দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন

দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) হল ভারতের দিল্লি রাজ্যের ক্রিকেট কার্যক্রম পরিচালনাকারী সংস্থা। এটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধিভুক্ত। দিল্লি ক্রিকেট দল হল রঞ্জি ট্রফি এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দল। দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ডিডিসিএ প্রেসিডেন্ট একাদশের নামেও খেলে এবং বিদেশে ও ভারতে প্রিমিয়ার টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ডিডিসিএ অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ এবং সিনিয়রদের পুরুষ ও মহিলা উভয় দলের জন্য দায়ী।

দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রীড়াক্রিকেট
কার্যক্ষেত্রদিল্লি
সংক্ষেপেডিডিসিএ
প্রতিষ্ঠাকাল১৮৮৩ (1883)
অধিভুক্তভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড
অধিভুক্তের তারিখ১৯২৮
সদর দফতরঅরুণ জেটলি স্টেডিয়াম
অবস্থানদিল্লি
সভাপতিরোহন জেটলি
সচিবসিদ্ধার্থ সাহেব সিং
প্রশিক্ষকবিজয় দাহিয়া
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
www.ddca.in/index.php
ভারত

অভিযোগ

সম্পাদনা

বিজেপি সাংসদ কীর্তি আজাদ এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে ডিডিসিএ-তে দুর্নীতির অভিযোগ করেছেন।[] [] রাম জেঠমালানি, একজন আরজেডি সাংসদ এবং সিনিয়র আইনজীবী, অরুণ জেটলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন এবং আদালতে মামলা করবেন। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার কেপিএস গিলও অরুণ জেটলির বিরুদ্ধে হকি ফেডারেশন অফ ইন্ডিয়াতে দুর্নীতির অভিযোগ তুলেছেন। দলবিরোধী কর্মকাণ্ডের দায়ে কীর্তি আজাদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।[] [] ১৭ নভেম্বর ২০১৫-এ সঙ্ঘী কমিটি দিল্লির মুখ্যমন্ত্রীকে ডিডিসিএ-র বিষয়ে স্পষ্ট অনিয়ম তুলে ধরে একটি প্রতিবেদন দেয় এবং একটি তদন্ত কমিশন গঠনের সুপারিশ করে।[] ১৬ নভেম্বর ২০১৯-এ, ডিডিসিএ-এর সভাপতি রজত শর্মা ডিডিসিএ-তে অনিয়মের অভিযোগে পদত্যাগ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Kirti Azad threatens to reveal more on DDCA mess"। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৬ 
  2. "DDCA row: AAP poses 5 questions to Jaitley"The Times of India। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৬ 
  3. "Ram Jethmalani said he is confident about cornering Arun Jaitley: AAP"The Indian Express। ২৩ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৬ 
  4. FP Staff (২৩ ডিসেম্বর ২০১৫)। "Former hockey chief KPS Gill alleges Arun Jaitley got daughter appointed as HI counsel"Firstpost। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৬ 
  5. PTI (২৪ ডিসেম্বর ২০১৫)। "DDCA corruption row: Kirti Azad suspended, wants PM Modi to intervene"News Nation। ৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৬ 
  6. Sports Desk (১৬ নভেম্বর ২০১৯)। "Wanted to expose real face of DDCA through this resignation: Rajat Sharma"Indian Express। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯