বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত এয়ার মার্শালদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

এটি বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত কর্মরত এয়ার মার্শালদের তালিকা। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে একজন এয়ার চিফ মার্শাল ও ১৩ জন এয়ার ভাইস মার্শাল আছেন। কোন এয়ার মার্শাল নেই।

বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা

বর্তমানে কর্মরত বিমান বাহিনী মার্শাল

সম্পাদনা
  • এয়ার চিফ মার্শাল  
  1. হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডাব্লিউসি, পিএসসি, জিডি (পি), বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান (সিওএএস), ঢাকা সেনানিবাস, ঢাকা
  • এয়ার মার্শাল  
  1. শূণ্য পদ
  • এয়ার ভাইস মার্শাল  
  1. এয়ার ভাইস মার্শাল শরিফ উদ্দিন সরকার - সহকারী চীফ অফ এয়ার স্টাফ (পরিকল্পনা), (এসিএএস- প্লান), ঢাকা সেনানিবাস, ঢাকা
  2. এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান - সহকারী চীফ অফ এয়ার স্টাফ (অপারেশন), (এসিএএস- অপস), ঢাকা সেনানিবাস, ঢাকা
  3. এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ জাহিদুল সাঈদ - সহকারী চীফ অফ এয়ার স্টাফ (রক্ষণাবেক্ষণ), (এসিএএস- মেইন্ট), ঢাকা সেনানিবাস, ঢাকা
  4. এয়ার ভাইস মার্শাল রুশাদ দ্বীন আসাদ - সহকারী চীফ অফ এয়ার স্টাফ (প্রশাসন), (এসিএএস- এডমিন), ঢাকা সেনানিবাস, ঢাকা
  5. এয়ার ভাইস মার্শাল খাইরুল আফসার - এয়ার অফিসার কমান্ডিং(এওসি), বিএএফ ঘাঁটি বাশার, তেজগাঁও ঢাকা
  6. এয়ার ভাইস মার্শাল এ.এফ.এম শামীমুল ইসলাম - এয়ার অফিসার কমান্ডিং(এওসি), বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলা, ঢাকা
  7. এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকী - এয়ার অফিসার কমান্ডিং(এওসি), বিএএফ ঘাঁটি জহুরুল হক, পতেঙ্গা, চট্টগ্রাম
  8. এয়ার ভাইস মার্শাল হায়দার আবব্দুল্লাহ - এয়ার অফিসার কমান্ডিং(এওসি), বিএএফ ঘাঁটি কক্সবাজার, কক্সবাজার জেলা
  9. এয়ার ভাইস মার্শাল সৈয়দ সায়দুর রাহমান- এয়ার অফিসার কমান্ডিং(এওসি), বিএএফ ঘাঁটি মতিউর রহমান, যশোর
  10. এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূইয়া - চেয়ারম্যান, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি), (চেয়ারম্যান সিএএবি), ঢাকা
  11. এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার - উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, (ভিসি বিএএইউ), রংপুর
  12. এয়ার ভাইস মার্শাল তৌহিদুল ইসলাম, কমান্ড্যান্ট, বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার (কমবিএসি), ঢাকা
  13. এয়ার ভাইস মার্শাল মুস্তাফিজুর, সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (নেভি), জাতীয় প্রতিরক্ষা কলেজ (এনডিসি), মিরপুর সেনানিবাস (নেভি-১)- ২৭তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স, ইঞ্জিনিয়ারস।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা