ডোমার পৌরসভা

নীলফামারী জেলার একটি পৌরসভা

ডোমার পৌরসভা বাংলাদেশের নীলফামারী জেলার অন্তর্গত একটি পৌরসভা

প্রাতিষ্ঠানিক লোগো

অবস্থান সম্পাদনা

ডিবি রোড, ডোমার, নীলফামারী।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

মেয়র: জনাব মনছুরুল ইসলাম দানু।

প্যানেল মেয়র: জনাব সেলিম রেজা।

মোট ওয়ার্ডঃ ০৯ টি

ইতিহাস সম্পাদনা

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

মোট জনসংখ্যাঃ ২২০০০ জন , (পুরুষ ও মহিলা )

শিক্ষা সম্পাদনা

প্রাথমিক বিদ্যালয়: ৭টি

মাধ্যমিক বিদ্যালয়:০৪টি

মহাবিদ্যালয়:০৩ টি

মাদ্রাসা:২টি


অর্থনীতি সম্পাদনা

ডোমারের প্রধান অর্থনীতি কৃষি৷ এছাড়া মত্‍স্য চাষ, হাঁস মুরগির খামার, গবাদী খামার, ক্ষুদ্র কুটির শিল্প, ব্যবসা বাণিজ্য এ এলাকার অর্থনীতিকে সচল রেখেছে ৷

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

মরহুম আব্দুর রউফ(সাবেক হুইপ) জনাব জাফর ইকবাল সিদ্দীকি (সাবেক সংসদ)ড.হামিদা বানু (সাবেক সংসদ) জনাব মনছুরুল ইসলাম দানু (পৌর মেয়র), অন্যান্য

বিবিধ সম্পাদনা

 
ডোমার পৌরসভায় বাস স্ট্যান্ডের নিকট ডিবি রোডের একটি দৃশ্য

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা