ত (ইন্ডিক)
ত হলো ইন্ডিক আবুগিদার ষোলতম ব্যঞ্জনবর্ণ। আধুনিক ইন্ডিক লিপিগুলিতে ত গুপ্ত বর্ণ -এর মধ্য দিয়ে ব্রাহ্মী বর্ণ থেকে উদ্ভূত হয়েছিল।
Ta | |||||
---|---|---|---|---|---|
বাংলা | দেবনাগরী | গুরুমুখী | গুজরাটি | ওড়িয়া | |
ਤ | ત | ||||
তামিল | তেলুগু | কন্নড় | মালয়ালম | সিংহলী | |
த | త | ತ | ത | ත | |
থাই | লাও | তিব্বতি | বর্মী | খমের | |
ต ด | ຕ | ཏ | တ | ត | |
বায়বায়িন | হানুনো | বুহিদ | তাগবানওয়া | লোনতারা | |
ᜆ | ᜦ | ᝆ | ᝦ | ᨈ | |
বালী | সুন্দা | লিম্বু | তাই লে | নয়া তাই লু | |
ᬢ | ᮒ | ᥖ | ᦑ | ||
লেপছা | সৌরাষ্ট্র | রেজং | জাভাই | চাম | |
ᰊ | ꢡ | ꤳ | ꦠ | ꨓ | |
থাই থম | থাই ভিয়েত | কায়াঽ লি | ফাগ্স-পা | সিদ্ধং | |
ᠲ | ꪔ- | - | ꡆ ꡒ | ||
মহাজনি | খোজকি | খোদাবাদি | সিলেটি | মেইতেই | |
𑅛 | 𑈐 𑈑 | 𑋂 𑋃 | ꠎ | ꯖ | |
Modi | তিরহুতা | কৈথি | সোরা | গ্রন্থ | |
𑘕 | 𑒖 | 𑂔 | 𑃠 | 𑌜 | |
চাকমা | শারদা | তাকরি | খরোষ্ঠী | ব্রাহ্মী | |
𑄎 | 𑆘 | 𑚙 | 𐨗 | ||
ধ্বনিগ্রামিক প্রতিনিধি: | /t/ | ||||
আসলিব প্রতিবর্ণীকরণ: | ta | ||||
ইসকি কোড পয়েন্ট: | BA (186) |
গণিতে ত (त)
সম্পাদনাআর্যভট্টের ব্যবহার
সম্পাদনাভারতীয় সংখ্যা প্রণালী সৃষ্টির পেছনে আর্যভট্টের দেবনাগরী অক্ষর সমূহকে প্রায় গ্রীকদের দ্বারা সংখ্যা লেখার মতো ব্যবহার করা হত। त-এর বিভিন্ন রূপের মানসমূহ নিচে দেয়া হল:[১]
অসমীয়া-বাংলা ত
সম্পাদনাত হল অসমীয়া ও বাংলা ভাষার ষোড়শ ব্যঞ্জনবর্ণ এবং বাংলা বর্ণমালার ২৭তম বর্ণ।
ব্যবহার
সম্পাদনাস্বরবর্ণ | ত'র সাথে যুক্ত হলে |
---|---|
অ | ত |
আ | তা |
ই | তি |
ঈ | তী |
উ | তু |
ঊ | তূ |
ঋ | তৃ |
এ | তে |
ঐ | তৈ |
ও | তো |
ঔ | তৌ |
বৈশিষ্ট্য
সম্পাদনা- বাংলা বর্ণমালার ষোড়শ ব্যঞ্জনবর্ণ, ত বর্গের প্রথম বর্ণ এবং দন্তদ্বারা উচ্চার্য অঘোষ অল্পপ্ৰাণ ধ্বনির দ্যোতক।
- “তত’-র সংক্ষিপ্ত কথ্য রূপ (যা-জন এসেছে ত-জন খেয়েছে)।
- হতে, থেকে, তে প্রভৃতি (৫মী ও ৭মী) বিভক্তির স্থানে এবং হেতু অর্থে প্রযোজ্য প্রত্যয় (জ্ঞানত পাপ করিনি )।
- ৎ বাংলা বর্ণমালার ষোড়শ ব্যঞ্জনবর্ণ ত-এর ব্যঞ্জনান্ত রূপ এবং দন্ত থেকে উচ্চার্য অঘোষ অল্পপ্ৰাণ ধ্বনির দ্যোতক। শব্দের আরম্ভে ৎ-র ব্যবহার নেই।
ব্যাকরণিক প্রয়োগ
সম্পাদনাত কখনো তো রূপেও উচ্চারিত হয়। নিম্নে এরকম তো/ত/ৎ এর ব্যবহার উল্লেখ করা হয়েছে; অব্যয় হিসেবে
- প্রশ্নসূচক: সেখানে যাবে তো?
- নিশ্চয়তা বা দৃঢ়তাসূচক: এই তো সেই বাড়ি, তাই তো আমি বলেছিলাম
- অনুরোধসূচক: একবার দেখুন তো
- 'যদিও বা', 'সত্ত্বেও' ইত্যাদি অর্থবোধক : তুমি তো চাও, কিন্তু সে চায় না
- 'কিন্তু' অর্থবোধক: তারা তো খাবে না
- 'তবে' বা 'তা হলে' অর্থবাচক: বাঁচতে চাও তো ওষুধ খাও
- 'অন্তত' অর্থবোধক: আজ তো নয় পরে দেখা যাবে);
- অনিশ্চয়তাসূচক: যাই তো একবার, দেখি কিছু পাই কি না
- সন্দেহসূচক: ঠিক বলছ তো? সে একথা স্বীকার করবে তো?)
- পরিণতি, ঘটনা, অঘটন ইত্যাদি ব্যঞ্জক: বিয়ে তো হল, কিন্তু বরপক্ষ খুশি তো হল না
- সংশয়সূচক: হয়তো তাই, কে জানে)।
- হতে, থেকে, তে প্রভৃতি ৫মী ও ৭মী বিভক্তির স্হানে এবং হেতু অর্থে প্রযোজ্য প্রত্যয়বিশেষ (বিশেষত, প্রথমত, কার্যত, ধর্মত)।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ifrah, Georges (২০০০)। The Universal History of Numbers. From Prehistory to the Invention of the Computer (ইংরেজি ভাষায়)। নিউ ইয়র্ক: John Wiley & Sons। পৃষ্ঠা 447–450। আইএসবিএন 0-471-39340-1।