বাংলা বর্ণমালার পঞ্চম স্বরবর্ণ

(আধ্বব: /u/) হলো বাংলা লিপির পঞ্চম স্বরবর্ণ এবং ৫ম বর্ণ। বাংলা লিপিতে স্বরবর্ণের সংখ্যা মোট ১১টি; তার মধ্যে পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ ৬টি, অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ ১টি এবং মাত্রা ছাড়া স্বরবর্ণ ৪টি। ‘উ’ হলো একটি পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ।

Bengali Letter U.svg
ব্যবহার
লিখনপদ্ধতিবাংলা লিপি
ধরনশব্দীয় বর্ণমালা লিপি
উৎপত্তির ভাষাবাংলা ভাষা, অসমীয়া ভাষা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা, মৈথিলী ভাষা
উচ্চারণ ব্যবহার/u/
ইউনিকোড মানU+0989
বর্ণমালায় অবস্থান
ইতিহাস
ক্রমবিকাশ
অন্যান্য
লেখার দিকবাম থেকে ডানে

বর্ণনাসম্পাদনা

ব্যবহারসম্পাদনা

বৈশিষ্ট্যসম্পাদনা

উদাহরণসম্পাদনা

উগ্রস্বর, উগ্রকর্মা, উগ্রক্ষত্রিয়, উগ্রচণ্ডা, উগ্রজাতীয়তাবাদ, উগ্রপন্হী, উগ্রপন্হা, উগ্রপ্রকৃতি, উগ্রবীর্য, উগ্রস্বভাব

‘উ’ এর অন্যান্য রূপসম্পাদনা

মৈথিলী ‘উ’সম্পাদনা

মৈথিলী ভাষা বাংলা ও কৈথী উভয় লিপি ব্যবহার করে লিখা হয়। তবে মৈথিলী ভাষার বাংলা লিপিতে ‘উ’ এর রূপ অন্য রকম হয়। বাংলা-ভিত্তিক মৈথিলী লিপিতে  - এভাবে ‘উ’ লিখা হয়।

কম্পিউটিং কোডসম্পাদনা

স্বতন্ত্রসম্পাদনা

অক্ষর
ইউনিকোড নাম বাংলা অক্ষর উ
এনকোডিং দশমিক হেক্স
ইউনিকোড 2441 U+0989
ইউটিএফ-৮ 224 166 137 E0 A6 89
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র উ উ

নির্ভরশীলসম্পাদনা

অক্ষর
ইউনিকোড নাম বাংলা স্বর বৈশিষ্ট্যসূচক চিহ্ন উ
এনকোডিং দশমিক হেক্স
ইউনিকোড 2497 U+09C1
ইউটিএফ-৮ 224 167 129 E0 A7 81
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র ু ু

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা

  •   উইকিমিডিয়া কমন্সে সম্পর্কিত মিডিয়া দেখুন।
  •   উইকিঅভিধানে -এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।