ফরিদা খানম

বাংলাদেশের নারী মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ

ফরিদা খানম সাকি নোয়াখালী নারী মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। যিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩৩ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য[১][২][৩][৪]

ফরিদা খানম সাকি
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩৩
কাজের মেয়াদ
২০ ফেব্রুয়ারি ২০১৯ – বর্তমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৮ সেপ্টেম্বর ১৯৪৯
নোয়াখালী জেলা
নাগরিকত্ব পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীমাহমুদুর রহমান বেলায়েত
পিতামাতাআবদুল আলীম (পিতা)
লুৎফুন নাহার বেগম (মা)
প্রাক্তন শিক্ষার্থীনোয়াখালী সরকারি কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ ও ব্যবসায়ী

প্রাথমিক ও পারিবারিক জীবন সম্পাদনা

ফরিদা খানম সাকি ১৮ সেপ্টেম্বর ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তানের নোয়াখালীতে (বর্তমান বাংলাদেশ) জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল আলীম ও মা লুৎফুন নাহার বেগম। তার নানা নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি উকিল সেকান্দার মিয়া ভুলু মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন ও মামা শাহাব উদ্দিন ইস্কান্দার কচি এমসিএ ছিলেন৷ তার এক ভাই এবং এক বোনও মুক্তিযোদ্ধা। তিনি সাবেক নোয়াখালী-১০ বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন (যা বর্তমানে নোয়াখালী-৩ আসন) থেকে প্রথমবার ১৯৭৩ সালে দ্বিতীয়বার ১৯৮৬ সালে নির্বাচিত সংসদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনীর জেলা প্রধান মাহমুদুর রহমান বেলায়েতের সহধর্মীনী।[৫][৬]

রাজনৈতিক ও কর্মজীবন সম্পাদনা

ফরিদা খানম সাকি ১৯৬৫ সালে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ছিলেন শেখ হাসিনা`র সহপাঠী।[৭] ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে প্রশিক্ষণ গ্রহণের পর সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩৩ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।[৮] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০ ফেব্রুয়ারি ২০১৯ সালে তাকে শপথবাক্য পাঠ করান।[৯][১০][১১][১২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "১১তম সংসদের সদস্যবৃন্দ"জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯ 
  2. "সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"সমকাল। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। ২২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  3. "সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ৪৯ জন"কালের কণ্ঠ। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  4. "শপথ নিলেন সংরক্ষিত নারী এমপিরা"একুশে টেলিভিশন। ২০ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  5. Welle (www.dw.com), Deutsche। "নারী মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়নের দাবি ফরিদার | DW | 26.07.2011"DW.COM। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০ 
  6. "নোয়াখালী থেকে মনোনয়ন পেলেন ফরিদা খানম সাকী"Odhikar। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০ 
  7. "প্রধানমন্ত্রীর বিশ্বাসের মর্যাদা রাখতে চাই: ফরিদা খানম সাকি"Ekushey TV। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০ 
  8. "বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ নারী এমপি নির্বাচিত"দৈনিক যুগান্তর। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩ 
  9. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  10. "সংরক্ষিত নারী আসনে এমপি হলেন যারা"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  11. "শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি"Dhaka Tribune Bangla। ২০১৯-০২-২০। ২০২০-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  12. "সংরক্ষিত আসন থেকে যারা এমপি হলেন"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা