পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ
পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত একটি উচ্চমাধ্যমিক, ডিগ্রি ও অনার্স কলেজ। ১৯৯৩ সালে পাকুন্দিয়ার প্রথম মহিলা ডিগ্রি কলেজ হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে একাদশ–দ্বাদশ শ্রেণি ও উচ্চতর কোর্সগুলোতে মেয়েরা পড়াশোনা করতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) ও স্নাতক (সম্মান) কোর্স কলেজটিতে চালু রয়েছে।[২]
নীতিবাক্য | শিক্ষা-ই-শক্তি, জ্ঞান-ই-আলো |
---|---|
ধরন | বেসরকারি উচ্চমাধ্যমিক, ডিগ্রি ও অনার্স মহিলা কলেজ |
স্থাপিত | ১৯৯৩ |
প্রতিষ্ঠাতা | এবিএম জাহিদুল হক |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ঢাকা শিক্ষা বোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয় |
ইআইআইএন | ১১০৬১৬ |
অধ্যক্ষ | মো. মোজাম্মেল হক[১] |
অবস্থান | , , বাংলাদেশ ২৪°১৯′৫৭.৬১৯″ উত্তর ৯০°৪০′৫২.০০৭″ পূর্ব / ২৪.৩৩২৬৭১৯৪° উত্তর ৯০.৬৮১১১৩০৬° পূর্ব |
শিক্ষাঙ্গন | পৌর, ২.৯৩ একর (১.১৯ হেক্টর) |
ইআইআইএন | ১১০৬১৬ |
শিক্ষাপ্রতিষ্ঠানটি পাকুন্দিয়া পৌরসভা এলাকায় অবস্থিত।[৩] এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর নিয়ন্ত্রণাধীন। কলেজটি প্রায় তিন একর জমির ওপর স্থাপিত।[২]
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশের সাবেক নৌপরিবহন উপমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য এবিএম জাহিদুল হক ১৯৯৩ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন।[৪][২] কলেজটি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে এমপিওভুক্ত হয়।[৩] এটিই পাকুন্দিয়ায় স্থাপিত প্রথম মহিলা ডিগ্রি কলেজ।[৪]
প্রশাসন
সম্পাদনাকলেজটি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এটির শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকারী নম্বর (ইআইআইএন) হলো ১১০৬১৬।[৩][১] কলেজটির বর্তমান অধ্যক্ষ মো. মোজাম্মেল হক।[১] পূর্বে মো. জসিম উদ্দিন কলেজটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৫]
ক্রমিক নং | নাম | দায়িত্বকাল |
---|---|---|
১ | মো. জসিম উদ্দিন | ২০১৮ পর্যন্ত |
২ | মো. মোজাম্মেল হক | ২০১৮–বর্তমান |
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাভর্তি
সম্পাদনাশুধুমাত্র মেয়েরা এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিক শ্রেণিতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ডিগ্রি (পাস) ও অনার্স কোর্সগুলোতে ভর্তি হতে পারে। একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের পর শুরু হয় এবং শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তি সম্পন্ন হয়।[৬] ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজটিতে মোট ৩০০টি আসন রয়েছে।[৭]
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোর্সগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি সম্পন্ন হয়।[৮]
পাঠক্রম
সম্পাদনাপাঠক্রম-বহির্ভূত কার্যক্রম
সম্পাদনালেখাপড়ার পাশাপাশি পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজে প্রতিবছর বিভিন্ন শিক্ষা-সহায়ক অনুষ্ঠান আয়োজন করা হয়। কলেজটিতে একটি অডিটরিয়াম (মিলনায়তন) রয়েছে,[৫] যেখানে সারাবছর বিভিন্ন ধরনের সেমিনার যেমন উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার[১০] এবং শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য সেমিনার আয়োজন করা হয়।[৫] পাঠক্রম-বহির্ভূত বিভিন্ন কার্যক্রমের মধ্যে আরও রয়েছে নবীনবরণ আয়োজন,[১১] পিঠা উৎসব আয়োজন[১২] এবং বিদায় অনুষ্ঠান আয়োজন।[১৩]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "Pakundia Adarsha Mohila College – manpower" [পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ – জনবল]। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২০।
- ↑ ক খ গ ঘ ঙ "College Details" [কলেজের বিবরণ]। জাতীয় বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৫।
- ↑ ক খ গ "Institute Basic Information" [প্রতিষ্ঠানের মৌলিক তথ্য]। বাংলাদেশ ওপেন ডাটা (ইংরেজি ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (XLS) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "পাকুন্দিয়া মহিলা ডিগ্রী কলেজ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১২ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ গ "পাকুন্দিয়ায় মুক্তিযুদ্ধের গল্প শুনলেন শিক্ষার্থীরা"। দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৩।
- ↑ "একাদশে ভর্তি অনলাইনে, দ্বাদশে ওঠানোর সিদ্ধান্ত কলেজের"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮।
- ↑ ক খ গ ঘ "Available seat list for session (2020-2021)" [(২০২০-২০২১) শিক্ষাবর্ষের জন্য উপলব্ধ আসনের তালিকা]। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৭।
- ↑ "আসনের চেয়ে উত্তীর্ণ বেশি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮।
- ↑ "Bangladesh Technical Education Board, Dhaka – HSC (BM) Final Result – 2019" [বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা – এইচএসসি (বিএম) চূড়ান্ত ফলাফল – ২০১৯] (পিডিএফ)। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১।
- ↑ "পাকুন্দিয়ায় উচ্চ শিক্ষাবিষয়ক সেমিনার"। বিবার্তা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২০।
- ↑ "পাকুন্দিয়া আদর্শ মহিলা অনার্স কলেজে নবীনবরণ অনুষ্ঠিত"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৯।
- ↑ "পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজে পিঠা উৎসব"। আমাদের সময়। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৯।
- ↑ "পাকুন্দিয়া মহিলা কলেজে বিদায় সংবর্ধনা"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ সম্পর্কিত মিডিয়া দেখুন।
- ফেসবুকে পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ অফিসিয়াল পেজ