টেমপ্লেট আলোচনা:উইকিপ্রকল্প মূল্যায়ন

সাম্প্রতিক মন্তব্য: Al Riaz Uddin Ripon কর্তৃক ১ বছর পূর্বে "সম্পাদনার অনুরোধ, ১৪ অক্টোবর ২০২২" অনুচ্ছেদে

[[উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০১৬/৯-১২#উইকিপ্রকল্প_টেমপ্লেট|এটি]], [[উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০১৫/১-৪#উইকিপ্রকল্প_টেমপ্লেট|এটি]] ও [[উইকিপিডিয়া_আলোচনা:সম্মিলন/কলকাতা_১৪#.E0.A6.AC.E0.A6.9F|এটি]]

এই টেমপ্লেট এটি, এটিএটি অনুসারে তৈরি। --আফতাব (আলাপ) ১৮:০৭, ১৭ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী যোগ সম্পাদনা

@আফতাবুজ্জামান: ভাই, টেমপ্লেটের সাথে উইকিপ্রকল্পের জন্য বিষয়শ্রেণী যুক্ত করা অনুরোধ করছি। যেমন- উইকিপ্রকল্প অলিম্পিক নিবন্ধ এবং যদি সম্ভব হয় তাহলে কম-গুরুত্বপূর্ণ অলিম্পিক নিবন্ধ, অসম্পূর্ণ-শ্রেণীর অলিম্পিক নিবন্ধ >>কায়সার আহমাদ (আলাপ) ১২:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: ভাই, খোলাঘরে তথ্য মূল টেমপ্লেটের তথ্যের সাথে প্রতিস্থাপন করে দিয়েন, তাহলে বিষয়শ্রেণী দেখাবে। আর, টেমপ্লেট:উইকিপ্রকল্প মূল্যায়ন/গুরুত্ব এবং টেমপ্লেট:উইকিপ্রকল্প মূল্যায়ন/মানদণ্ড এর মধ্যে "অজানা" যুক্ত করে দিয়েন (যেমন, {{{গুরুত্ব/মান|অজানা}}}), যাতে যদি কখনো কেউ গুরুত্ব বা মান না দেয় তাহলে অজানা দেখাবে। জনি (আলাপ) ২০:৩৬, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@ZI Jony: আমাকে একটু ভাবতে হবে। আমরা প্রকল্প অনুযায়ী চাই না কেবল অল্প কয়েকটা বিষয়শ্রেণী চাই সেই বিষয়ে, আবার বর্তমানে গুরুত্ব ও মান একেক জায়গায় একেক রকম আছে। কোথাও উচ্চ, মধ্য, নিম্ম, কোথাও অতি, সাধারণ ইত্যাদি। তাই টেমপ্লেটের একটু পরিবর্তন আনতে হবে যেন ইনপুট যাই দেওয়া হোক, ফলাফল এক রকম আসে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৫, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান:, আচ্ছা ঠিক আছে, আমি সময় করে চেষ্টা করবো যাতে "value" গুলো ঠিক করা যায়। জনি (আলাপ) ২১:৫০, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@ZI Jony: তেমন কিছু করতে হবে না। {{#switch: ব্যবহার করে টেমপ্লেট:উইকিপ্রকল্প মূল্যায়ন/গুরুত্ব এবং টেমপ্লেট:উইকিপ্রকল্প মূল্যায়ন/মানদণ্ড-এ সম্ভাব্য মানগুলি যোগ করে সহজে ঠিক করা যেতে পারে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:০১, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: ভাই, আমি মনে করি আমাদের আপাতত ৪টি গুরুত্বপূর্ণ (সর্বোচ্চ, বেশি, মধ্যম, কম) স্তর এবং ১৩টি শ্রেণীর (নির্বাচিত নিবন্ধ, ভালো নিবন্ধ, সর্বোচ্চ, উচ্চ, মধ্যম, নিম্ন, শুরু, অসম্পূর্ণ, তালিকা, বিষয়শ্রেণী, টেমপ্লেট, চিত্র এবং দ্ব্যর্থতা নিরসন) স্তর রাখা দরকার, কেননা এখন যদি আমরা এভাবে শুরু না করি তাহলে পরবর্তী সময়ে আমাদের এইসব কাজ কঠিন হয়ে পরবে। একই সাথে আমাদের আলোচনাসভায় আলোচনা করে কোন কোন উইকিপ্রকল্প সক্রিয় (অথবা কোন কোন উইকিপ্রকল্প নিয়ে কাজ করতে আগ্রহী) তার তালিকা করে একটি পূর্ণাঙ্গ উইকিপ্রকল্প, গুরুত্ব এবং মান-এর তালিকা প্রকাশ করা দরকার। কম বিষয়শ্রেণীর ক্ষেত্রে শুধু দুইটি বিষয়শ্রেণী ব্যবহার করা যেতে পারে, যেমন, বিষয়শ্রেণী:উইকিপ্রকল্প অলিম্পিক নিবন্ধ এবং বিষয়শ্রেণী:কম-গুরুত্বপূর্ণ নিম্ন-শ্রেণীর অলিম্পিক নিবন্ধ। সেইসাথে আমি একটি টেবিল টেমপ্লেট করে নিবো যাতে করে পরিসংখ্যান পাওয়া যায়। ধন্যবাদ! জনি (আলাপ) ১২:২২, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: ভাই, {{{প্রকল্প}}} কে {{{প্রকল্প|অজানা}}} করে দিন। তাহলে যেখানে যেখানে প্রকল্পের নাম নেই সেটা বুঝতে এবং অনুসরণ করতে সহজ হবে। ধন্যবাদ! জনি (আলাপ) ০২:০০, ২২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ZI Jony: করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৩৪, ২২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী যোগ (২) সম্পাদনা

যেহেতু আলাদা উইকিপ্রকল্পভিত্তিক টেমপ্লেট ব্যবহারের সুযোগ নেই সেই জন্য আমার এই অনুরোধ। প্রতিটি উইকিপ্রকল্প সাপেক্ষে এই টেমপ্লেট যেন নিবন্ধগুলো একেকটি বিষয়শ্রেণীতে যুক্ত করে দেয় এটা করলে ভালো হয়। যেমন উইকিপ্রকল্প চলচ্চিত্রের অধীনের নিবন্ধগুলো একটি বিষয়শ্রেণীতে, উইকিপ্রকল্প ভারতের নিবন্ধগুলো আরেক শ্রেণীতে এভাবে। @আফতাবুজ্জামান:মেহেদী আবেদীন ১৪:০৫, ২০ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin: হ্যাঁ, হবে। উপরের আলোচনা দ্রষ্টব্য। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৮, ২০ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ১৪ অক্টোবর ২০২২ সম্পাদনা

‘করনীয়’ বানানটিকে ‘করণীয়’ লিখে দিন। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১২:৪৭, ১৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

করেছি আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:০১, ১৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"উইকিপ্রকল্প মূল্যায়ন" পাতায় ফেরত যান।