তানজির তুহিন
তানজির চৌধুরী তুহিন (জন্ম ২৬ সেপ্টেম্বর ১৯৭৪) বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গায়ক-গীতিকার, অভিনেতা এবং স্থপতি। তিনি বাংলা রক ব্যান্ড শিরোনামহীনের সাবেক কণ্ঠশিল্পী ছিলেন। ২০১৭ সালে তিনি স্বেচ্ছায় শিরোনামহীন ত্যাগ করেন। ২০১৮ সালে নতুন ব্যান্ড আভাস গঠন করেন। সঙ্গীতের পাশাপাশি কয়েকটি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন তিনি।
তানজির তুহিন | |
---|---|
জন্ম | তানজির চৌধুরী তুহিন ২৬ সেপ্টেম্বর ১৯৭৪ ঢাকা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
শিক্ষা | স্নাতক |
মাতৃশিক্ষায়তন | ঢাকা কলেজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
পেশা |
|
কর্মজীবন | ২০০০–বর্তমান |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন | |
লেবেল |
|
প্রাথমিক জীবন
সম্পাদনাতানজির চৌধুরী তুহিন ১৯৭৪ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের ঢাকায় জন্ম নেন এবং সেখানে তার ছেলেবেলা কাটে। তিনি ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। তুহিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যকলায় স্নাতক অধ্যয়ন করেন।[১]
তুহিন প্রথম কয়েক বছরের জন্যে বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) নজরুল সঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে অধ্যয়ন করেন। তিনি রবীন্দ্রসঙ্গীতেরও তামিল নিয়েছিলেন।[২] যেখানে তার সঙ্গীতগুরুদের মধ্যে ছিলেন ওস্তাদ আখতার সাদমানি, কিরণ চন্দ্র রায়, নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং ওস্তাদ নারায়ণ চন্দ্র বসাক।[২] তুহীন পেশায় একজন স্থপতি।[২]
২০০০-২০১৭: শিরোনামহীন
সম্পাদনাবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নকালে বাংলা রক ব্যান্ড শিরোনামহীনের প্রতিষ্ঠিাতা সদস্য এবং বেসবাদক জিয়াউর রহমানের সাথে তার পরিচয় হয়। তারা দুজনই সে সময়ে সহপাঠী ছিলেন।[৩] ২০০০ সালে শিরোনামহীনের তৎকালীন ভোকাল মহিন দেশ ত্যাগ করায়, সে বছরের ডিসেম্বরে ভোকাল হিসেবে তুহিন শিরোনামহীনে যোগ দেন।[৪][৫] জিয়া তাকে শিরোনামহীনে যোগ দিতে আমন্ত্রণ জানান।[২] শিরোনামহীনের সাথে তুহিনের প্রথম প্রকাশিত অ্যালবাম জাহাজী (২০০৪)। তুহিনের গাওয়া অ্যালবামের সাইকেডালিক রক ঘরানার "হাসিমুখ" গানটি ব্যপক জনপ্রিয়তা লাভ করে,[৬] যা মূলত শিরোনামহীনকে প্রাথমিক পরিচিতি এনে দিয়েছিল।[৬] পরবর্তীতে সতের বছরে দলটির সঙ্গে তিনি ইচ্ছে ঘুড়ি (২০০৬), বন্ধ জানালা (২০০৯), শিরোনামহীন রবীন্দ্রনাথ (২০১০), শিরোনামহীন শিরোনামহীন (২০১৩) অ্যালবামগুলি প্রকাশ করেন।
২০১৭ সালের মাঝামাঝি সময়ে তুহিন শিরোনামহীনের সাথে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।[৭][৮] সে সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানান, "আমি ব্যক্তিগত কারণে শিরোনামহীন ছাড়ছি, কিন্তু গান নয়।"[৯][১০] সে সবছরই ৭ অক্টোবর তুহিন ব্যান্ড ত্যাগ করেন।[১১] নতুন ভোকাল হিসেবে শেখ ইশতিয়াক শিরোনামহীনে যোগ দেন।[১১][১২]
২০১৮-বর্তমান
সম্পাদনাশিরোনামহীনের সাথে আইনি যুদ্ধ
সম্পাদনা২০১৮ সালে তুহিন আভাস নামে নতুন ব্যন্ড গঠনের পরপরই শিরোনামহীনের সাথে আইনি দ্বন্ধে জড়িত হন। ২০১৯ সালে বাংলাদেশ কপিরাইট অফিসের ভাষ্য অনুযায়ী শিরোনামহীনের গানসমূহের গীতিকার এবং সুরকার সূত্রে আইনগত সত্ত্বাধিকারী দলটির প্রতিষ্ঠাতা সদস্য জিয়া।[১৩] সে দিক বিবেচনায় জিয়ার অনুমতিসাপেক্ষে এ সকল গান পরিবেশনের আইনত বাধ্যবাধকতা সৃষ্টি হয়।[১৪][১৩] সে বছরের আগস্টে কপিরাইট অফিসের রায় অগ্রাহ্য করে তুহিন আভাস বান্ডের হয়ে শিরোনামহীনের গানগুলি পরিবেশন করছিলেন। ফলে ২০১৯ সালে আগস্টে শিরোনামহীন আদালতে অভিযোগ জানায়। আদালত তুহিন এবং তার ব্যান্ড আভাসের প্রতি শিরোনামহীনের গান পরিবেশনের আইনগত নিষেধাজ্ঞা জারি করে।[১৪][১৩] এই রায়ের বিরুদ্ধে আভাস ব্যান্ড আপিল জানায়। ২০১৯ সালের ২১ অক্টোবর শিরোনামহীন ব্যান্ডের ৪৯টি গানের বিষয়ে আদালতের দেয়া নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য স্থগিত করে উচ্চ আদালত।[১৪][১৩] ফলে ২০২০ সাল নাগাদ তুহিন এবং তার ব্যান্ড আভাস গানগুলো পরিবেশন করতে পারছিলেন।[১৪][১৩] পরবর্তীতে উক্ত আইনেই প্রেক্ষিতে শিরোনামহীন ব্যান্ড দল পুনারায় উচ্চ আদালতে আপিল জানালে ২০২০ সালের ২০ জানুয়ারি শিরোনামহীন নিজেদের পক্ষে মাললা জিতে।[১৩][১৫] তুহিন শিরোনামহীনের তিনটি গান: "হয় না", "পরিচয়" এবং "আহত কিছু গল্প" পরিবেশন করতে পারবেন, কারণ এই গানগুলোর গীতিকার-সুরকার ছিলেন তুহিন।[১৬]
টেলিভিশন কর্মজীবন
সম্পাদনাসঙ্গীতচর্চার পাশাপাশি তিনি কয়েকটি বাংলা টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। মধ্যরাত্রিতে তিনজন দুর্ভাগা তরুণ নাটকের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক ঘটে। নাটকটি বাংলাদেশি লেখক মুহম্মদ জাফর ইকবালের একই নামের গল্প অবলম্বনে নির্মিত। ২০১১ সালে তিনি মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত থতমত এই শহরে টেলিভিশন নাটকে অভিনয় করেন অপি করিমের সাথে।[১৭] ২০১৩ সালে তিনি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ট্রাম কার্ড নাটকে জিকো চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা সাহা মীমের বিপরীতে।[১৮] অভিনয়ের পাশাপাশি তিনি বিটিভিতে প্রচারিত, চরমভাবাপন্ন আবহাওয়া মোকাবেলার উদ্দেশ্যে নির্মিত বিবিসির "আমরাই পারি" রিয়েলিটি টেলিভিশন ধারাবাহিকে উপস্থাপনার কাজ করেছেন।[১৯][২০][২১][২২]
ডিস্কোগ্রাফি
সম্পাদনাএকক
সম্পাদনাশিরোনম | বছর | টীকা |
---|---|---|
"তবু" | ২০১৭ | প্রথম একক[২৩] |
ব্যান্ড অ্যালবাম
সম্পাদনা- জাহাজী (২০০৪)
- ইচ্ছে ঘুড়ি (২০০৬)
- বন্ধ জানালা (২০০৯)
- শিরোনামহীন রবীন্দ্রনাথ (২০১০)
- শিরোনামহীন শিরোনামহীন (২০১৩)
- মানুষ(আভাস ব্যান্ডের প্রথম গান)
ব্যান্ড মিক্সড অ্যালবাম
সম্পাদনা- নিয়ন আলো স্বাগতম (২০০৭)
- স্বপ্নচূড়া ২ (২০০৬)
- স্বপ্নচূড়া ৩ (২০০৭)
- বন্ধুতা (২০০৮)
- রক ১০১ (২০০৮)
- রক ২০২ (২০০৯)
- জয়োধ্বনি (২০১১)
- গর্জে উঠো বাংলাদেশ (২০১১)
চলচ্চিত্র তালিকা: তানজির তুহিন (আভাস)
বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
— | মধ্যরাত্রিতে তিনজন দুর্ভাগা তরুণ | ||
২০১১ | থতমত এই শহরে | [১৭] | |
— | স্পুন্ক | ||
২০১৩ | ট্রাম কার্ড | জিকো |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ হক ১৯৯৯।
- ↑ ক খ গ ঘ মাহমুদ, জামিল (৪ আগস্ট ২০১১)। "Realism vs Romance: In conversation with Tanzir Tuhin"। দ্য ডেইলি স্টার। ২২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০।
- ↑ শিরোনামহীন: তিনি (তুহিন) জিয়ার সাথে একই বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং একই শাখা (স্থাপত্যবিদ্যা) থেকে এসেছিলেন। (প্রাথমিক উৎস)।
- ↑ শিরোনামহীন: তুহিন ২০০০ সালে শিরোনামহীনে যোগ দিয়েছিলেন। (প্রাথমিক উৎস)।
- ↑ "দুই দশকের শিরোনামহীন"। কালের কণ্ঠ। ২৬ মে ২০১৬। ১৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- ↑ ক খ আজাদ, মেমী (৫ আগস্ট ২০১৫)। "হাসিমুখের অতীত"। সমকাল। ৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- ↑ আহমেদ, মিতুল (৯ অক্টোবর ২০১৭)। "তুহীনের অভিযোগ, শিরোনামহীনের জবাব"। চ্যানেল আই। ১১ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Tuhin reveals the reason behind leaving Shironamhin"। ঢাকা ট্রিবিউন। ৭ অক্টোবর ২০১৭। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৭।
- ↑ মাসুদ, মেহেদী (৭ অক্টোবর ২০১৭)। "'তাঁদের কাছে বন্ধুত্বের চেয়ে টাকা মুখ্য'"। দৈনিক প্রথম আলো।
- ↑ "'এই তুহিনকে আমরা চিনি না'"। দৈনিক প্রথম আলো। ৭ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ ক খ "নতুন সদস্য নিয়ে শিরোনামহীন"। দৈনিক প্রথম আলো। ২৬ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- ↑ তারেক, মোহাম্মদ। "২০ বছরে শিরোনামহীন"। আনন্দ আলো। ১৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ "শিরোনামহীন'র গান গাইতে পারবেন না তুহিন"। কালের কণ্ঠ। ২১ জানুয়ারি ২০২০। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- ↑ ক খ গ ঘ "'শিরোনামহীন'র গান গাইতে পারবে না 'আভাস'"। সময় সংবাদ। ২০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- ↑ "'শিরোনামহীন' ব্যান্ডের গান গাইতে পারবে না তুহিনের 'আভাস'"। বাংলা ট্রিবিউন। ২০ জানুয়ারি ২০২০। ৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- ↑ "তানজির তুহিন ও ব্যান্ড 'আভাস'র উপর আদালতের নিষেধাজ্ঞা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৫ অক্টোবর ২০১৯। ৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
- ↑ ক খ গোলাম রাব্বানী (২০১১-০৩-১৮)। "থতমত এই শহরে"। দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ মৌটুসী, প্যাট্রিসিয়া (২১ অক্টোবর ২০১৩)। "Shironamhin's vocalist debuts as an actor in Trump Card"। news.priyo.com। ১১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৪।
- ↑ "বিবিসির 'আমরাই পারি'"। দৈনিক প্রথম আলো। ২০১২-০৫-০২। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫।
- ↑ "মানুষের সম্মিলিত প্রয়াসকে তুলে ধরবে 'আমরাই পারি'"। দৈনিক মানবজমিন। ২ মে ২০১২। ৪ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৪।
- ↑ "জনসচেতনতামূলক অনুষ্ঠান 'আমরাই পারি'"। দৈনিক যায়যায়দিন। ৩ মে ২০১৪। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫।
- ↑ "বিবিসির 'আমরাই পারি'"। বণিক বার্তা। ১২ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Shironamhin vocal Tuhin to release his first solo work"। ঢাকা ট্রিবিউন। আগস্ট ২৫, ২০১৭। অক্টোবর ৬, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৬, ২০১৭।
উৎস
সম্পাদনা- শিরোনামহীন। "সম্পর্কে" (ইংরেজি ভাষায়)। শিরোনামহীন। ৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- হক, বশিরুল (১৯৯৯)। Battling the Storm: Study on Cyclone Resistant Housing (ইংরেজি ভাষায়)। জার্মান রেড ক্রস।
বহিঃসংযোগ
সম্পাদনা- ডিস্কওগ্সে তানজির তুহিন ডিস্কতালিকা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে তানজির তুহিন (ইংরেজি)
- ফেসবুকে তানজির তুহিন