বান্দরবান পৌরসভা
বান্দরবান পৌরসভা বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি পৌরসভা।
বান্দরবান | |
---|---|
পৌরসভা | |
বান্দরবান পৌরসভা | |
বাংলাদেশে বান্দরবান পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১′৩৭″ উত্তর ৯২°২৯′১৭″ পূর্ব / ২২.০২৬৯৪° উত্তর ৯২.৪৮৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | বান্দরবান সদর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৪ |
সরকার | |
• পৌর মেয়র | মোহাম্মদ ইসলাম বেবী (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৩২.৫৫ বর্গকিমি (১২.৫৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪১,৪৩৪ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৭.১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবান্দরবান পৌরসভার আয়তন ৩২.৫৫ বর্গ কিলোমিটার (৮,০৪৩ একর)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী বান্লোদরবান পৌরসভার জনসংখ্যা ৫৪,৪৫০ জন। এর মধ্যে ৩২,৪৪৯জন মুসলিম,১২,৩১৫জন বৌদ্ধ, ৭,৬৭৩জন হিন্দু, ১,৮৭৯জন খ্রিস্টান ও ১৩৪জন অন্যান্য ধর্মের অনুসারী। [২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাবান্দরবান সদর উপজেলার মধ্যাংশে বান্দরবান পৌরসভার অবস্থান। বান্দরবান জেলা সদর এ পৌরসভায় অবস্থিত। এর উত্তর-পশ্চিমে কুহালং ইউনিয়ন, উত্তর-পূর্বে রাজবিলা ইউনিয়ন ও রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন, পূর্বে জামছড়ি ইউনিয়ন, দক্ষিণে জামছড়ি ইউনিয়ন ও সুয়ালক ইউনিয়ন এবং পশ্চিমে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন ও চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৮৪ সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বান্দরবান সদর উপজেলার বান্দরবান সদর ইউনিয়নের আংশিক নিয়ে বান্দরবান পৌরসভা গঠন করে। পরবর্তীতে ২০০১ সালে এ পৌরসভাকে গ শ্রেণী থেকে সরাসরি ক শ্রেণীতে উন্নীত করা হয়।[৩]
প্রশাসনিক এলাকা
সম্পাদনাবান্দরবান পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বান্দরবান সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ নিচে উল্লেখ করা হল:
ওয়ার্ড নং | এলাকার নাম |
---|---|
১নং ওয়ার্ড | বালাঘাটা |
২নং ওয়ার্ড | শৈলশোভা, বালাঘাটা |
৩নং ওয়ার্ড | কালাঘাটা |
৪নং ওয়ার্ড | মধ্যমপাড়া |
৫নং ওয়ার্ড | নোয়াপাড়া |
৬নং ওয়ার্ড | ক্যাচিংঘাটা, নতুনপাড়া, ছিদ্দিকীনগর |
৭নং ওয়ার্ড | আর্মিপাড়া |
৮নং ওয়ার্ড | মেম্বারপাড়া, হাফেজঘোনা, বাস স্টেশন |
৯নং ওয়ার্ড | ইসলামপুর, টাইগারপাড়া, লাংগীপাড়া, কাশেমপাড়া |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বান্দরবান পৌরসভার সাক্ষরতার হার ৬৭.১%।[১] এ পৌরসভায় ২টি সরকারি কলেজ, ২টি আলিম মাদ্রাসা, ১টি স্কুল এন্ড কলেজ, ১টি কারিগরী স্কুল এন্ড কলেজ, ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ[৪]
- বান্দরবান সরকারি কলেজ
- বান্দরবান সরকারি মহিলা কলেজ
- বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
- বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (কারিগরী শিক্ষা)
- মাদ্রাসা[৪]
- ইসলামিক এডুকেশন সেন্টার বান্দরবান আলিম মাদ্রাসা
- বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসা
- ফাতেমাতুজ জাহরা (রা.) বালিকা দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- আল ফারুক ইনস্টিটিউট
- ডনবসকো উচ্চ বিদ্যালয়
- বান্দরবান কালেক্টরেট স্কুল
- বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়
- বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়
- সাঙ্গু উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৪]
- বান্দরবান বৌদ্ধ অনাথালয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- বি হ্যাপি লার্নিং সেন্টার
- প্রাথমিক বিদ্যালয়
- কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাশেমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ক্যাচিংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছিদ্দিকীনগর খদিজা অহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টাইগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডনবসকো সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বান্দরবান বৌদ্ধ অনাথালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাস স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লাংগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবান্দরবান পৌরসভায় যোগাযোগের প্রধান ২টি সড়ক চট্টগ্রাম-বান্দরবান মহাসড়ক ও চন্দ্রঘোনা-বান্দরবান সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
সম্পাদনাবান্দরবান পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদী।[৩]
হাট-বাজার
সম্পাদনাবান্দরবান পৌরসভার প্রধান হাট-বাজার হল বান্দরবান বাজার।[৫]
দর্শনীয় স্থান
সম্পাদনাবান্দরবান পৌরসভার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৬]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান মেয়র: মোহাম্মদ ইসলাম বেবী[৭]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ ক খ "এক নজরে পৌরসভা - বান্দরবান জেলা - বান্দরবান জেলা"। www.bandarban.gov.bd। ১৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ ঘ "Schools/Colleges in BANDARBAN SADAR - Bangladesh School, College Directory"। edu.review.net.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজারের তালিকা - বান্দরবান সদর উপজেলা - বান্দরবান সদর উপজেলা"। sadar.bandarban.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - বান্দরবান সদর উপজেলা - বান্দরবান সদর উপজেলা"। sadar.bandarban.gov.bd। ৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "মোহাম্মদ ইসলাম বেবী - বান্দরবান জেলা - বান্দরবান জেলা"। www.bandarban.gov.bd। ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮।