পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত একটি বিশ্ববিদ্যালয়।[২] ২০১২ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে চারটি অনুমোদিত অনুষদ রয়েছে।[৩]
নীতিবাক্য | উচ্চ শিক্ষায় উৎকর্ষতা |
---|---|
ধরন | বেসরকারী |
স্থাপিত | ১৭ মে ২০১৩[১] |
প্রতিষ্ঠাতাগণ |
|
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
চেয়ারম্যান | তাহমিনা খাতুন |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | মো. নূরুল আনোয়ার |
ডিন |
|
স্বীকৃতি |
|
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১৫০ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৫০ |
শিক্ষার্থী | ৬,০০০+ |
স্নাতক | ৫,৬০০+ |
স্নাতকোত্তর | ৪০০+ |
অবস্থান | , ২৩°৪৭′৪৩″ উত্তর ৯০°২৪′০৮″ পূর্ব / ২৩.৭৯৫২৩৮° উত্তর ৯০.৪০২২১১° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহর |
সংক্ষিপ্ত নাম | পিসিআইইউ |
ওয়েবসাইট | portcity |
ইতিহাস
সম্পাদনা২০১২ সালের নভেম্বর মাসে সংসদ সদস্য ও মন্ত্রী এ. কে. এম. এনামুল হক শামীমের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের দক্ষিণ খুলশীর নিকুঞ্জ আবাসিক এলাকায় পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়।[৪]
পরের বছর মে মাসে বিশ্ববিদ্যালয়টি ৬৯ জন শিক্ষার্থী, ১৭ জন শিক্ষক, ৪ জন কর্মকর্তা ও ১ জন কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে।[৪][৫]
৩১ মার্চ ২০১৯ সালে দি কিং অব চিটাগং ক্লাবে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।[৪] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন- পানি সম্পদ উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বোর্ড অব টাস্ট্রিজের চেয়ারম্যান এ. কে. এম. এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী; এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক আবুল কালাম আজাদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নূরুল আনোয়ার।[৫]
কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতেও বিশ্ববিদ্যালয়টি জুম প্লাটফর্মে অনলাইন শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে অব্যাহত রেখেছিল।[৪]
উপাচার্যগণ
সম্পাদনানিম্নোক্ত ব্যক্তিবর্গ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
- মো. নূরুল আনোয়ার, (২০১৩- বর্তমান)[৬]
অনুষদ ও বিভাগ
সম্পাদনাপোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক চারটি অনুষদ পরিচালনার অনুমোদন থাকলেও,[৭] বিশ্ববিদ্যালয়টি তিনটি অনুষদ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।[৮]
ব্যবসায় শিক্ষা অনুষদ
সম্পাদনাঅনুষদটি পিসিআইইউর প্রতিষ্ঠালগ্ন হতে শিক্ষার্থীদের ব্যবসায় প্রশাসন বিভাগের অধিনে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছে।[৯]
- ব্যবসায় প্রশাসন বিভাগ (বিবিএ ও এমবিএ)
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
সম্পাদনাবিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধিনে ছয়টি বিভাগ আছে। এর মধ্যে পাঁচটি বিভাগ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রদান করে আসছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান বিভাগে কয়েকটি বিষয়ভিত্তিক কোর্সও পরিচালনা করছে।[১০]
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই)
- তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ (ইইই)
- পুরকৌশল বিভাগ (সিইএন)
- টেক্সটাইল প্রকৌশল বিভাগ (টিইএক্স)
- ফ্যাশন ডিজাইন ও প্রযুক্তি বিভাগ (শুধু স্নাতক)
- বিজ্ঞান বিভাগ - কোর্সসমূহঃ- পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত, ইতিহাস, পরিসংখ্যান
মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ
সম্পাদনাউক্ত অনুষদটির অধিনে তিনটি বিভাগ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।[১১]
- ইংরেজি বিভাগ
- আইন বিভাগ
- গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগ
শ্রেণীকক্ষ
সম্পাদনাএই বিশ্ববিদ্যলয়ের সকল শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার জন্য সিঙ্গেল ডেক চেয়ার ও সিট বেন্স রয়েছে।
ল্যাবসমূহ
সম্পাদনাবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ব্যবহারিক শিক্ষা প্রদানের জন্য প্রতিটি বিভাগের সতন্ত্র একাধিক ল্যাব রুম রয়েছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ https://www.4icu.org/reviews/universities-other/15218.shtml
- ↑ "List of Private Universities | University Grants Commission of Bangladesh"। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "Port City International University"। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ ক খ গ ঘ "Historical Outline - PCIU"। portcity.edu.bd। ২০২১-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ ক খ "পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত"। 24/7 Latest bangla news | Latest world news | Sports news photo video live (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-৩১। ২০২১-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "প্রফেসর আনোয়ারকে পোর্ট সিটি ভার্সিটির ভিসি হিসেবে পুনঃনিয়োগ"। দৈনিক নয়াদিগন্ত। ১৯ অক্টোবর ২০১৭। ৪ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১।
- ↑ info@ugc.gov.bd, University Grants Commission of Bangladesh। "Port City International University | University Grants Commission of Bangladesh"। Port City International University | University Grants Commission of Bangladesh (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "Faculty & Department - PCIU"। portcity.edu.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "Faculty of Business Studies - PCIU"। portcity.edu.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "Faculty of Science and Engineering - PCIU"। portcity.edu.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "Faculty of Humanities, Social Sciences & Law - PCIU"। portcity.edu.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।