রাজারহাট
রাজারহাট (বা রাজারহাট-গোপালপুর) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর পৌরসংস্থার একটি অঞ্চল। নিউ টাউনের নিকটে অবস্থিত হওয়ায় রাজারহাট-গোপালপুরে আবাসন উন্নয়নে জোয়ার এসেছিল।
রাজারহাট | |
---|---|
বিধাননগরের অঞ্চল | |
বিশ্ব বাংলা সরণি, চিনার পার্ক, রাজারহাট | |
ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৭′০″ উত্তর ৮৮°৩১′০″ পূর্ব / ২২.৬১৬৬৭° উত্তর ৮৮.৫১৬৬৭° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | ![]() |
জেলা | উত্তর ২৪ পরগনা |
অঞ্চল | কলকাতা মহানগর অঞ্চল |
সরকার | |
• ধরন | পৌরসংস্থা |
• শাসক | বিধাননগর পৌরসংস্থা |
আয়তন[১] | |
• মোট | ৩৪.৯৭ বর্গকিমি (১৩.৫০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৪,০২,৮৪৪ |
• জনঘনত্ব | ১২,০০০/বর্গকিমি (৩০,০০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারত মান সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | 700052, 700059, 700101, 700102, 700135, 700136, 700157, 700159 |
টেলিফোন কোড | +91 33 |
যানবাহন নিবন্ধন | WB |
লোকসভা কেন্দ্র | দমদম, বারাসত |
বিধানসভা কেন্দ্র | রাজারহাট গোপালপুর, রাজারহাট নিউ টাউন |
ওয়েবসাইট | north24parganas |
প্রশাসনসম্পাদনা
রাজারহাটের অন্তর্ভুক্ত অঞ্চলগুলি হল: কেষ্টপুর, চণ্ডীবেড়িয়া, রবিন্দ্রপল্লী, সমরপল্লী, বাগুইআটি, উদয়নপল্লী, সন্তোষপল্লী, জগৎপুর, অশ্বিনীনগর, নারায়ণতলা, রঘুনাথপুর, অর্জুনপুর, তেঘরিয়া, জ্যাংরা, হেলাবত্তালা, নোয়াপাড়া, আদর্শপল্লী, প্রমোদগড়, জ্যোতিনগর, হাতিয়ারা, কৈখালী, চিনার পার্ক, আটঘরা, দাসাদ্রনে, সালুয়া, বাবলাতলা, নারায়ণপুর, বেরাবেরি, বিদিশাপল্লী, সারদাপল্লী, গন্তি।
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
ভারতের ২০১১ সালের জনগণনা অনুসারে রাজারহাট-গোপালপুরের জনসংখ্যা হল ৪,০২,৮২২ জন। এর মধ্যে পুরুষ ৫০.৫৫% এবং নারী ৪৯%। এখানে সাক্ষরতার হার ৮৯.৬৯%। [২]
যোগাযোগসম্পাদনা
এই অঞ্চলের প্রধান সড়কটি বিশ্ব বাংলা সরণি নামে পরিচিত। এই সড়কটি দক্ষিণে সল্টলেক সেক্টর ৫ হয়ে কলকাতার ইএম বাইবাপাসের সঙ্গে যুক্ত এবং উত্তর প্রন্ত বিমানবন্দরের দিকে ভিআইপি রোডে যুক্ত হয়েছে।
এই অঞ্চলে কোনো রেল ব্যবস্থা নেই। বর্তমানে রাজারহাটে কলকাতা মেট্রোর কাজ চলছে। এই অঞ্চলে গড়িয়া-এয়ারপোর্ট লাইন নির্মিত হচ্ছে।
অঞ্চলটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "North 24" (পিডিএফ)। ২০১৮-০২-০৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "Rajarhat Gopalpur City Population 2011 - 2021"। Census of India, Government of India।
বহিঃসংযোগসম্পাদনা
পশ্চিমবঙ্গের অবস্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |