ত্রিপুরা সরকার
ত্রিপুরা সরকার হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ৮টি জেলার সর্বোচ্চ শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ। এটি ত্রিপুরা রাজ্য সরকার কিংবা স্থানীয়ভাবে রাজ্য সরকার হিসাবেও পরিচিত। ত্রিপুরা সরকার একজন রাজ্যপালের নেতৃত্বে নির্বাহী বিভাগ, একটি বিচার বিভাগ এবং ত্রিপুরা বিধানসভা নামে একটি আইনসভা নিয়ে গঠিত। আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজ্যের রাজধানী এবং এখানে রাজ্যের আইনসভা এবং সচিবালয় অবস্থিত।
![]() | |
সরকারের আসন | আগরতলা |
---|---|
কার্যনির্বাহী | |
রাজ্যপাল | সত্যদেব নারায়ন আর্য |
মুখ্যমন্ত্রী | মানিক সাহা |
উপ-মুখ্যমন্ত্রী | যীষ্ণু দেববর্মন |
প্রধান সচিব | শ্রী আলক কুমার, আই.এ.এস |
আইনসভা | |
বিধানসভা | |
স্পিকার | রতন চক্রবর্তী |
ডেপুটি স্পিকার | বিশ্ব বন্ধু সেন |
বিধানসভার সদস্য | ৬০ |
বিচার বিভাগ | |
উচ্চ আদালত | ত্রিপুরা উচ্চ ন্যায়ালয় |
প্রধান বিচারপতি | বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তী |
নির্বাহী বিভাগসম্পাদনা
ভারতের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরা রাজ্যের প্রধান হলেন রাজ্যপাল (গভর্নর)। তিনি কেন্দ্রীয় সরকারের পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তিনি ত্রিপুরার সাংবিধানিক প্রধান হওয়ায় তার পদটি মূলত আনুষ্ঠানিক। বর্তমানে শ্রী সত্যদেব নারায়ণ আর্য ত্রিপুরার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে মুখ্যমন্ত্রী হলেন সরকারের নির্বাহী প্রধান এবং তার উপরেই সরকারের নির্বাহী ক্ষমতার বেশিরভাগই ন্যস্ত থাকে। মুখ্যমন্ত্রী এবং তার নিয়োগকৃত মন্ত্রিসভার মাধ্যমে ত্রিপুরার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বিজেপি দল থেকে নির্বাচিত বিপ্লব কুমার দেব হচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
আইনবিভাগসম্পাদনা
ত্রিপুরার বর্তমান বিধানসভাটি এককক্ষবিশিষ্ট। ত্রিপুরা বিধানসভা মোট ৬০ জন বিধায়কের (সদস্য বা এম.এল.এ) সমন্বয়ে গঠিত। কোন কারণে নির্দিষ্ট সময়ের আগে বিধানসভা ভেঙ্গে না গেলে এর মেয়াদ ৫ বছর।[১]
বিচার বিভাগসম্পাদনা
ত্রিপুরা রাজধানী আগরতলায় ত্রিপুরা উচ্চ ন্যায়ালয় অবস্থিত। এই আদালত ত্রিপুরা রাজ্যে উদ্ভূত মামলাগুলির ক্ষেত্রে এখতিয়ার এবং ক্ষমতা প্রয়োগ করে।[২]
মন্ত্রী পরিষদসম্পাদনা
ক্রমিক নং | নাম | বিধানসভা কেন্ত্র | মন্ত্রণালয় [৩] | পার্টি | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
মুখ্যমন্ত্রী | ||||||||||
১. | মানিক সাহা | টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র |
|
বিজেপি | ||||||
উপমুখ্যমন্ত্রী | ||||||||||
২ | জিষ্ণু দেববর্মণ | চড়িলাম |
|
বিজেপি | ||||||
মন্ত্রীপরিষদ | ||||||||||
৩ | রতন লাল নাথ | মোহনপুর |
|
বিজেপি | ||||||
৪ | নরেন্দ্র চন্দ্র দেববর্মা | টাকারজলা |
|
আই.পি.এফ.টি | ||||||
৫ | প্রনজিত সিংহ রায় | রাধাকিশোরপুর |
|
বিজেপি | ||||||
৬ | মেবার কুমার জমাতিয়া | আশারামবাড়ী |
|
আই.পি.এফ.টি | ||||||
৭ | মনোজ কান্তি দেব | কমলপুর |
|
বিজেপি | ||||||
৮ | শ্রীমতী সান্ত্বনা চাকমা | পেঁচারথল |
|
বিজেপি | ||||||
৯ | রামপ্রসাদ পাল | সূর্যমণিনগর |
|
বিজেপি | ||||||
১০ | ভগবান দাস | পাবিয়াছড়া |
|
বিজেপি | ||||||
১১ | সুশান্ত চৌধুরী | মজলিশপুর |
|
বিজেপি |
সাবেক মন্ত্রীসম্পাদনা
নাম | বিধানসভা কেন্ত্র | মন্ত্রণালয় | পার্টি | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
সুদীপ রায় বর্মন | আগরতলা |
|
বিজেপি |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Tripura Legislative Assembly"। Legislative Bodies in India। National Informatics Centre, Government of India। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১০।
- ↑ "Jurisdiction and Seats of Indian High Courts"। Eastern Book Company। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১২।
- ↑ https://www.tripura.gov.in/councilminister