নন্দী (পদবি)

পারিবারিক নাম

নন্দী হল একটি ভারতীয় পদবি যার অর্থ আনন্দদায়ক (সংস্কৃত আনান্দ থেকে)। নন্দী ব্রাহ্মণদের একটি আদি পদবি।[১] রাঢ়ী ব্রাহ্মণদের ঊনষাটটি গাঞি পদবির মধ্যে নন্দী একটি।[২] যা বর্তমানে ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য তথা বর্ণহিন্দু জাতির মধ্যে প্রচলিত। পদবিটি বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যায় বিশেষভাবে লক্ষ করা যায়।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

  • অভিলাশা গুপ্তা নন্দী, ভারতীয় রাজনীতিবিদ
  • অমিতাভ নন্দী (জন্ম ১৯৪৩), ভারতীয় রাজনীতিবিদ
  • অংশুমান নন্দী, ভারতীয় শিশু অভিনেতা
  • অর্ণব নন্দী (জন্ম ১৯৮৭), ভারতীয় ক্রিকেটার
  • আশিস নন্দী (জন্ম ১৯৩৭), ভারতীয় শিক্ষাবিদ
  • বাসবি নন্দী (১৯৩৫-২০১৮), ভারতীয় অভিনেত্রী এবং গায়িকা
  • বিভূতিভূষণ নন্দী (১৯৪০-২০০৮), ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা
  • বিশ্বেশ্বর নন্দী, ভারতীয় জিমন্যাস্ট
  • দীপক নন্দী (জন্ম ১৯৩৬), যুক্তরাজ্যের ভারতীয় শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ
  • দিব্যেন্দু নন্দী, ভারতীয় মহাকাশ বিজ্ঞানী
  • জ্যোতিরিন্দ্রনাথ নন্দী (১৯১২-১৯৮২), ভারতীয় লেখক
  • কৃষ্ণকান্ত নন্দী, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ভারতীয় ব্যবসায়ী
  • কুশান নন্দী (জন্ম ১৯৭২), ভারতীয় চলচ্চিত্র প্রযোজক
  • লিসা নন্দী (জন্ম ১৯৭৯), ব্রিটিশ রাজনীতিবিদ
  • মণীন্দ্রচন্দ্র নন্দী (১৮৬০-১৯২৯), কসিমবাজার রাজের মহারাজা
  • মতি নন্দী (১৯৩১-২০১০), ভারতীয় লেখক এবং সাংবাদিক
  • নরসিংহ নন্দী, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এবং তেলেগু সিনেমার লেখক
  • পলাশ নন্দী (জন্ম ১৯৫২), ভারতীয় ক্রিকেটার, বাংলার হয়ে খেলেছেন, পরে একজন কোচ
  • প্রণব নন্দী (জন্ম ১৯৫৫), ভারতীয় ক্রিকেটার, বাংলার হয়ে খেলেছেন
  • প্রীতিশ নন্দী (জন্ম ১৯৫১), ভারতীয় লেখক এবং রাজনীতিবিদ
  • রসিকেন্দ্র নাথ নন্দী, ভারতীয় সমাজ সংস্কারক
  • রমণীকান্ত নন্দী (১৯১৫ - ৩১ মে ১৯৭১) শহিদ বুদ্ধিজীবী[৩] বাংলাদেশ
  • নন্দকুমার নন্দী, ভারতীয় রাজনীতিবিদ
  • সমিতকুমার নন্দী (জন্ম ১৯৬৭), ভারতীয় পশুচিকিত্সক
  • সম্পাথ নন্দী (জন্ম ১৯৮০), তেলেগু সিনেমায় ভারতীয় চলচ্চিত্র নির্মাতা
  • সন্ধ্যাকর নন্দী (আনুমানিক ১০৮৪ - ১১৫৫), পাল সাম্রাজ্যের ভারতীয় সংস্কৃত কবি, রামচরিতমের লেখক
  • সন্দীপ নন্দী, ভারতীয় ফুটবলার
  • সংহিতা নন্দী, হিন্দুস্তানি সঙ্গীতের ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী
  • সুকুমার নন্দী, ভারতীয় তড়িৎ প্রকৌশলী
  • সুনীল নন্দী (জন্ম ১৯৩৫), ভারতীয় ক্রিকেটার, বাংলার হয়ে খেলেছেন
  • ব্যোমা নন্দী ভারতীয় অভিনেত্রী
  • নন্দী, নন্দী রাজবংশের শুরু

তথ্যসূত্র সম্পাদনা

  1. বসু, লোকেশ্বর (১ জানুয়ারি, ১৮৯৯)। আমাদের পদবীর ইতিহাস। কলিকাতা: আনন্দ পাবলিশার্স। পৃষ্ঠা ১। আইএসবিএন 9788170666011  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "বাঙালির পদবি, উদয় চট্টোপাধ্যায়, পরবাস-৭৬"www.parabaas.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৬ 
  3. ফাহিমা কানিজ লাভা, আলী মো. আবু নাঈম (ফেব্রুয়ারি ২০১৯)। শহীদ বুদ্ধিজীবী কোষ। ৩৬ বাংলাবাজার ঢাকা - ১১০০: আগামী প্রকাশনী। পৃষ্ঠা ৩৬৬। আইএসবিএন 9789840421985