প্রবেশদ্বার:ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ/নির্বাচিত দল

নং. নির্বাচিত দল
কলকাতা নাইট রাইডার্সের লোগো

কলকাতা নাইট রাইডার্স (সংক্ষেপে কেকেআর নামে পরিচিত) হচ্ছে একটি টোয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতায় কলকাতা শহরের প্রতিনিধিত্বকারী দলের নাম। এটির মালিক হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, এর সাথে অংশীদারিত্বে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতা। এই দলের কোচ হচ্ছেন জ্যাক ক্যালিস। দলের অফিসিয়াল থিম গান হলো করব, লড়ব, জিতব রে

চেন্নাই সুপার কিংসএর লোগো

চেন্নাই সুপার কিংস (সংক্ষেপে সিএসকে নামেও পরিচিত) হচ্ছে একটি ক্রিকেট দল যেটি প্রধানত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করে এবং এই দলটি প্রধানত তামিলনাড়ুর চেন্নাইয়ের দল। এই দলটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই দলের অধিনায়ক হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি এবং কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং, যিনি একজন প্রাক্তন নিউজিল্যান্ডের খেলোয়াড়। এই দলের ঘরের মাঠ বা নিজস্ব মাঠ হচ্ছে এম. এ. চিদাম্বরম স্টেডিয়াম, যেটি চেন্নাইয়ের চিপকে অবস্থিত।

প্রবেশদ্বার:ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ/নির্বাচিত দল/৩
কিংস এলেভেন পাঞ্জাবের লোগো

কিংস এলেভেন পাঞ্জাব হচ্ছে ভারতের মোহালি, পাঞ্জাব ভিত্তিক একটি ক্রিকেট দল। এই দলটি ২০০৮ সালে প্রতিষ্ঠা লাভ করেছে। এই দলটির মালিক হচ্ছেন যৌথভাবে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা, ওয়াদিয়া গ্রুপের নেস ওয়াদিয়া, ডাবুরের মহিত বর্মণ এবং করণ পাল। কিংস এলেভেন পাঞ্জাবের ঘরোয়া মাঠ বা নিজস্ব মাঠ হচ্ছে পাঞ্জাব ক্রিকেট সংস্থা আইএস বিন্দ্রা স্টেডিয়াম। এছাড়াও ২০১০ সালের আইপিএল থেকে তারা উক্ত মাঠের পাশাপাশি হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামেও তাদের হোম ম্যাচগুলো খেলছে।

মুম্বই ইন্ডিয়ান্সের লোগো

মুম্বই ইন্ডিয়ান্স হচ্ছে একটি একটি ক্রিকেট দল যেটি প্রধানত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে মুম্বই শহরকে প্রতিনিধিত্ব করে। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের মাত্র আটটি দলের মধ্যে এটি অন্যতম। এই দলটি মুম্বই শহরের অন্যতম একটি প্রধান দল। এর সাথে অন্যতম প্রধান দলগুলো হচ্ছে মুম্বই ক্রিকেট দল এবং মুম্বই ফুটবল ক্লাব। এরা ভারতের অন্যতম বড় গোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকাধীনে রয়েছে। যদিও তাদের ১০০ শতাংশ সহায়ক হচ্ছেইন্ডিয়া উইন। মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ বা নিজস্ব মাঠ হচ্ছে মুম্বইয়ে অবস্থিত ওয়াংখেড়ে স্টেডিয়াম

রাজস্থান রয়্যালসের লোগো

রাজস্থান রয়্যালস হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের গোলাপী নগরী খ্যাত জয়পুরের প্রতিনিধিত্বকারী ক্রিকেট দল। রাজস্থান রয়্যালস সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্নের অসাধারণ অধিনায়কত্বের উপর ভর করে আইপিএলের প্রথম সংস্করণে জয়লাভ করেন। রাজস্থান রয়্যালসকে প্রায়শই "মানিবল দল" হিসেবে বলা হয়ে থাকে।

প্রবেশদ্বার:ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ/নির্বাচিত দল/৭
সানরাইজার্স হায়দ্রাবাদের লোগো

সানরাইজার্স হায়দ্রাবাদ (প্রায়ই সংক্ষিপ্তাকারে এসআরএইচ বলা হয়) হচ্ছে হায়দ্রাবাদ শহর ভিত্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্রতিনিধিত্বকারী একটি দল। দলটি সান টিভি চ্যানেল নেটওয়ার্কের কালানিথি মারানের মালিকানাধীন রয়েছে। টম মুডি হচ্ছেন এই দলের প্রধান কোচ এবং সাইমন হেমলেট দলটির সহকারী কোচের দায়িত্ব পালন করছেন। কৃশ শ্রীকান্ত ও ভিভিএস লক্ষ্মণ দলটির প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও মুত্তিয়া মুরালিধরন বোলিং কোচ ও পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের ২০১৬ সালে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ট্রফি জয়লাভ করেছে।