বান্দরবান সরকারি মহিলা কলেজ
বান্দরবান সরকারি মহিলা কলেজ বাংলাদেশের বান্দরবান জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি এলাকায় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।[১][২]
বান্দরবান সরকারি মহিলা কলেজ | |
---|---|
অবস্থান | |
![]() | |
বালাঘাটা বান্দরবান পার্বত্য জেলা , | |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ২০০০ ইংরেজি |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় জেলা | বান্দরবান জেলা |
বিদ্যালয় কোড | EIIN: ১৩১৯৩৩ |
ইআইআইএন | ১৩১৯৩৩ |
অধ্যক্ষ | জনাব প্রদীপ বড়ুয়া |
অনুষদ |
|
শ্রেণি | একাদশ - দ্বাদশ শ্রেণি |
শিক্ষার্থী সংখ্যা | ৮৫০ জন |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসের ধরন | পার্বত্য অঞ্চল |
শিক্ষা বোর্ড | চট্টগ্রাম শিক্ষা বোর্ড |
অবস্থান
সম্পাদনাবান্দরবান সরকারি মহিলা কলেজ বান্দরবান জেলা সদরের বালাঘাটা নামক স্থানে অবস্থিত।[১]
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশ সরকার কর্তৃক দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এটির ওপর ভিত্তি করে ২০০০ সালে বান্দরবান মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়। এখানে দুইটি একাডেমিক ভবন ও একটি ছাত্রীনিবাসের পাশাপাশি একটি প্রশাসনিক ভবনও রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা না হলেও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে কলেজের শ্রেণী কার্যক্রম শুরু হয়। ২০০৯ সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়। পবরর্তীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক একটি এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আরও একটি ছাত্রীনিবাস স্থাপনের মাধ্যমে নারীশিক্ষার অগ্রগতিতে ভূমিকা রাখা হয়। বর্তমানে কলেজে মানবিক, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত শ্রেণী কার্যক্রম চালু আছে।[১][৩]
অবকাঠামো
সম্পাদনাকলেজটি মোট ৩ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। কলেজে বর্তমানে একটি প্রশাসনিক ভবন, দুইটি একাডেমিক ভবন ও তিনটি ছাত্রীনিবাস রয়েছে।[১]
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাকলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্মাতক পর্যায়ের কোর্সও করা হয়।
ফলাফল
সম্পাদনাবান্দরবান মহিলা কলেজের বর্তমান পাশের হার ৪৫.১%।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "জাতীয় তথ্য বাতায়ন"। ২০ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮।
- ↑ ক খ "Bandarban Govt. Women College"। sohopathi.com।
- ↑ "এগিয়ে যাচ্ছে বান্দরবান সরকারি মহিলা কলেজ"। প্রথম আলো।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]