২৫ ডিসেম্বর
তারিখ
(ডিসেম্বর ২৫ থেকে পুনর্নির্দেশিত)
<< | ডিসেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ | ||||
২০২৪ |
২৫ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৯তম (অধিবর্ষে ৩৬০তম) দিন। বছর শেষ হতে আরো ছয় দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১০০০ - ইস্তফান হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১০৬৬ - উইলিয়াম ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৬৯১ - রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়।
- ১৭৫৮ - হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়।
- ১৭৭১ - দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন।
- ১৮৪৮ - নিউ হ্যাভেন রেলপথ চালু হয়।
- ১৯২৫ - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- ১৯২৬ - সম্রাট হিরোহিতো জাপানের সিংহাসনে আরোহণ করেন।
- ১৯২৭ - ভিয়েতনাম ন্যাশনালিস্ট পার্টি গঠিত হয়।
- ১৯৪৫ - ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপাত্র দৈনিক ‘স্বাধীনতা’ প্রথম প্রকাশিত হয়।
- ১৯৬৪ - ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার।
- ১৯৬৮ - ভারতের তামিলনাড়ুর বেনমনি গ্রামে ৪৪ জন ক্ষেতমজুরকে পুড়িয়ে মারা হয়।
- ১৯৮৯ - রোমানিয়ার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নিকোলাই চসেস্কু সস্ত্রীক নিহত হন।
- ১৯৯১ - মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন।
- ১৯৯১ - মস্কোর ক্রেমলিন শীর্ষে ৭৪ বছর ধরে উড্ডীয়মান কাস্তে-হাতুড়ি চিহ্নিত লাল পতাকা নামিয়ে ফেলা হয়। তার স’লাভিষিক্ত হয় তিন রঙা রুশ পতাকা।
- ১৯৯৮ - রাশিয়ার প্রেসিডেন্ট বোরিস ইয়েলটসিন বিয়েলো রাশিয়ার প্রেসিডেন্ট লুকাশেনকোর সঙ্গে দুপক্ষের ইউনিয়নভুক্ত দেশ প্রতিষ্ঠার ঘোষণা স্বাক্ষর করেন।
জন্ম
সম্পাদনা- ১৬৪২ - ইংরেজ পদার্থবিদ ও গণিতজ্ঞ স্যার আইজ্যাক নিউটন।(মৃ.৩১/০৩/১৭২৭)
- ১৭২১ - ইংরেজ কবি উইলিয়াম কলিন্সের।
- ১৮৬১ - পণ্ডিত মদনমোহন মালব্য, ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ,স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের চার বারের সভাপতি।(মৃ.১২/১১/১৯৪৬)
- ১৮৭৬ - মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা।(মৃ.১১/০৯/১৯৪৮)
- ১৮৮৯ - চৌধুরী খালিকুজ্জামান, পূর্ব বাংলার গভর্নর।
- ১৮৯১ - ক্ল্যারি গ্রিমেট, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯১১ - ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়,প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও কলকাতার পাভলভ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। (মৃ.২১/১০/১৯৯৮)
- ১৯১৮ - মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত।
- ১৯১৯ -
- বাংলাদেশের একজন সুপরিচিত লেখক এবং বিখ্যাত ঔপন্যাসিক আবু রুশদ।
- ভারতের সংগীত পরিচালক নওশাদ আলী।(মৃ.০৫/০৫/২০০৬)
- করুণা বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে "সর্বজয়া" ভূমিকায় অবতীর্ণ প্রখ্যাত বাঙালি অভিনেত্রী।(মৃ.১২/১১/২০০১)
- ১৯২৩ - মাজহারুল ইসলাম, বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতি।
- ১৯২৪ - অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। (মৃ.১৬/০৮/২০১৮)
- ১৯২৭ - রাম নারায়ণ, ভারতীয় সঙ্গীতজ্ঞ।
- ১৯৩৪ - সত্য সাহা, বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।
- ১৯৪৮ - হুমায়ুন কবির, বিশ শতকের বাংলা ভাষার কবি।(মৃ.০৬/০৬/১৯৭২)
- ১৯৬৮ - সঞ্জীব চৌধুরী, বাংলাদেশী সংগীতশিল্পী ও সাংবাদিক।
- ১৯৮০ - আনিফ রুবেদ, বাংলাদেশী কথাসাহিত্যিক।
মৃত্যু
সম্পাদনা- ১৯৪৮ - কুসুমকুমারী দাশ, খ্যাতনামা বাঙালি মহিলা কবি। (জ.১৮৭৫)
- ১৯৬১ - ভূপেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক এবং গবেষক। (জ.১৮৮০)
- ১৯৭৭ - চার্লি চ্যাপলিন, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা।(জ.১৬/০৪/১৮৮৯)
- ১৯৮০ - চীনের বিখ্যাত ঐতিহাসিক কু চিয়েকাং পেইচিংয।
- ১৯৮৮ - চিত্রশিল্পী কাজী হাসান হাবিবের মৃত্যুবার্ষিকী
- ২০১৪ - জিওফ পুলার, ইংরেজ ক্রিকেটার।
- ২০১৬ - জর্জ মাইকেল, ব্রিটিশ গায়ক। [১]
- ২০১৮ - নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ভারতীয় বাঙালি কবি। (জ.১৯/১০/১৯২৪)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- শিশু দিবস (ক্যামেরুন, কেন্দ্রীয় আফ্রিকা প্রজাতন্ত্র, চাদ, ইকুয়েটোরিয়াল গিনি, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, গাবন, কঙ্গো)
- খ্রিস্টান ভোজন দিবস:
- বড়দিন, যিশুর জন্মদিবসের স্মরণে উদযাপিত খ্রিস্টানদের ছুটির দিন। (আন্তর্জাতিক)
- সংবিধান দিবস (তাইওয়ান)
- গুড গভরন্যান্স দিবস (ভারত)
- মালখ-উৎসব (চেচনিয়া এবং ইঙ্গুশেতিয়ার নাখ ব্যক্তিগণ)
- কায়েদে আজম দিবস (পাকিস্তান)
- তাকানাকুয় (চুম্বিভিল্কাস প্রদেশ, পেরু)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Pop superstar George Michael dies aged 53"। the Guardian (ইংরেজি ভাষায়)। ২০১৬-১২-২৬। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |