জুগিরকান্দি মায়াবন

জুগিরকান্দি মায়াবন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নে জুগিরকান্দি হাওরে অবস্থিত একটি জলারবন[১] স্থানীয়ভাবে বনটিকে মায়াবন হিসেবে ডাকা হয়।[২] মনে করা হয় প্রায় এক হাজার একর ভূমি জুড়ে বিস্তীর্ণ এ বন বাংলাদেশের সব থেকে বড় জলাবন।[৩] রাতারগুলের চেয়ে আয়তনে অন্তত তিনগুণ বড় মায়াবনটি রাতারগুল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।[৪] মায়াবনটির উত্তর দিকে সারি ও পিয়াইন নদী এসে এক হয়েছে।

উদ্ভিদবৈচিত্র্য সম্পাদনা

জুগিরকান্দি মায়বনে রয়েছে জলের উপর ভাসমান সারি সারি হিজল, জাম, বরুণ, করচ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি। এটি একটি ঘন জলারণ্য হওয়ায় ভেতরের দিকটায় সূর্যের আলো গাছের পাতা ভেদ করে জল ছুতে পারে না।[৫] বনের দক্ষিন পাশে রয়েছে কাশবন। পূর্ব দিকে রয়েছে শাপলাপদ্ম ফুলের সমারোহে ভরপূর কুরুন্ডি ও রৌয়াসহ বিশাল বিশাল বিল। পশ্চিম দিকে রয়েছে হিদাইরখাল (সরকারি নথিপত্রে বাউলিখাল) নামে পরিচিত একটি নদী, যার তীরে বনবিভাগের মালিকানাধীন বাংলাদেশের অন্যতম একটি বড় মূর্তা বাগান[৬][৭]

প্রাণিবৈচিত্র‍্য সম্পাদনা

জুগিরকান্দি মায়াবনে বিচরণ করে মাছরাঙ্গা, বিভিন্ন প্রজাতির বক, ডাহুক, ঘুঘু, সারি, দোয়েল-শ্যামা, ফিঙে, বালিহাঁস, পানকৌড়িসহ নানা প্রজাতির পাখি। বিভিন্ন প্রজাতির গুই সাপ ও নানা ধরনের সাপের অভয়াশ্রম এই জলারণ্যে বন্যপ্রাণীর মধ্যে রয়েছে বানর, উদবিড়াল, কাঠবিড়ালী, মেছোবাঘ ইত্যাদি।[৮]

যাতায়াত সম্পাদনা

প্রথমে সিলেট-তামাবিল সড়ক দিয়ে প্রায় ৩৭ কি.মি. পশ্চিম দিকে যেতে হয় সারি-গোয়াইনঘাট সড়কে। সে সড়ক দিয়ে প্রায় ১০ কি.মি. গেলেই পাওয়া যায় বেখরা ব্রিজ। সেখান থেকে বেখরা খাল দিয়ে ছোট ছোট নৌকাতে প্রায় দেড় কি.মি.উত্তরেই জুগিরকান্দির অবস্থান।[৯]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রাতারগুলকে ছাড়িয়ে জুগিরকান্দি 'মায়াবন'"সময় নিউজ। ১ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২২ 
  2. "মায়াবন"। প্রথম আলো। ২৭ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২২ 
  3. "পর্যটকদের ডাকছে সিলেটের গোয়াইনঘাটের সোয়াম ফরেস্ট"। surmanews24.com। ৩ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২২ 
  4. "'মায়াবন' আরেক রাতারগুল"। সমকাল। ২৭ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২২ 
  5. "সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দেশের অন্যতম বৃহত্তর জলারবন পর্যটকদের হাতছানি দেয়"শিক্ষক বাতায়ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৯ অক্টোবর ২০২১। ১২ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২২ 
  6. "সিলেটের ‌'মায়াবন'র হিজল গাছ আর পাখির কলকাকলি টানছে পর্যটকদের"। boishakhinews24.com। ১০ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২২ 
  7. "হিদাইরখালের ন্যায়বিচার"। ৩০ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২২ 
  8. "'সুন্দরী শ্রীভূমি' সিলেটে বেড়ানোর আদ্যোপান্ত"। রাইজিংবিডি.কম। ২১ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২২ 
  9. "রাতারগুল নয়, জুগিরকান্দি"। sylhettoday24। ১০ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২২