নিমু ভৌমিক
ভারতীয় রাজনীতিবিদ
নিমু ভৌমিক (১৯৩৫–২০১৯) একজন ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ৬০টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১][২]
নিমু ভৌমিক | |
---|---|
নিমু | |
জন্ম | নিমু ১৪ নভেম্বর ১৯৩৫ |
মৃত্যু | ২৭ আগস্ট ২০১৯ | (বয়স ৮৩)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র অভিনেতা রাজনীতিবিদ |
দাম্পত্য সঙ্গী | সুপ্তা ভৌমিক |
জীবনী
সম্পাদনানিমু ভৌমিক ১৯৩৫ সালের ১৪ নভেম্বর অবিভক্ত বাংলার দিনাজপুরে জন্মগ্রহণ করেন।[৩][৪] মণিহার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে।[২] তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছায়াময়।[২] চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি যাত্রা ও থিয়েটারের সাথে যুক্ত ছিলেন তিনি।[২]
তিনি ষোড়শ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।[১] নির্বাচনে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর প্রার্থী মহম্মদ সেলিমের নিকট পরাজিত হন।[৪]
নিমু ভৌমিক ২০১৯ সালের ২৭ আগস্ট কলকাতার গড়িয়ায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।[৫][৬]
উল্লেখযোগ্য চলচ্চিত্র
সম্পাদনা- মণিহার[২]
- বাঘিনী[২]
- স্ত্রীর পত্র[২]
- দুই পৃথিবী[২]
- সাহেব[২]
- গুরুদক্ষিণা[২]
- মঙ্গলদীপ[২]
- নবাব[২]
- গণদেবতা[৫]
- দাদার কীর্তি[৫]
- অপরাজিতা[৫]
- বেয়াদব[৫]
- নদীর পাড়ে আমার বাড়ি[৫]
- ছোট বউ[৩]
- ছায়াময়[২]
- দেবিকা
- গ্যাঁড়াকল
- মহাজন
মুখ্যমন্ত্রী
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "টালিউডের প্রবীণ অভিনেতা নিমু ভৌমিক আর নেই"। এনটিভি। ২৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড "নিমু ভৌমিক"। এই সময়। ২৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
- ↑ ক খ "বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক আর নেই"। একুশে টেলিভিশন। ২৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
- ↑ ক খ "চলে গেলেন অভিনেতা নিমু ভৌমিক"। ইত্তেফাক। ২৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ "নীরবেই চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক"। এই সময়। ২৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
- ↑ "প্রয়াত অভিনেতা নিমু ভৌমিক, শোক টলিউডে"। নিউজ১৮ বাংলা। ২৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।