দমদম বিমানবন্দর থেকে রাজারহাট-নিউটাউন, কলকাতা হয়ে গড়িয়া কামালগাজি পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় ‘বিশ্ব বাংলা সরণি’ নামে চিহ্নিত করেছে রাজ্য সরকার[১] এই সড়ক পথটি পূর্বে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত ছিল।যেমন- বিমানবন্দরের কাছে কিছু অংশ কাজী নজরুল ইসলাম সরণি বা ভি.আই.পি রোড, রাজারহাট-নিউটাউনে মেজর আর্টিয়াল রোড এবংর চিংরিহাটা থেকে কামালগাজি পর্যন্ত ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস নামে পরিচিত ছিল।এই সড়কটি দক্ষিণ কলকাতার গড়িয়া এলাকাকে সহজেই নিউটাউন হয়ে বিমানবন্দরের সঙ্গে যুক্ত করবে।এই সড়ক পরথিটির দৈর্ঘ্য হবে প্রায় ৩০ কিলোমিটার।সড়কটি রাজারহাট-নিউটাউন অংশে ৬ লেন ও বাইপাসের অংশটি ৪ লেন বিশিষ্ট।বাইপাসের অংশটি ৮ লেনে উন্নিত করার চেষ্টা চলছে।

বিশ্ব বাংলা সরণির মেজর আর্টেরিয়াল রোড অংশ, নিউ টাউন, কলকাতা

প্রধান জংশন সম্পাদনা

বিমানবন্দর-নিউটাউন-রাজারহাট-সেক্টর ফাইভ-চিংরিহাটা-সায়েন্সিটি-রুবি-মুকুন্দপুর-পাটুলি-গড়িয়া ঢালাইব্রীজ-কামালগাজি।

তথ্যসূত্র সম্পাদনা