজ্যগুলির প্রতিযোগিতায় "এক রাজ্য এক দল" ব্যতীত প্রতিনিধিত্ব রয়েছে:

একাধিক দল নিয়ে রাজ্যগুলি
রাজ্য দল
গুজরাত
মহারাষ্ট্র
অন্য দল(গুলি) এর অধীনে প্রতিনিধিত্ব সহ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল দল
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
তেলেঙ্গানা
প্রতিনিধিত্ব নেই এমন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল দল
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দল নেই
লাক্ষাদ্বীপ
লাদাখ

সম্পর্কে দেখুন:

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "BCCI 2023-24 Domestic Season Schedule" (পিডিএফ)। BCCI। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৩ 
  2. "Records / in India / All matches / Result summary"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৮ 
  3. "Records / in India / Combined First-class, List A and Twenty20 / Result summary"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৮