বাংলা স্বরবর্ণ হচ্ছে বাংলা ভাষার এমন কিছু লিখিতরূপ যারা ব্যঞ্জনবর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে । আন্তর্জাতিক ৭ টি মৌলিক ( অ্যা এবং ) স্বরবর্ণের ৬ টি (অ্যা বাদে যদিও বাংলা ভাষার কথ্যলেখ্য কথালেখাদিতে উপস্থিত [১] বিশ্বের প্রতিটি ভাষাতেই এধরনের কিছু বর্ণ রয়েছে। বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা মোট ১১টি।

স্বরবর্ণাদির উচ্চারণস্থানীয় ধ্বনিবিন্যাস সম্পাদনা

বাংলা স্বরধ্বনি
  সম্মুখ কেন্দ্রীয় পশ্চাৎ
সংবৃত i ii   u uu
সংবৃত-মধ্য e   o ouu oi
বিবৃত-মধ্য অ্যা/এ্যা æ   ɔ
বিবৃত   a  

সংজ্ঞা সম্পাদনা

যেসব বাংলা বর্ণ উচ্চারিত হওয়ার সময় মুখগহ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাদের বলা হয় বাংলা স্বরবর্ণ।[২] স্বরবর্ণগুলো উচ্চারিত হতে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না; বরং এরা অন্যান্য বর্ণকে (মূলতঃ ব্যঞ্জনবর্ণকে) উচ্চারিত হতে সাহায্য করে থাকে।

স্বরবর্ণসমূহ সম্পাদনা

 
বাংলা স্বরবর্ণসমূহ

বাংলা ভাষায় মোট ১১টি স্বরবর্ণ রয়েছে; এগুলো হল:

স্বরবর্ণ উচ্চারণ
স্বরে অ
স্বরে আ
হ্রস্ব ই
দীর্ঘ ঈ
হ্রস্ব উ
দীর্ঘ উ
Rhi
wo
ow,ou

যৌগিক স্বরবর্ণ সম্পাদনা

বাংলা বর্ণমালায় দেখা যায় কিছু যৌগিক ধ্বনি রয়েছে। ভাষাবিজ্ঞানীরা বলেন যে, মৌলিক স্বরধ্বনি ৭টি; আর যৌগিক স্বরধ্বনি ৩টি। যৌগিক স্বরবর্ণগুলো হলঃ

যৌগিক স্বরধ্বনি বিশ্লেষণ
র্+ই(Rh+i)
ও+ই(O+i)
ও+উ(O+u)

সংক্ষিপ্ত রূপ সম্পাদনা

 
ক ব্যঞ্জনবর্ণের পরে আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ স্বরবর্ণের ব্যবহার
স্বরবর্ণ
স্বরবর্ণের
স্বতন্ত্র
আকার
স্বরবর্ণের
বৈশিষ্ট্যসূচক
চিহ্ন
-
ি
স্বরবর্ণ
স্বরবর্ণের
স্বতন্ত্র
আকার
স্বরবর্ণের
বৈশিষ্ট্যসূচক
চিহ্ন

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বর্ণ । স্নাতক বাংলা ব্যাকরণ ও নির্মিতি। ২০১০ সংস্করণ।
  2. বর্ণ। বাংলা ব্যাকরণ ও নির্মিতি (পাঠ্যবই)। অষ্টম শ্রেণী। ২০১৫ সংস্করণ।