পেতের সাপ্পানোস

হাঙ্গেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়

পেতের সাপ্পানোস (হাঙ্গেরীয়: Péter Szappanos; জন্ম: ১৪ নভেম্বর ১৯৯০) হলেন একজন হাঙ্গেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে হাঙ্গেরীয় ক্লাব পাকশি এবং হাঙ্গেরি জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

পেতের সাপ্পানোস
ব্যক্তিগত তথ্য
জন্ম (1990-11-14) ১৪ নভেম্বর ১৯৯০ (বয়স ৩৩)
জন্ম স্থান ইয়াসবেরেনি, হাঙ্গেরি
উচ্চতা ১.৯৪ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
পাকশি
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৫২, ১৯ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

সাপ্পানোস ২০২২ সালে হাঙ্গেরির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; হাঙ্গেরির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

পেতের সাপ্পানোস ১৯৯০ সালের ১৪ই নভেম্বর তারিখে হাঙ্গেরির ইয়াসবেরেনিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

২০২২ সালের ২০শে নভেম্বর তারিখে, ৩২ বছর ও ৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী সাপ্পানোস গ্রিসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে হাঙ্গেরির হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৯২তম মিনিটে গোলরক্ষক দেনেশ দিবুসের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ২২ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি হাঙ্গেরি ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] হাঙ্গেরির হয়ে অভিষেকের বছরে সাপ্পানোস সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
১৯ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
হাঙ্গেরি ২০২২
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Hungary vs. Greece - 20 November 2022 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩ 
  2. "Hungary - Greece 2:1 (Friendlies 2022, November)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩ 
  3. "Hungary - Greece, Nov 20, 2022 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Hungary vs. Greece"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা