অষ্টম শতকে উদ্ভাবিত শারদা লিপি (शारदा) ব্রাহ্মী লিপি পরিবারের অন্তর্গত আবুগিডা লিখন পদ্ধতি। এই লিপি কাশ্মীর অঞ্চলে সংস্কৃত ভাষা এবং কাশ্মীরি ভাষা লিখতে ব্যবহৃত হত। শারদা লিপি থেকে গুরুমুখী লিপির উদ্ভব হয়েছে। পূর্বে শারদা লিপি বহুল প্রচলিত থাকলেও বর্তমানে শুধুমাত্র কাশ্মীরি পন্ডিতদের কিছু অনুষ্ঠানপর্বেই এই লিপির ব্যবহার হয়ে থাকে।

শারদা লিপি
Kashmir Sharada MS.jpg
শারদা লিপিতে লেখা কাশ্মীরি শৈব পুঁথি
লিপির ধরন
সময়কাল৮০০ খ্রিষ্টাব্দ থেকে বর্তমান (প্রায় লুপ্ত)
লেখার দিকবাম-থেকে-ডান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অঞ্চলভারত, পাকিস্তান, মধ্য এশিয়া
ভাষাসমূহসংস্কৃত
সম্পর্কিত লিপি
উদ্ভবের পদ্ধতি
বংশধর পদ্ধতি
গুরুমুখী
Takri
Landa
ভগিনী পদ্ধতি
নাগরী
Siddhaṃ
আইএসও ১৫৯২৪
আইএসও ১৫৯২৪Shrd, 319 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন, ​শারদা
ইউনিকোড
ইউনিকোড উপনাম
Sharada
U+11180–U+111DF
এই নিবন্ধে আধ্বব চিহ্ন রয়েছে। সঠিক রেন্ডারিং সমর্থন ছাড়া, আপনি হয়ত ইউনিকোড অক্ষরের বদলে জিজ্ঞাসা চিহ্ন, বাক্স বা অন্য কোনো চিহ্ন দেখবেন।

বর্ণসম্পাদনা

স্বরবর্ণসম্পাদনা

             
           
  অং   অঃ

ব্যঞ্জনবর্ণসম্পাদনা

         
         
         
         
         
       
       

ইউনিকোডসম্পাদনা

২০১২ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে ইউনিকোড স্ট্যান্ডার্ডে শারদা লিপিকে যোগ করা হয়। শারদা লিপির ইউনিকোড বিস্তার U+11180 থেকে U+111D। [১]

শারদা লিপি[1]
Unicode.org chart (PDF)
  0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F
U+1118x 𑆀 𑆁 𑆂 𑆃 𑆄 𑆅 𑆆 𑆇 𑆈 𑆉 𑆊 𑆋 𑆌 𑆍 𑆎 𑆏
U+1119x 𑆐 𑆑 𑆒 𑆓 𑆔 𑆕 𑆖 𑆗 𑆘 𑆙 𑆚 𑆛 𑆜 𑆝 𑆞 𑆟
U+111Ax 𑆠 𑆡 𑆢 𑆣 𑆤 𑆥 𑆦 𑆧 𑆨 𑆩 𑆪 𑆫 𑆬 𑆭 𑆮 𑆯
U+111Bx 𑆰 𑆱 𑆲 𑆳 𑆴 𑆵 𑆶 𑆷 𑆸 𑆹 𑆺 𑆻 𑆼 𑆽 𑆾 𑆿
U+111Cx 𑇀 𑇁 𑇂 𑇃 𑇄 𑇅 𑇆 𑇇 𑇈
U+111Dx 𑇐 𑇑 𑇒 𑇓 𑇔 𑇕 𑇖 𑇗 𑇘 𑇙
টীকা
১.^ ইউনিকোড ভার্সন ৬.১

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Unicode character database"The Unicode Standard। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৩ 

বহিঃসংযোগসম্পাদনা