ঝিলিমিলি (নাট্যগ্রন্থ)

ঝিলিমিলি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নাট্যগ্রন্থ। এটি ১৯৩০ সালে (১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে) গ্রন্থাকারে প্রকাশিত হয়।[] এতে ঝিলিমিলি, সেতুবন্ধ ও শিল্পী নামে তিনটি ছোট নাটক রয়েছে। বাস্তবজীবনে প্রেম ও বিরহ ঝিলিমিলি নাটকের উপজীব্য বিষয়।[] সেতুবন্ধ তিনটি দৃশ্যবিশিষ্ট একাঙ্কিকা। এই নাটকে প্রকৃতির প্রতিবাদী সত্ত্বা তুলে ধরা হয়েছে। পদ্মার উপর সেতু নির্মাণে পদ্মার প্রতিবাদ ও পরিশেষে প্রকৃতির বিজয় এই নাটকের প্রধান বিষয়বস্তু।[] শিল্পী নাটকে নজরুলের কবিসত্ত্বা ও শিল্পীস্বত্ত্বার মধ্যে বিরোধ ও সমন্বয় তুলে ধরেছেন।[]

ঝিলিমিলি
লেখককাজী নজরুল ইসলাম
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
বিষয়প্রেম ও বিরহ, প্রকৃতি, বিরোধ ও সমন্বয়
ধরননাটক
প্রকাশিত১৯৩০ (অগ্রহায়ণ, ১৩৩৭ বঙ্গাব্দ)
আইএসবিএন৯৮৪৭০০০৬০০৯৪৩ {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ উপসর্গ

প্রধান চরিত্র

সম্পাদনা

ঝিলিমিলি

সম্পাদনা
  • ফিরোজা
  • হাবীব
  • মীর্জা সাহেব

টেলিভিশন নাটক

সম্পাদনা

ঝিলিমিলি টিভি নাটক পরিচালনা করেন আবুল হায়াত। এতে কেন্দ্রীয় চরিত্র ফিরোজার ভূমিকায় অভিনয় করেন নাদিয়া। শিল্পী টিভি নাটকটির চিত্রনাট্য রচনা করেন গীতালি হাসান এবং পরিচালনা করেন মুশফিকুর রহমান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, রোমানা, নওশিন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সৌমিত্র শেখর। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। অগ্নি পাবলিকেশনস। পৃষ্ঠা ২৯১। আইএসবিএন 984-32-3217-8 
  2. আহমদ, আফসার (২৫ মে ২০১৬)। "শাশ্বতকালের বাংলা নাট্যের ধারায় নজরুলের নাটক"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬ 
  3. আহমদ, আফসার (২৭ আগস্ট ২০১০)। "মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধা - নাটকে নজরুল"দৈনিক প্রথম আলো। ২০১৭-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬ 
  4. আবদুল মান্নান সৈয়দ (১৭ সেপ্টেম্বর ২০১০)। "নজরুলের নাটক বিপুল এবং বিচিত্র"দৈনিক সংগ্রাম। ২৬ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬ 
  5. বৈদ্য, ভাস্কর (মে ২৮, ২০১৪)। "কবি নজরুল ও তার নাটক"যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা