বিকেলে ভোরের ফুল (চলচ্চিত্র)

বিকেলে ভোরের ফুল হল একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন পীযুয় বোস[] এই চলচ্চিত্রটি সমরেশ বসু এর ছোট গল্প কাহানী অবলম্বনে নির্মিত। এই চলচ্চিত্রটি ১৯৭৪ সালে কে এল কাপুর প্রোডাকশান্স ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সংগীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়[] এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, সুমিত্রা মুখোপাধ্যায়, উৎপল দত্ত, রবি ঘোষ[]

বিকেলে ভোরের ফুল
পরিচালকপীযুয় বোস
চিত্রনাট্যকারপীযুয় বোস
কাহিনিকারসমরেশ বসু
শ্রেষ্ঠাংশেউত্তম কুমার
সুমিত্রা মুখোপাধ্যায়
উৎপল দত্ত
রবি ঘোষ
সুরকারহেমন্ত মুখোপাধ্যায়
মুক্তি৬ সেপ্টেম্বর ১৯৭৪
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী

সম্পাদনা

অনীশ মিত্র (উত্তম) একজন বিলেত ফেরত মেধাবী ইঞ্জিনিয়ার, বিখ্যাত কবি, সঙ্গীতের প্রশংসিত পণ্ডিত এবং ব্যক্তিগত জীবনে নারীসুলভ উপস্থিতি এড়িয়ে যাওয়া একজন ব্যাচেলর। তার বাবা, বড় বোন, ছোট ভাই বা ভগ্নিপতি দ্বারা প্রশংসিত হয় না। তাদের আয়োজন করা অনুষ্ঠান এড়িয়ে সে পালিয়ে যায় দীঘায়, সমুদ্রের পাশের রিসোর্টে। সেখানে সে একটি গার্লস কলেজের ছাত্রদের সাথে দেখা হয় সেখানে ক্যাম্প করে। এর মধ্যে একটি মেয়ে টুকু, তাকে প্রায় বৃদ্ধাঙ্গুলি দেখায় এবং সেও তার প্রতি একটি নরম অনুভূতি তৈরি করে। টুকুর ব্যক্তিগত জীবনটাই এলোমেলো। তার মায়ের ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুর সাথে সম্পর্ক রয়েছে (যার সাথে তিনি দীঘায় এসেছিলেন)।

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা
  • উত্তম কুমার - অনীশ মিত্র
  • সুমিত্রা মুখোপাধ্যায় - টুকু
  • কল্যাণী অধিকারী
  • ভবতোষ ব্যানার্জী
  • জয়শ্রী ব্যানার্জী
  • মম ব্যানার্জী
  • পলি ব্যানার্জী
  • সৌরেন ব্যানার্জী
  • তনুশ্রী বসু
  • লীনা ভাওয়াল
  • নিমু ভৌমিক
  • দিলীপ বোস
  • রসুরাজ চক্রবর্তী
  • নীহার চক্রবর্তী
  • কল্যাণ চ্যাটার্জি
  • ননী চ্যাটার্জি
  • তপন চট্টোপাধ্যায়
  • বনানী চৌধুরী
  • ইলা রায় চৌধুরী
  • আতি দাস
  • মালা দাস
  • শর্মিলা দাস
  • কল্যাণী দাশগুপ্ত
  • সাধন দাশগুপ্ত
  • গীতা দে
  • শিবাজি দেওয়ানজি
  • উৎপল দত্ত
  • সুজাতা দত্ত
  • নির্মল ঘোষ
  • রবি ঘোষ

সাউন্ডট্রাক

সম্পাদনা

সকল গানের সুরকার হেমন্ত মুখোপাধ্যায়

গান
নং.শিরোনামশিল্পীদৈর্ঘ্য
১."দীঘা দীঘা দীঘা"তরুণ ব্যানার্জী, পিন্টু ভট্টাচার্য্য, অমল মুখার্জী৩:৪৯
২."ওই জাউপাতা যেমন দুলছে"আরতি মুখার্জী৪:১৫
৩."আমার সকল রসের ধারা"হেমন্ত মুখোপাধ্যায়, আরতি মুখার্জী৩:১৪
৪."কি গাবো আমি , কি শোনাব আমি"আরতি মুখার্জী৩:৫৩

[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bikele Bhorer Phool (1974) - Review, Star Cast, News, Photos"Cinestaan। ২০২২-০১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৭ 
  2. "Bikele Bhorer Phool on Moviebuff.com"Moviebuff.com। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৭ 
  3. "Bikaley Bhorer Phul"Cinemaazi (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৭ 
  4. https://www.hungama.com/song/ki-gabo-ami-ki-shunabo/2137038/

বহিঃসংযোগ

সম্পাদনা