পলাশবাড়ী পৌরসভা
পলাশবাড়ী পৌরসভা বাংলাদেশের গাইবান্ধা জেলার অন্তর্গত একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা যেটি পলাশবাড়ী পৌরসভা পরিচালনা করে থাকে। ২০১১ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি ‘‘গ’’ শ্রেনীর পৌরসভা।
পলাশবাড়ী | |
---|---|
পৌরসভা | |
পলাশবাড়ী পৌরসভা | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | গাইবান্ধা জেলা |
উপজেলা | পলাশবাড়ী উপজেলা |
পলাশবাড়ী পৌরসভা | ২০১১ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• পৌর প্রশাসক | যৌন কালাম |
আয়তন | |
• মোট | ১৮.৩৮ বর্গকিমি (৭.১০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪০,৮৩৩ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাপলাশবাড়ী পৌরসভা রংপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত, এর উত্তরে রংপুর, দক্ষিণে বগুড়া,পূর্বে গাইবান্ধা ও পশ্চিমে দিনাজপুর জেলার ঘোড়াঘাট অবস্থিত। পলাশবাড়ী পৌরসভা রংপুর, বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুর জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত
প্রশাসনিক এলাকা
সম্পাদনাপলাশবাড়ী পৌরসভার মোট আয়তন ১৮.৩৮ বর্গকি.মি. এর ওয়ার্ড সংখ্যা-০৯ টি। ২৪ টি মৌজা নিয়ে গঠিত।
ওয়ার্ডভিত্তিক পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং | কাউন্সিলর | এলাকার নাম |
---|---|---|
১নং ওয়ার্ড | মোঃ মাহামুদুল হাসান | বাঁশকাটা,বাড়াইপাড়া,মহেশপুর,রাঙ্গামাটি,পলাশগাছী |
২নং ওয়ার্ড | মোঃ মঞ্জুরুল ইসলাম তালুকদার | গিরীধারীপুর |
৩নং ওয়ার্ড | মোঃ আব্দুস সোবাহান | আমবাড়ী, সুইগ্রাম, উদয়সাগর |
৪নং ওয়ার্ড | মোঃ মাসুদ করিম প্রধান | জামালপুর, শিবরামপুর |
৫নং ওয়ার্ড | মোঃ মতিয়ার রহমান | নুনিয়াগাড়ী |
৬নং ওয়ার্ড | মোঃ লিটন মিয়া | আন্দুয়া, শিমুলিয়া,নুরপুর |
৭নং ওয়ার্ড | মোঃ রবিউল ইসলাম সুমন | পশ্চিম গোয়ালপাড়া, জগরজানী, কালুগাড়ী |
৮নং ওয়ার্ড | মোঃ আসাদুজ্জামান শেখ ফরিদ | হরিনমারী, বৈরী হরিনমারী, রাইগ্রাম |
৯নং ওয়ার্ড | মোঃ আজাদুল ইসলাম | ছোট শিমুলতলা, হিজলগাড়ী, সিধনগ্রাম |
এছাড়াও ০৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছেন।
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনা- মোট আয়তনঃ প্রায় ৩১ বর্গ কি. মি.
- মোট জনসংখ্যাঃ
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার-৫৯%। সরকারী কলেজঃ ০১ টি। সরকারী উচ্চ বিদ্যালয়ঃ ০১ টি। সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ২৮ টি, কিন্টারগার্ডেনঃ- ০৮টি, বেসরকারী কলেজঃ- ০৬টি।[১]
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: পলাশবাড়ী সরকারি কলেজ (১৯৬৪), পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (১৯১১), পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (১৯৪৫)। এছাড়াও আরো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আছে।
স্বাস্থ্য ও চিকিৎসা
সম্পাদনাসরকারী হাসপাতালঃ ১টি
বেসরকারী হাসপাতাল/ক্লিনিকঃ ০৫টি
পৌরসভার যোগাযোগের মাধ্যম
সম্পাদনানবগঠিত পৌরসভার অস্থায়ী কার্যালয় ঢাকা-গাইবান্ধা মহাসড়কের পার্শে অবস্থিত। যাহার গুগোল লোকেশন https://goo.gl/maps/j4nb6wb28EFs2YCT7
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পলাশবাড়ী পৌরসভা"। www.palashbari-pourashava.com। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৯।