তাম্রপর্ণীর রাজ্য

বর্তমান শ্রীলঙ্কায় সিংহলি রাজ্য (৫৪৩-৪৩৭ খ্রীষ্টপূর্ব)

তাম্রপর্ণীর রাজ্য ( সিংহলি: තම්බපණ්ණිය රාජධානිය; তম্বপণ্ণিয় রাজধানিয় ) ছিল শ্রীলঙ্কার প্রথম সিংহলী রাজ্য। এর প্রশাসনিক কেন্দ্র ছিল তাম্রপর্ণীতে। এটি ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৩৭ খ্রিস্টপূর্বাব্দ এর মধ্যে বিদ্যমান ছিল। রাজ্যটি যুবরাজ বিজয় এবং তার অনুসারীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

তাম্রপর্ণীর রাজ্য

තම්බපණ්ණිය රාජධානිය (তম্বপণ্ণিয় রাজধানিয়)
৫৪৩ খ্রীঃপূঃ–৪৩৭ খ্রীঃপূঃ
  তাম্রপর্ণীর রাজ্য
  যক্ষ উপজাতি
  নাগ উপজাতি
রাজধানীতাম্রপর্ণী[১][২]
উপতিষ্য নগর[৩]
বিজিতপুর[৪]
প্রচলিত ভাষাএলু
জাতীয়তাসূচক বিশেষণসিংহলি
সরকাররাজতন্ত্র
রাজা 
• ৫৪৩–৫০৫ খ্রীঃপূঃ
বিজয়
• ৫০৫–৫০৪ খ্রীঃপূঃ
উপতিষ্য
• ৫০৪–৪৭৪ খ্রীঃপূঃ
পণ্ডুবাসুদেব
• ৪৭৪–৪৫৪ খ্রীঃপূঃ
অভয়
• ৪৫৪–৪৩৭ খ্রীঃপূঃ
তিষ্য
ইতিহাস 
৫৪৩ খ্রীঃপূঃ
• বিজয়ের অভিষেক
৫৪৩ খ্রীঃপূঃ
৪৫৮–৪৩৯ খ্রীঃপূঃ
• অনুরাধাপুরে রাজত্বের স্থানান্তর
৪৩৭ খ্রীঃপূঃ
পূর্বসূরী
উত্তরসূরী
নাগ জনগোষ্ঠী (লঙ্কা)
যক্ষ জনগোষ্ঠী
অনুরাধাপুর রাজ্য

তথ্যসূত্র সম্পাদনা