ডোমার সরকারি কলেজ
সরকারি কলেজ
ডোমার সরকারি কলেজ বাংলাদেশের নীলফামারী জেলার ডোমার উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।[২] কলেজটি ডোমার শহরের পশ্চিম পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত। এ কলেজটির মোট আয়তন ২৪.২৫ একর। কলেজটিতে বর্তমানে দিনাজপুর শিক্ষাবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রদান করা হয়।
ডোমার সরকারি ডিগ্রি কলেজ | |
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৬৯ |
অধ্যক্ষ | গোকুল চন্দ্র রায়[১] |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ২৪ জন |
শিক্ষার্থী | ৮৩৩ জন |
অবস্থান | , , ২৬°০৬′৩৪″ উত্তর ৮৮°৪৮′৫৯″ পূর্ব / ২৬.১০৯৩৩৯° উত্তর ৮৮.৮১৬৪১১° পূর্ব |
শিক্ষাঙ্গন | গ্রামীণ |
সংক্ষিপ্ত নাম | ডোমার কলেজ DGC |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, |
ইতিহাস
সম্পাদনাঅনুষদ ও বিভাগসমূহ
সম্পাদনাকলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক (সম্মান), স্নাতক (পাস) শ্রেণীতে শিক্ষা প্রদান করে।
উচ্চ মাধ্যমিক
সম্পাদনা- মানবিক বিভাগ
- বিজ্ঞান বিভাগ
- ব্যবসায় শিক্ষা বিভাগ
স্নাতক (সম্মান)
সম্পাদনাছাত্র সংগঠন
সম্পাদনানীলফামারী সরকারি কলেজে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করে।
রাজনৈতিক সংগঠন
সম্পাদনাসামাজিক সংগঠন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ সংকটে ডোমার সরকারি কলেজ বাংলা নিউজ২৪
- ↑ ডোমার সরকারি কলেজ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] উপজেলা তথ্য বাতায়ন
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ডোমার সরকারি কলেজ সংক্রান্ত মিডিয়া রয়েছে।