টেমপ্লেট:রসনিমা নতুন মহোৎসব পাতা

টেমপ্লেট নথি[দেখুন] [সম্পাদনা] [ইতিহাস] [শোধন]

ব্যবহার সম্পাদনা

নতুন রচনা সংশোধন মহোৎসবের আয়োজন পাতা চালু করতে এই টেমপ্লেটটি ব্যবহার করুন। এটিকে সবসময় উপকল্পন (সাবস্টিটিউট) করা উচিত (নিচে উদাহরণ দেখুন)। এটিকে উপকল্পন না করা হলে আপনি মহোৎসব পাতা স্বাভাবিকভাবে সম্পাদনা করতে পারবেন না।

পরামিতি সম্পাদনা

এখানে টেমপ্লেটে ব্যবহৃত পরামিতিগুলোর বর্ণনা দেওয়া আছে। এগুলো অপসারণ করা হলে চলকগুলো আয়োজন পাতায় প্রদর্শন করবে না।

পরামিতি চলক টীকা
|শুরুর তারিখ= যেকোনো বিন্যাসে মহোৎসব শুরুর তারিখ মহোৎসবের প্রথম দিন; যেমন ১ ফেব্রুয়ারি ২০২১
|সমাপ্তির তারিখ= যেকোনো বিন্যাসে মহোৎসব সমাপ্তির তারিখ মহোৎসবের শেষ দিন; যেমন ২৮ ফেব্রুয়ারি ২০২১
|জমা কাজের মাস= জমা কাজের মাস বিরামচিহ্ন এবং "এবং" শব্দ যুক্ত করা যাবে
|অনুরোধের মাস= অনুরোধের মাস(সমূহ) বিরামচিহ্ন এবং "এবং" শব্দ যুক্ত করা যাবে
|পূর্ববর্তী মহোৎসব= পূর্ববর্তী মহোৎসবের মাস ও বছর মাসের পূর্ণ নাম ও বছর; যেমন জানুয়ারি ২০২১
|বর্তমান মহোৎসব= বর্তমান মহোৎসবের মাস ও বছর মাসের পূর্ণ নাম ও বছর; যেমন জানুয়ারি ২০২১
|প্রধান সমন্বয়কারী= প্রধান সমন্বয়কারীর ব্যবহারকারী নাম সকল সমন্বয়কারীর নাম যুক্ত করতে {{subst:ব্যবহারকারী ০|উদাহরণ ১}} ব্যবহার করুন
|সমন্বয়কারী= সমন্বয়কারীর ব্যবহারকারী নাম সমন্বয়কারীবৃন্দের ব্যবহারকারী নাম (উদাহরণ দেখুন)

উদাহরণ সম্পাদনা

টেমপ্লেটটি ব্যবহার করার একটি উদাহরণ নিম্নরূপ:

{{subst:রসনিমা নতুন মহোৎসব পাতা
| শুরুর তারিখ=১ ফেব্রুয়ারি ২০২১
| সমাপ্তির তারিখ=২৮ ফেব্রুয়ারি ২০২১
| জমা কাজের মাস=২০২০ সালের ডিসেম্বর ও ২০২১ সালের জানুয়ারি
| অনুরোধের মাস=২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস
| পূর্ববর্তী মহোৎসব=জানুয়ারি ২০২১
| বর্তমান মহোৎসব=মার্চ ২০২১
| প্রধান সমন্বয়কারী={{subst:ব্যবহারকারী ০|উদাহরণ ১}}
| সমন্বয়কারী={{subst:ব্যবহারকারী ০|উদাহরণ ২}}, {{subst:ব্যবহারকারী ০|উদাহরণ ৩}} এবং {{subst:ব্যবহারকারী ০|উদাহরণ ৪}}
}}

অনুলিপি-প্রতিলিপি (সহজিয়া) সংস্করণ সম্পাদনা

নিচের কোডগুলো অনুলিপি করে নতুন আয়োজন পাতায় প্রতিলিপিত করুন।
উপরের উদাহরণের অনুরূপ পরামিতিগুলো পূরণ করুন।
{{subst:রসনিমা নতুন মহোৎসব পাতা
| শুরুর তারিখ=
| সমাপ্তির তারিখ=
| জমা কাজের মাস=
| অনুরোধের মাস=
| পূর্ববর্তী মহোৎসব=
| বর্তমান মহোৎসব=
| প্রধান সমন্বয়কারী={{subst:ব্যবহারকারী ০}}
| সমন্বয়কারী={{subst:ব্যবহারকারী ০}} এবং {{subst:ব্যবহারকারী ০}}
}}

আরও দেখুন সম্পাদনা

প্রধান পাতাআলোচনাযোগদানপর্ষদমেইলিং লিস্টপরিক্রমাটেমপ্লেটসমূহপদকসমূহসহপ্রকল্প
রচনা সংশোধন প্রধান পাতাঅনুরোধমহোৎসবকীভাবে রচনা সংশোধন করবেনবানানরীতি
 বর্তমান ও আসন্ন মহোৎসব মহোৎসব আর্কাইভ প্রাজিপ্র 
উইকিপিডিয়া নিবন্ধের রচনা সংশোধন প্রয়োজন
(পুনঃসতেজ)
উপমোট
তারিখবিহীন নিবন্ধ
সকল নিবন্ধ

রচনা সংশোধন মহোৎসব হলো রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের একটি এক মাসব্যাপী পরিচালিত একটি আয়োজন। {{রচনা সংশোধন}} ট্যাগযুক্ত ({{বেমানান}}, {{রচনা সংশোধন অনুচ্ছেদ}} ইত্যাদি ট্যাগসহ) নিবন্ধের জমা কাজ নির্মূল এবং রচনা সংশোধনের অনুরোধ পাতার জমা অনুরোধের পরিমাণ কমাতে এই আয়োজন করা হয়। এটি , ০০:০০ (ইউটিসি) থেকে শুরু হবে এবং , ২৩:৫৯ (ইউটিসি) পর্যন্ত চলবে। এই মহোৎসবের লক্ষ্য হলো:

  • যতটুকু সম্ভব ট্যাগযুক্ত জমা কাজের পরিমাণ কমানো, বিশেষত সবচেয়ে পুরনো ট্যাগযুক্ত ({{{জমা কাজের মাস}}} মাস) নিবন্ধের পরিমাণ কমানো;
  • {{{অনুরোধের মাস}}} থেকে অনুরোধকৃত নিবন্ধগুলো সম্পূর্ণ করা।

মহোৎসবে অংশগ্রহণকারীরা রচনা সংশোধনকৃত নিবন্ধের সংখ্যা, শব্দ-সংখ্যা ইত্যাদির ওপর নির্ভর করে পদক লাভ করেন। অনুরোধের পাতায় থাকা নিবন্ধগুলোও আপনার মোট শব্দসংখ্যার সাথে যুক্ত হয়। এই পাতাগুলো সাধারণত {{রচনা সংশোধন}} ট্যাগযুক্ত পাতার তুলনায় ভালো মানের হয়ে থাকে। {{{জমা কাজের মাস}}} মাস থেকে {{রচনা সংশোধন}} ট্যাগযুক্ত নিবন্ধ ও অনুরোধ পাতা থেকে নিবন্ধগুলো সম্পন্ন করলে ৫০% অতিরিক্ত শব্দ আপনার মোট শব্দসংখ্যায় যুক্ত হবে। মহোৎসব সমাপ্ত হওয়ার পর পদকসমূহ বিতরণ করা হবে।

মহোৎসব সকল উইকিপিডিয়ানের জন্য উন্মুক্ত; মহোৎসবে অংশ নিতে রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের সদস্য হওয়া আবশ্যিক নয়। তবে বাংলা ব্যাকরণ, বানান ও বিরামচিহ্নের বিষয়ে আপনার স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। মহোৎসবে কাজ শুরুর পূর্বে উইকিপিডিয়ার মৌলিক রচনা সংশোধন নির্দেশিকা ভালোভাবে পড়ে নিন। আপনি যদি বানান, ব্যাকরণ কিংবা বিরামচিহ্নের ব্যবহার সম্পর্কে ভালো ধারণা না রাখেন, তাহলে উইকিপিডিয়ার রচনাশৈলী নির্দেশিকা দেখতে পারেন। সাধারণত অনুরোধ পাতার নিবন্ধগুলোতে কাজ করার জন্য বাংলা ভাষায় উচ্চতর জ্ঞান প্রয়োজনীয় হতে পারে।

রচনা সংশোধন মহোৎসব সংঘের পর্ষদ কর্তৃক পরিচালিত হয়। এই মহোৎসবের প্রধান সমন্বয়কারী হলেন {{{প্রধান সমন্বয়কারী}}} এবং অন্যান্য সমন্বয়কারীরা হলেন {{{সমন্বয়কারী}}}। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সংঘের আলাপ পাতায় বার্তা রাখুন।

আপনার কাজের সর্বমোট হিসাব দেখুন নিচে। মহোৎসবের পূর্ণ নির্দেশনার জন্য মহোৎসবের প্রধান পাতা দেখুন। এছাড়া মহোৎসবের প্রাজিপ্র পাতায় আরও বর্ণনা পেতে পারেন।

পূর্ণ নির্দেশনা, পরামর্শ ও পদক সম্পাদনা

অংশগ্রহণকারীদের জন্য পূর্ণ নির্দেশনা, পরামর্শ, পদকের তালিকা, নতুন ব্যবহারকারীদের জন্য সাহায্যের নির্দেশনা, গুরুত্বপূর্ণ ট্যাগ ইত্যাদি সম্পর্কে জানতে মহোৎসবের প্রধান পাতা দেখুন। প্রথমেই নির্দেশনাসমূহ খুব ভালো করে পড়ুন। যোগদানের জন্য নিচের এই অনুচ্ছেদটি দেখুন

অগ্রগতি সম্পাদনা

(অনুগ্রহ করে আপনার পরিসংখ্যান স্বয়ং হালনাগাদ করুন)

চূড়ান্ত ছক সম্পাদনা

  • রসনিমা স্বর্ণতারকা পদকের ছক
মোট
নিবন্ধ
মোট
শব্দসংখ্যা[টীকা ১]
৫ হাজার+
নিবন্ধ[টীকা ২]
পুরনো
নিবন্ধের সংখ্যা{{subst:#tag:ref|{{{জমা কাজের মাস}}} হিসেবে উল্লিখিত নিবন্ধসমূহ পুরনো নিবন্ধ বলে বলে বিবেচিত।|group="টীকা"}}
দীর্ঘতম
নিবন্ধ[টীকা ১][টীকা ৩]
  1. অনুরোধ ও পুরনো জমা কাজের জন্য শুধু প্রকৃত শব্দসংখ্যাই যুক্ত করুন; ৫০% বোনাস এখান যোগ করবেন না
  2. ৫,০০০ বা তদোর্ধ্ব শব্দসংখ্যাবিশিষ্ট নিবন্ধের সংখ্যা। ১০ হাজারের বেশি শব্দসংখ্যাবিশিষ্ট নিবন্ধের মান ২, ১৫ হাজারের বেশি শব্দসংখ্যাবিশিষ্ট নিবন্ধের মান ৩ এরূপে গণ্য হবে।
  3. ব্যবহারকারীর রচনা সংশোধনকৃত নিবন্ধসমূহের মধ্যে সবচেয়ে বড় নিবন্ধের শব্দসংখ্যা। একজন সম্পাদকের জন্য একটি মাত্র ভুক্তি থাকবে।

অগ্রগতির ছক সম্পাদনা

অগ্রগতির ছক
তারিখ
  • পুরনো নিবন্ধ
  • ট্যাগযুক্ত
  • নিবন্ধ
  • পূর্ববর্তী দিনের তুলনায়
  • পরিবর্তন
[মন্তব্য ১]
  • শুরুর তুলনায়
  • পরিবর্তন
[মন্তব্য ১]
  1. পরিবর্তন বলতে কেবল ট্যাগযুক্ত নিবন্ধকে বোঝায়।

পর্যালোচনা সম্পাদনা

রসনিমার সমন্বয়কারীবৃন্দ এবং সংঘের অন্যান্য অভিজ্ঞ ব্যবহারকারীগণ রচনা সংশোধনকৃত নিবন্ধগুলোর মান সন্তোষজনক কিনা তা পর্যালোচনা করবেন। আপনি পর্যালোচনায় আগ্রহী হলে নিচে আপনার নাম অন্তর্ভুক্ত করুন।

জমা কাজ থেকে অন্তত ১০% রচনা সংশোধন পরীক্ষা করা উচিত। তবে অনুরোধ পাতার সবগুলো নিবন্ধের ক্ষেত্রেই প্রথম থেকে শেষ পর্যন্ত পরীক্ষা করতে হবে। দৈবচয়নের মাধ্যমে নিবন্ধ বাছাই করুন এবং অনুগ্রহ করে নিজের নিবন্ধ নিজেই পর্যালোচনা করবেন না। কাজ পর্যালোচনার পর তালিকার নিবন্ধের পাশে {{checked}} ব্যবহার করুন এবং চারটি টিল্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে আপনার নাম স্বাক্ষর করুন। যদি মোটামুটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয় যে, নিবন্ধের রচনা সংশোধনের মান সন্তোষজনক নয়, তবে নিবন্ধটিতে ট্যাগ পুনরায় যুক্ত করা হবে এবং সম্পাদকের মোট শব্দসংখ্যা থেকে সেই নিবন্ধের মোট শব্দসংখ্যাসহ আরও ১,২০০ শব্দ বিয়োগ করে দেওয়া হবে। তবে মনে রাখবেন, সামান্য ভুল-ত্রুটি হওয়া অস্বাভাবিক নয়; সামান্য ভুলের জন্য শব্দসংখ্যা বিয়োগ না করেও তাঁর জন্য মন্তব্য রেখে যেতে পারেন, যাতে তিনি সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ পান। পুরো প্রক্রিয়া সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে পর্ষদের আলোচনা পাতায় বক্তব্য রাখুন।

পর্যালোচক হিসেবে যোগ দিন সম্পাদনা

যোগদান সম্পাদনা

মহোৎসবে যোগ দিতে নিচের বোতামটি চাপুন। এটি নিচের মোট অনুচ্ছেদে আপনার নামে একটি উপশিরোনাম যুক্ত করবে। পূর্ববর্তী মহোৎসবের চলতি শব্দসংখ্যা পাবেন [[উইকিপিডিয়া:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ/রচনা সংশোধন মহোৎসব/{{{পূর্ববর্তী মহোৎসব}}}/পদক|এখানে]]


মোট সম্পাদনা

আপনার রচনা সংশোধনকৃত নিবন্ধ যেভাবে তালিকায় যুক্ত করবেন:

  • নিবন্ধে কোনো {{রচনা সংশোধন}} ট্যাগ থাকলে তা মুছে ফেলুন।
  • মহোৎসবে যোগ দিলে আপনার নামের উপ-অনুচ্ছেদে ইতোমধ্যে # {{কাজ করছেন}} [[]] () এবং # {{সম্পূর্ণ হয়েছে}} [[]] () ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
    • নিবন্ধের শিরোনাম [[]] এর ভেতরে বসান। নিবন্ধের পূর্ণ শিরোনাম যুক্ত করবেন; সংক্ষিপ্ত নাম, পাইপ বসানো কিংবা উদ্ধৃতি চিহ্ন পরিহার করুন।
    • নিবন্ধের শব্দসংখ্যা প্রথম বন্ধনীর () ভেতরে যুক্ত করুন। কাজ শুরুর পূর্বে নিবন্ধের শব্দসংখ্যা গণনা করবেন। শব্দসংখ্যা গণনার জন্য এই নির্দেশনা অনুসরণ করুন। মন্তব্যের জন্য অতিরিক্ত বন্ধনী ব্যবহার করবেন না। এক লাইনের অধিক দীর্ঘ গণনা স্ট্রিং ব্যবহার পরিহার করুন।
  • আপনি যে নিবন্ধে কাজ করছেন, সেটি {{কাজ করছেন}}-যুক্ত লাইনে অন্তর্ভুক্ত করুন। একসাথে একের অধিক নিবন্ধে কাজ করবেন না। রচনা সংশোধনের কাজ শেষ হওয়ার পর {{কাজ করছেন}}-কে {{সম্পূর্ণ হয়েছে}} দ্বারা প্রতিস্থাপিত করুন।
  • নিবন্ধটি যদি অনুরোধ পাতা থেকে নেওয়া হয়, তবে শব্দসংখ্যার পর *অ যুক্ত করুন। যদি সেটি {{{জমা কাজের মাস}}} মাসের জমা কাজ থেকে নেওয়া হয়, তবে শব্দসংখ্যার পর *ই যুক্ত করুন।
  • নিবন্ধ ও শব্দসংখ্যার মধ্যবর্তী স্থানে আপনার মন্তব্য (যদি থাকে) যুক্ত করুন।
  • কোনো নিবন্ধকে {{রসনিমা পর্যালোচনাকৃত}} ট্যাগ করলে, সেটি রচনা সংশোধন সত্ত্বেও তালিকায় যুক্ত করবেন না।
  • তালিকায় ৫০% বোনাস বা অতিরিক্ত যোগ করবেন না। মহোৎসব শেষে একজন সমন্বয়কারী চূড়ান্ত পদক তালিকায় সেটি গণনা করবেন।
  • আপনার কৃত কাজ পরীক্ষা করার অনুরোধ করতে সংশ্লিষ্ট আলোচনা পাতায় বার্তা দিন।

যথাযথভাবে লগ করা হলে সম্পাদক উইন্ডোতে এই লেখাগুলো থাকবে:

# {{সম্পূর্ণ হয়েছে}} [[বাকরখানি]] (৫৮৪) *ই
এবং প্রকাশিত হলে এই লেখাগুলো থাকবে:
১.  সম্পূর্ণ হয়েছে বাকরখানি (৫৮৪) *ই