বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত। এটি একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীন এই প্রতিষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর
অবস্থান

,
৫৩১০

তথ্য
বিদ্যালয়ের ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
নীতিবাক্যশেখার জন্য এসো, সেবার জন্য যাও
প্রতিষ্ঠাকাল১৯৬৩
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর
বিদ্যালয় জেলানীলফামারী
সেশনজানুয়ারি- ডিসেম্বর
বিদ্যালয় কোড১২৫২১০
প্রধান শিক্ষকসাহানা খাতুন
শিক্ষকমণ্ডলী৪০+
শ্রেণীষষ্ঠ - দশম
লিঙ্গছেলে, মেয়ে
বয়সসীমা১০-১৬
শিক্ষার্থী সংখ্যা১০০০+ জন
ভাষাবাংলা
সময়সূচির ধরনমাধ্যমিক বিদ্যালয়
সময়সূচিসকাল ১০ঃ০০ মিনিট - বিকাল ৪ঃ০০ মিনিট
বিদ্যালয়ের কার্যসময়৬ ঘণ্টা
শ্রেণীকক্ষ১০+ টি
ক্যাম্পাসসমূহ১টি
ক্যাম্পাসের ধরনউপশহর
রংসাদা এবং সাদা         
ক্রীড়াফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল
যোগাযোগ০১৯১৬৯০৬৪০১

ইতিহাস

সম্পাদনা

১৯৬৮ সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। এটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মচারী-কর্মকর্তা এবং রেলওয়ে এলাকার ছেলেমেয়েদের শিক্ষার সুবিধার্থে । প্রতিষ্ঠার শুরুতে প্লে থেকে দশম শ্রেনী পর্যন্ত পাঠ্যেক্রম চালু করা হয়। পরে তা পরিবর্তন করে ষষ্ঠ থেকে দশম। প্রতিষ্ঠাকালে ছাত্র এবং শিক্ষক সংখ্যা ছিলো যথাক্রামে ২৫০ এবং ২০ জন।

ক্যাম্পাসের বর্ণনা

সম্পাদনা

এর অবস্থান সৈয়দপুর কাঁচা বাজারের পাশে এবং সৈয়দপুর শহরের অবস্থিত।

অবকাঠামো

সম্পাদনা

এ প্রতিষ্ঠানে রয়েছে উন্নত ও আধুনিক অবকাঠামোগত সুবিধাদি। প্রতিষ্ঠানের তিনটি ভবন রয়েছে। তিনটির মধ্যে একটি ভবনে রয়েছে স্কুল লাইব্রেরি এবং পদার্থ, রসায়ন, জীববিদ্যা, কম্পিউটার বিজ্ঞান প্রভৃতি বিষয়ভিত্তিক গবেষণাগার

তথ্যসূত্র

সম্পাদনা