বান্দরবান সদর ইউনিয়ন
বান্দরবান সদর বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত বান্দরবান সদর উপজেলার একটি ইউনিয়ন।
বান্দরবান সদর | |
---|---|
ইউনিয়ন | |
৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বান্দরবান সদর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১১′৫৭″ উত্তর ৯২°১৬′৪৬″ পূর্ব / ২২.১৯৯১৭° উত্তর ৯২.২৭৯৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | বান্দরবান সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | সাচ প্রু মার্মা (সাবু) |
আয়তন | |
• মোট | ৫৭.০১ বর্গকিমি (২২.০১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯,২১৯ |
• জনঘনত্ব | ১৬০/বর্গকিমি (৪২০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৮.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবান্দরবান সদর ইউনিয়নের আয়তন ১৪,০৮৮ একর (৫৭.০১ বর্গ কিলোমিটার)। এটি আয়তনের দিক থেকে বান্দরবান জেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১০,১৭২জন। এর মধ্যে ৪,৭৪৩জন বৌদ্ধ, ৪,০৯৯জন মুসলিম, ১,০৬৭জন খ্রিস্টান, ২৪৯জন হিন্দু ও ১৪জন অন্যান্য ধর্মের অনুসারী। [২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাবান্দরবান সদর উপজেলার সর্ব-পূর্বে বান্দরবান সদর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে বান্দরবান পৌরসভা, উত্তরে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন, পূর্বে রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়ন এবং দক্ষিণে রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়ন ও তারাছা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবান্দরবান সদর ইউনিয়ন বান্দরবান সদর উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বান্দরবান সদর থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]
ওয়ার্ড নং | গ্রাম/পাড়ার নাম |
---|---|
১নং ওয়ার্ড | ডলুঝিরি তঞ্চঙ্গ্যাপাড়া, পর্যটন চাকমাপাড়া, তালুকদারপাড়া, সিনিয়রপাড়া, রেইছা বাজার, রেইছা থলিপাড়া, সাতকমলপাড়া, ডলুর বাগ |
২নং ওয়ার্ড | লম্বাঘোনাপাড়া, শৈহ্লাউপাড়া, জিনিঅংপাড়া, রত্নপুরপাড়া, ব্রীকফিল্ড, ধুংখীঅংপাড়া, রোয়াজাপাড়া, ডলুঝিরি মার্মাপাড়া, গোয়ালিয়াখোলা, ভাঙ্গামুরাপাড়া |
৩নং ওয়ার্ড | লাইমিপাড়া, সাংগ্যা মার্মাপাড়া, সাংগ্যা ত্রিপুরাপাড়া, হাফেজঘোনা, হাতিভাঙ্গাপাড়া, দাঁতভাঙ্গাপাড়া, কানাপাড়া, সীতামুরাপাড়া |
৪নং ওয়ার্ড | লেমুঝিরি মুসলিমপাড়া, লেমুঝিরিপাড়া, লেমুঝিরি বাগানপাড়া, লেমুঝিরি আগাপাড়া, তমপ্রুপাড়া |
৫নং ওয়ার্ড | মাংপ্রুপাড়া, কানাইউপাড়া, হেব্রনপাড়া, জয়মোহনপাড়া |
৬নং ওয়ার্ড | উজিপাড়া, মনু হেডম্যানপাড়া, বাগানপাড়া চৌদ্দমুখ, কাট্টলীপাড়া |
৭নং ওয়ার্ড | হ্লাপাইমুখপাড়া, হ্লাপাই উজানীপাড়া, নোয়াপতংমুখপাড়া |
৮নং ওয়ার্ড | লুলাইনপাড়া, শামুকঝিরিপাড়া, আলেক্ষ্যংপাড়া |
৯নং ওয়ার্ড | ক্রাইক্ষ্যংপাড়া, লুলাইন পুণর্বাসনপাড়া, ডলুছড়ি নিচেরপাড়া, ডলুছড়ি উপরপাড়া |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বান্দরবান সদর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৩%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৫]
- গোয়ালিয়াখোলা এসএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়
- লাইমিপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কমলস্মৃতি লুলাইন হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কোলাক্ষ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ক্রাইক্ষ্যংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোয়ালিয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভাঙ্গামুরা দ এসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রেইছাথলি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লুলাইন হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লেমুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুইচা কারবারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবান্দরবান সদর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল বান্দরবান-রোয়াংছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যমে চাঁদের গাড়ি।
খাল ও নদী
সম্পাদনাবান্দরবান সদর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে রেইছা খাল।[৬]
হাট-বাজার
সম্পাদনাবান্দরবান সদর ইউনিয়নের প্রধান হাট-বাজার হল রেইছা বাজার।[৭]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: সাচ প্রু মার্মা (সাবু)[৮]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - বান্দরবান সদর ইউনিয়ন - বান্দরবান সদর ইউনিয়ন"। bandarbansadarup.bandarban.gov.bd। ২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - বান্দরবান সদর ইউনিয়ন - বান্দরবান সদর ইউনিয়ন"। bandarbansadarup.bandarban.gov.bd।
- ↑ "নিন্ম মাধ্যমিক বিদ্যালয় - বান্দরবান সদর ইউনিয়ন - বান্দরবান সদর ইউনিয়ন"। bandarbansadarup.bandarban.gov.bd। ২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "খাল ও নদী - বান্দরবান সদর ইউনিয়ন - বান্দরবান সদর ইউনিয়ন"। bandarbansadarup.bandarban.gov.bd। ২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "হাট বাজারের তালিকা - বান্দরবান সদর ইউনিয়ন - বান্দরবান সদর ইউনিয়ন"। bandarbansadarup.bandarban.gov.bd।
- ↑ "সাচ প্রু মার্মা (সাবু) - বান্দরবান সদর ইউনিয়ন - বান্দরবান সদর ইউনিয়ন"। bandarbansadarup.bandarban.gov.bd। ৩১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।