লেজার ভিশন

বাংলাদেশী রেকর্ড লেবেল কোম্পানি
(লেজার-ভিশন থেকে পুনর্নির্দেশিত)

লেজার ভিশন বাংলাদেশের একটি স্বতন্ত্র রেকর্ড লেবেল। দ্য ডেইলি স্টার লেজার ভিশন কোম্পানিকে দেশের শীর্ষ রেকর্ড লেবেলগুলির একটি হিসাবে বর্ণনা করেছে।[][]

লেজার ভিশন
প্রতিষ্ঠাকাল১৯৯৬
প্রতিষ্ঠাতামাজহারুল ইসলাম
ধরনবিভিন্ন
দেশবাংলাদেশ
অবস্থানঢাকা

শিল্পী

সম্পাদনা

প্রীতম আহমেদ, কনক চাঁপা, সামিনা চৌধুরী, প্রিয়াঙ্কা গোপ, ফাহমিদা নবী, বেলাল খান, হৃদয় খান, রাকিব মুসাব্বির, আরেফিন রুমি, কাজী শুভ, হাবিব ওয়াহিদ সহ অসংখ্য শিল্পীদের রেকর্ডিং প্রকাশ করেছে লেজার ভিশন।

লেজার ভিশনের বেশিরভাগ প্রকাশনা হল আধুনিক গানের অ্যালবাম, তবে এগুলির পাশাপাশি তারা অল্প রবীন্দ্র সংগীত এবং নজরুল সংগীত ঘরানার অ্যালবাম প্রকাশেন্র জন্যও পরিচিত, যেমন ২০০৮ সালে নাশিদ কামালের অ্যালবাম বিরহের গুলবাগে প্রকাশ করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Laser Vision offers Eid albums and music videos"দ্য ডেইলি স্টার। ২৪ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৭ 
  2. "রমজান উপলক্ষে লেজার ভিশনের আয়োজন"jagonews24.com। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯