পীতসাগর
পীতসাগর বলতে পূর্ব চীন সাগরের উত্তর অংশটিকে বোঝায়। এটি প্রশান্ত মহাসাগরের একটি প্রান্তিক সাগর। সাগরটি চীনের মূল ভূখন্ড এবং কোরীয় উপদ্বীপের মাঝখানে অবস্থিত। গোবি মরুভূমির ধূলিঝড় থেকে উড়ে আসা বালুর কণাগুলি সাগরটির পানিকে হলুদ রঙে রাঙিয়ে তোলে বলে এর নাম দেওয়া হয়েছে পীত সাগর (অর্থাৎ হলুদ সাগর)।
পীতসাগর | |||||||||||||||
![]() | |||||||||||||||
চীনা নাম | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সরলীকৃত চীনা | 黄海 | ||||||||||||||
ঐতিহ্যবাহী চীনা | 黃海 | ||||||||||||||
আক্ষরিক অর্থ | yellow sea | ||||||||||||||
| |||||||||||||||
কোরীয় নাম | |||||||||||||||
হাঙ্গুল | 황해 or 서해 | ||||||||||||||
হাঞ্জা | 黃海 or 西海 | ||||||||||||||
বাংলায় অনুবাদ | yellow sea or west sea | ||||||||||||||
|
পীতসাগর | |
---|---|
স্থানাঙ্ক | ৩৫°০′ উত্তর ১২৩°০′ পূর্ব / ৩৫.০০০° উত্তর ১২৩.০০০° পূর্বস্থানাঙ্ক: ৩৫°০′ উত্তর ১২৩°০′ পূর্ব / ৩৫.০০০° উত্তর ১২৩.০০০° পূর্ব |
নদীর উৎস | পীত নদী, হাই নদী, ইয়ালু নদী, তাইদোং নদী, হান নদী |
অববাহিকার দেশসমূহ | চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া |
পৃষ্ঠতল অঞ্চল | ৩,৮০,০০০ কিমি২ (১,৫০,০০০ মা২) |
গড় গভীরতা | গড়ে ৪৪ মি (১৪৪ ফু) Max. ১৫২ মি (৪৯৯ ফু) |
পীত সাগরের সবচেয়ে ভেতরের দিকের উপসাগরটিকে পোহাই সাগর নামে ডাকা হয় (অতীত নাম পেচিলি বা চিলি উপসাগর)। চীনের শানতুং প্রদেশ ও এর রাজধানী চিনানের ভেতর দিয়ে প্রবাহিত পীত নদী এবং বেইজিং ও থিয়েনচিন শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হাই হো নদী এই উপসাগরে পড়েছে। এই নদীগুলি যে বালি ও পলিমাটি বহন করে নিয়ে আসে, সেগুলিও সাগরটির রঙ গঠনে ভূমিকা রেখেছে।
পীতসাগরের উত্তরের অংশটি কোরিয়া উপসাগর নামে পরিচিত। বিশ্বের যে চারটি সাগরকে সাধারণ রঙের নামে নামকরণ করা হয়েছে, তার মধ্যে পীতসাগর একটি। বাকি তিনটি হল কৃষ্ণ সাগর, লোহিত সাগর এবং শুভ্র সাগর।