নাকাব (২০১৮-এর চলচ্চিত্র)

ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র

নাকাব হচ্ছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার[] অতিপ্রাকৃত মারপিট, হাস্যরসাত্বক-রোমহর্ষক চলচ্চিত্র।[][] চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাজীব কুমার বিশ্বাস এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন শ্রীকান্ত মোহতা এবং মাহেন্দ্র সোনি। চলচ্চিত্রটিতে প্রধান ভূূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, নুসরাত জাহান এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়[][][][] পাশাপাশি এর সহ ভূূূমিকায় অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়, অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায় এবং সাদেক বাচ্চু সহ অন্যান্যরা। চলচ্চিত্রটি ২০১৫ সালের তামিল চলচ্চিত্র মাসু ইন্জ্ঞার মাসিলামানি-এর আনুষ্ঠানিক পুনর্নির্মাণ। এটি শাকিব খান অভিনীত প্রথম একক ভারতীয় চলচ্চিত্র।

নাকাব[]
নাকাব চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাজীব বিশ্বাস
প্রযোজকশ্রীকান্ত মোহতা
মাহেন্দ্র সোনি
শ্রেষ্ঠাংশে
সুরকারদেব সেন
চিত্রগ্রাহকগোপী ভগত
প্রেমান্দু বিকাশ চাকী
সম্পাদকএমডি. কালাম
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকএসভিএফ এন্টারটেইনমেন্ট (ভারত)
জাজ মাল্টিমিডিয়া (বাংলাদেশ)
মুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০১৮ (2018-09-21)
স্থিতিকাল১৫৩ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

অভিনয়ে

সম্পাদনা

প্রযোজনা

সম্পাদনা

২০১৭ সালে বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র চালবাজ নির্মাণকালীন বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের যৌথ প্রযোজনায় মাস্ক নামের আরেকটি ছবি নির্মাণের ঘোষণা দেন পরিচালক রাজীব কুমার বিশ্বাস, যা তাদের প্রযোজিত ১০৭তম চলচ্চিত্র, যেখানে প্রধান চরিত্রে বাংলাদেশের শাকিব খানের বিপরীতে ভারতের নুসরাত জাহানসায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনয়ের কথা জানান তিনি। প্রাথমিকভাবে চলচ্চিত্রটির জন্য তিনটি নাম বাছাই করা হয়। এ প্রসঙ্গে পরিচালক রাজীব কুমার বিশ্বাস দ্য ডেইলি স্টার জানায়, “ছবিটির জন্যে ‘সিক্রেট মিশন’, ‘বিদ্রোহী’ ও ‘মাস্ক’- এ তিনটি নাম ভাবা হয়েছে। এর মধ্যে ‘মাস্ক’ নামটি এগিয়ে রয়েছে। নাম নিয়ে সমস্যা থাকলেও ছবিটির শুটিং চলছে পুরোদমে। শাকিব খান ও নুসরাতের বেশ কিছু অংশ শুটিং করা হয়েছে।”[] ২০১৭ সালের ১৬ই মার্চ চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রের ৫০শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন হলে এটির শিরোনাম নির্বাচন করা হয় মাস্ক। এরপর চিত্রগ্রহণ পুরোপুরি সম্পন্ন হওয়ার পর চলচ্চিত্রটির শিরোনাম "নাকাব"-এ রূপান্তরিত করা হয়, যা পরিচালক রাজীব কুমার বিশ্বাস এবং কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম এই সময় নিশ্চিত করে।[১০] ২০১৮ সালের ১৩ জানুয়ারি এসভিএফ-এর ফেসবুক পাতায় এটির প্রথম দর্শণ প্রকাশ করা হয়।[১১] এসভিএফ এই পোস্টে চলচ্চিত্রটি তাদের স্থানীয় নির্মাণ বলে নিশ্চিত করেছেন। তারা আরও লিখেন, "এবার বাংলাদেশের বন্ধুদের জন্য হয়ে যাক। আমাদের প্রথম লোকাল প্রোডাকশন নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছি। রাজীব বিশ্বাসের পরিচালনায় বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, নুসরাত ও সায়ন্তিকতা অভিনীত ছবি।"[১১][১২]

নাকাবের গানগুলিতে সুর দিয়েছেন দেব সেন এবং গানগুলি [১৩] লিখেছেন প্রসেন। চলচ্চিত্রটিতে চারটি গান আছে এসভিএফ তাদের ইউটিউব চ্যানেলের সঙ্গীত প্রচার করবে। [১৪] চলচ্চিত্রে প্রথম সংগীত হিসাবে "তোর হটা চলা"-এর ভিডিওটি ২৪ জুলাই ২০১৮ সালে ইউটিউবে মুক্তি পায়।

নাকাব
দেব সেন
কর্তৃক অ্যালবাম
মুক্তির তারিখ১২ জুলাই ২০১৮
ঘরানাচলচ্চিত্রের গান
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীএসভিএফ সঙ্গীত
নাকাব : মূল মোশন পিকচার সাউন্ডট্র্যাক থেকে একক গান
  1. "তোর হাঁটা চলা"
    মুক্তির তারিখ: ২৪ জুলাই ২০১৮
  2. "তখন বাজে বারটা"
    মুক্তির তারিখ: ৩ আগোস্ট ২০১৮

গানের তালিকা

সম্পাদনা
নং.শিরোনামগীতিকারসুরকারগায়কদৈর্ঘ্য
১."তোর হাঁটা চলা"প্রসেনদেব সেনআরমান মালিক, প্রশমিতা পাল৩:৪৫
২."তখন বাজে বারটা"প্রসেনদেব সেননাকাশ আজিজ, গোপীকা গোস্বামী, দেব সেন, তানিশ২:৫৫
৩."হয়ে আয়"প্রসেনদেব সেনশান৩:৪৫

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "শাকিবের 'মাস্ক' পাল্টে হয়ে গেল 'নাকাব'"www.channelionline.com। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৮ 
  2. "Shakib Khan stars first time in Indian horror film"wwwnewagebd.com। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৮ 
  3. "Shakib's next 'Mask'"Dhaka Tribune। ৮ নভেম্বর ২০১৭। ১৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮  "অবশেষে জানা গেলো শাকিব খানের সেই ছবিটির নাম"Muhurtanewsbd.com। ৮ নভেম্বর ২০১৭। ১৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "'মাস্ক' দিয়ে বাজিমাতের অপেক্ষায় শাকিব"The Daily Jugantor। ১২ নভেম্বর ২০১৭। ১৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "শাকিব খানের 'মাস্ক'"The Daily Star। ১১ নভেম্বর ২০১৭। ১৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  6. "নুসরাত ও সায়ন্তিকাকে নিয়ে শাকিব খানের 'মাস্ক'"24binodonbd.com। ১২ নভেম্বর ২০১৭। ১৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  7. "শাকিব খানের নতুন ছবি ‌'মাস্ক'"banglatribune.com। ৮ নভেম্বর ২০১৭। ১৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "শাকিব ব্যস্ত শুটিংয়ে, ভেঙে পড়েছেন অপু"Daily Prothom Alo। ১২ নভেম্বর ২০১৭। ১৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "শাকিব খানের 'মাস্ক'"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। ২০১৭-১১-১০। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 
  10. অনলাইন, চ্যানেল আই (২০১৮-০৭-০৭)। "শাকিবের 'মাস্ক' পাল্টে হয়ে গেল 'নেকাব'"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৬ 
  11. "শাকিব খানের 'মাস্ক' লুকে আবারো আলোচনা"পূর্ব-পশ্চিম। ২০১৮-০১-১৪। ২০২৩-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 
  12. অনলাইন, চ্যানেল আই (২০১৮-০১-১৪)। "শাকিবে আস্থা রেখে বাংলাদেশে আসছে 'এসভিএফ'"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৬ 
  13. "তোর হাটা চলা (Tor Hata Chola) Lyrics"www.bengalilyrics24.com। ২৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮ 
  14. তবে কি শাকিব’র নতুন ছবি ‘মাস্ক’?, ১২ আগস্ট ২০১৬, ১২ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা