প্রথম আদিল

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা খাত্তাব হাসান (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:০৩, ১৫ জানুয়ারি ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (পাতা তৈরী। অনুবাদ করে। ইংরেজী উইকি দ্র:)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

প্রথম আদিল (আরবি: العادل, পুরোনাম মালিকুল আদিল সাইফউদ্দীন আবু বকর আহমাদ ইবনে নাজমউদ্দীন আইয়ুব, আরবি: الملك العادل سيف الدين أبو بكر بن أيوب; ১১৪৫- ৩১শে আগস্ট ১২১৮) ছিলেন মিশর ও সিরিয়ার চতুর্থ সুলতান এবং সালাহউদ্দিনের ভাই, যিনি মিশরের সালতানাত এবং আইয়ুবীয় রাজবংশ উভয়ই প্রতিষ্ঠা করেছিলেন। আদিল ক্রুসেডারদের কাছে সাফাদিন নামে পরিচিত ছিলেন (তাঁর লকব বা সম্মানসূচক উপাধি সাইফউদ্দিন থেকে বিকৃত, যার অর্থ "ধর্মের তলোয়ার")। এই নামে তিনি এখনও পশ্চিমা বিশ্বে পরিচিত। তিনি ছিলেন একজন প্রতিভাধর, কার্যকর প্রশাসক এবং সংগঠক।[১] আদিল সালাহউদ্দিনের বড় বড় অভিযানগুলোতে সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রথমদিকে তিনি যুদ্ধমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সালাহউদ্দিনের ন্যায় তিনিও একজন দক্ষ জেনারেল এবং যুদ্ধকৌশলে অভিজ্ঞ ছিলেন। কায়রোর প্রায় লুপ্ত ফাতিমীয় খিলাফতকে মিশরের আইয়ুবী সালতানাতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সাইফুদ্দীন আবু বকর
মালিকুল আদিল
মিশরের সুলতান
রাজত্ব১২০০ – আগস্ট ১২১৮
পূর্বসূরিমানসুর নাসিরুদ্দীন মুহাম্মাদ
উত্তরসূরিপ্রথম কামিল
জন্মজুন ১১৪৫
মৃত্যু৩১ আগস্ট ১২১৮(1218-08-31) (বয়স ৭৩)
বংশধরমালিকুল কামিল
দায়ফা খাতুন
মুয়াযযাম ঈসা
আওহাদ আইয়ুব
মুযাফফর গাজী
আশরাফ মুসা
সালিহ ইসমাইল
পূর্ণ নাম
মালিকুল আদিল সাইফউদ্দীন আবু বকর আহমাদ ইবনে নাজমউদ্দীন আইয়ুব
পিতানাজমুদ্দিন আইয়ুব
ধর্মইসলাম

পরিবার

প্রথম আদিলের ১৬টি ছেলে ও বেশ কয়েকটি মেয়ে ছিল। কুর্দি ইতিহাসবিদ আবুল ফিদা (যিনি হামার আইয়ুবীয় আমির ছিলেন) তার লেখায় বেঁচে থাকা আইয়ুবীয় সন্তানদের উল্লেখ করেছিলেন। সেই হিসেবে-

  • মালিকুল কামিল
  • মালিকুল আশরাফ মুসা
  • দায়ফা খাতুন
  • আওহাদ আইয়ুব
  • মুয়াযযাম ঈসা
  • মুজাফফর গাজী
  • সাফিয়া সিত্ত খাতুন
  • মুফাদ্দাল কুতুবুদ্দীন আহমদ
  • হাফিজ নূরউদ্দিন আরসলানশাহ
  • আজিজ ইমাদুদ্দিন উসমান
  • সালিহ ইমাদুদ্দিন ইসমাঈল
  • মালেকা আদলিয়া খাতুন
  • আমজাদ হাসান
  • মুকিদ মাহমুদ
  • ফকিজ ইব্রাহিম
  • কাহির ইসহাক
  • মাওদুদ খলিল
  • তাকিয়াদ্দিন আব্বাস
  • মোজাফফর শাবুদ্দিন গাজী
  • আওহাদ নাজমুদ্দীন আইয়ুব
  • জাহরা
  • গাজিয়া
  • মালেক

আরো দেখুন

তথ্যসূত্র

  1. From Saladin to the Mongols: The Ayyubids of Damascus, 1193–1260 by R. Stephen Humphreys, SUNY Press 1977, p. 155
  • Nicolle, David (২০০৮)। The Second Crusade। Osprey Publishing। 
প্রথম আদিল
জন্ম: জুন ১১৪৫ মৃত্যু: আগস্ট ১২১৮
শাসনতান্ত্রিক খেতাব
পূর্বসূরী
আফজল বিন সালাহউদ্দিন
দামেস্কের আমির
১১৯৬ – আগস্ট ১২১৮
উত্তরসূরী
মুয়াযযাম
পূর্বসূরী
মানসুর নাসিরুদ্দীন মুহাম্মাদ
মিশরের সুলতান
১২০০ – আগস্ট ১২১৮
উত্তরসূরী
কামিল