বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত অ্যাডমিরালদের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
এটি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত অ্যাডমিরালদের তালিকা। বর্তমানে নৌবাহিনীর ১জন অ্যাডমিরাল এবং ১৪ জন রিয়ার অ্যাডমিরাল কর্মরত রয়েছেন।

বর্তমানে কর্মরত নৌবাহিনী অ্যাডমিরাল
সম্পাদনা- অ্যাডমিরাল নাজমুল হাসান, নৌপ্রধান (সিএনএস), নৌ-সদর দপ্তর, ঢাকা
- রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা - নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন), এসিএনএস(ও), নৌ-সদর দপ্তর, ঢাকা
- রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, নৌবাহিনীর সহকারী প্রধান (পারসোনাল), এসিএনএস(পি), নৌ-সদর দপ্তর, ঢাকা
- রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জহির উদ্দিন-নৌবাহিনীর সহকারী প্রধান (লজিস্টিকস), এসিএনএস(লগ), নৌ-সদর দপ্তর, ঢাকা
- রিয়ার অ্যাডমিরাল খন্দকার আক্তার হোসাইন -নৌবাহিনীর সহকারী প্রধান (ম্যাটারিয়াল), এসিএনএস(এম), নৌ-সদর দপ্তর, ঢাকা
- রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান - কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনী ফ্লিট, (কমব্যান), চট্টগ্রাম
- রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ - কমান্ডার, ঢাকা নেভাল এরিয়া (কমঢাকা), বিএনএস হাজী মহসিন, ঢাকা
- রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক - কমান্ডার, খুলনা নেভাল এরিয়া (কমখুল), বিএনএস তিতুমীর, খুলনা
- রিয়ার অ্যাডমিরাল মীর এরসাদ আলি - কমান্ডার, চট্টগ্রাম নেভাল এরিয়া (কমচিট), বিএনএস ইসা খান, চট্টগ্রাম
- রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নিয়ামত এলাহী - কমান্ড্যান্ট, নেভাল ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (কমন্যাটডক), বিএনএস শের-ই-বাংলা, বরিশাল
- রিয়ার অ্যাডমিরাল মোঃ জিয়াউল হক, মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ড, ডিজি বিসিজি, ঢাকা
- রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, (ভিসি বিএমইউ), চট্টগ্রাম
- রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান - চেয়ারম্যান, মোংলা বন্দর কর্তৃপক্ষ, চেয়ারম্যান এমপিএ, মোংলা পোর্ট, খুলনা
- রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান - চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চেয়ারম্যান সিপিএ, চট্টগ্রাম পোর্ট, চট্টগ্রাম
- রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল - চেয়ারম্যান, পায়রা বন্দর কর্তৃপক্ষ, চেয়ারম্যান পিপিএ, পায়রা পোর্ট, বরিশাল
- রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিজবাউল আজীম - এম্বাসেডর, ওমানে বাংলাদেশি দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাস্কাট
- শূন্য পদ - সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (নৌবাহিনী), ন্যাশনাল ডিফেন্স কলেজ, এসডিএস নেভি, মিরপুর সেনানিবাস, ঢাকা