রবীন্দ্রনাথ (অ্যালবাম)

রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম।
(শিরোনামহীন রবীন্দ্রনাথ থেকে পুনর্নির্দেশিত)

রবীন্দ্রনাথ বাংলা প্রোগ্রেসিভ রক ব্যান্ড শিরোনামহীনের চতুর্থ স্টুডিও অ্যালবাম। এটি মূলত রক ধারায় রবীন্দ্রসঙ্গীত সংকলন[] যা একইসাথে বাংলাদেশে কোনো ব্যান্ডের প্রথম রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম।[] বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত মৃত্যুবার্ষিকী উপলক্ষে[] ৩ মার্চ ২০১০ সালে বাংলাদেশের লেজার ভিশন থেকে প্রকাশিত হয়।

রবীন্দ্রনাথ
শিরোনামহীন রবীন্দ্রনাথ অ্যালবামের প্রচ্ছদ
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখমার্চ ৩, ২০১০
শব্দধারণের সময়২০১০,
লেজার ভিশন
ঘরানা
দৈর্ঘ্য৩৭:০১
সঙ্গীত প্রকাশনীলেজার ভিশন
শিরোনামহীন কালক্রম
বন্ধ জানালা
(২০০৯)
রবীন্দ্রনাথ
(২০১০)
শিরোনামহীন শিরোনামহীন
(২০১৩)

অ্যালবামে বাঙালি বহুবিদ্যাবিশারদ রবীন্দ্রনাথ ঠাকুররের, যিনি বাংলা সাহিত্য এবং বাংলা গানে ভিন্নমাত্রা যোগ করেছিলেন, কালজয়ী নয়টি গান সংকলিত হয়েছে,[] এটি রক ধারায় ধ্রপদী সঙ্গীতের পরিবেশন।[] প্রকাশের পর অ্যালবামটি বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল।[]

পটভূমি

সম্পাদনা

বন্ধ জানালা (২০০৯) অ্যালবামের সাফল্যের পর শিরোনামহীন ভিন্নধারায় এই অ্যালবাম প্রকাশের ঝুঁকি নেয়।[] মূলত রবীন্দ্রসঙ্গীতের সাথে রক মিউজিকের সমন্বয় ঘটানোর ফলে অ্যালবামের শিরোনাম রাখা হয় "শিরোনামহীন রবীন্দ্রনাথ"।[] বুলবুল ললিতকলা একাডেমিতে অধ্যয়নকালে শিরোনামহীনের ভোকাল তানজির তুহিন রবীন্দ্রসঙ্গীতে তামিল নিয়েছিলেন।[] ফলে তুহিনের আগ্রহ এবং পরিকল্পনায় অ্যালবামটির কাজ শুরু হয়।[] শিরোনামহীনের মতে, "রবীন্দ্রনাথ ঠাকুর" নিজেই একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বাঙ্গালি হিসেবে নিজেদের সংস্কৃতিকে বুঝতে হলে রবীন্দ্রনাথকে জানার প্রয়োজন রয়েছে। শিরোনমহীন অ্যালবামটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছে।[]

রবীন্দ্রনাথ রচিত ২২১২টি গানের মধ্য থেকে কালজয়ী নয়টি গান অ্যালবামটিতে যুক্ত হয়েছে।[][] রবীন্দ্র স্বরলিপির মূল কথা ও সুর ঠিক রাখতে ৬৪টি খণ্ডে প্রকাশিত স্বরবিতানের সহায়তায় নেয় তারা।[] এছাড়াও ধ্রুপদী, বাউল, লোক, র্কীতন, ভাবানুভাদ এমনকি পশ্চিমা সঙ্গীতের বিষয়গুলিকে অ্যালবামে সংকলন করা হয়েছে।[] রবীন্দ্রসঙ্গীতগুলোর সুরোরোপে শিরোনামহীন দেশি-বিদেশি ৩৯টি বাদ্যযন্ত্রের ব্যবহার করেছিল।[১০][] অ্যালবামটির জন্য তারা রেইনমেকার, দারবুকা, টিনের বাঁশি এবং বোধ্রান ইত্যাদি বিদেশী বাদ্যযন্ত্র ব্যবহার করে। রবীন্দ্রগবেষক ও ছায়ানটের শিল্পীদের মতামত গ্রহণের মাধ্যমে অ্যালবামটি প্রকাশিত হয়েছিল।[] অ্যালবামের প্রচ্ছদেচিত্রে রবীন্দ্রনাথের চারপাশে শিরোনামহীনের সদস্যরা শিষ্য হিসেবে উপস্থিত হয়েছে।[][]

গানের তালিকা

সম্পাদনা

রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত গান নিয়ে এই অ্যালবামটি তৈরি করা হয়।

সকল গানের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর

নং.শিরোনামশিল্পীদৈর্ঘ্য
১."গ্রাম ছাড়া অই রাঙামাটির পথ"তানজির তুহিন৪:৫১
২."পুরোনো সেই দিনের কথা"তুহিন৩:২৮
৩."শাওনগগনে ঘোর ঘনঘটা"তুহিন৪:৩৭
৪."ফুলে ফুলে"তুহিন৩:৩৯
৫."কিছু বলব বলে এসেছিলেম"তুহিন৩:২১
৬."যেতে যেতে একলা পথে"তুহিন৩:৪৬
৭."সকাতরে ওই কাঁদিছে সকলে"তুহিন৫:৩১
৮."তুমি কি কেবলই ছবি"তুহিন৩:২৯
৯."শুধু তোমার বাণী নয় গো"তুহিন৪:১৯
মোট দৈর্ঘ্য:৩৭:০১

সদস্যবৃন্দ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মাহমুদ, জামিল (২৮ আগস্ট ২০১০)। ""Shironamhin Rabindranath" to be released on Eid" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০ 
  2. "হেঁটে হেঁটে বহুদূর শিরোনামহীন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৭ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০ 
  3. তারেক, মোহাম্মদ। "২০ বছরে শিরোনামহীন"আনন্দ আলো। ১৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০ 
  4. "শিরোনামহীন রবীন্দ্রনাথ"দৈনিক প্রথম আলো। ২৯ আগস্ট ২০১০। ২০১৯-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০ 
  5. আদনিন, নাজিয়া নুসরত (৬ আগস্ট ২০১৮)। "Influence of Tagore in contemporary music" (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০ 
  6. খান, তৌহিদুল ইসলাম খান। "The Rocking Young Ones" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 
  7. "রবীন্দ্রসঙ্গীত নিয়ে শিরোনামহীন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২১ মে ২০১০। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 
  8. মাহমুদ, জামিল (৪ আগস্ট ২০১১)। "Realism vs Romance: In conversation with Tanzir Tuhin"দ্য ডেইলি স্টার। ২২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 
  9. "Remembering Tagore - Shironamhin"। Emaho Mmagazine। ২০১২-০৪-১২। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "'বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান আমাদের ফিরিয়ে দিয়েছিল'" (সাক্ষাৎকার)। সাক্ষাত্কার গ্রহণ করেন মুসাব্বির হুসাইন। দৈনিক প্রথম আলো। ১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা