জারড বোয়েন

ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়

জারড বোয়েন (ইংরেজি: Jarrod Bowen, ইংরেজি উচ্চারণ: /d͡ʒˈaɹɒd bˈə͡ʊɪn/; জন্ম: ২০ ডিসেম্বর ১৯৯৬) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ওয়েস্ট হ্যাম এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

জারড বোয়েন
২০২১ সালে ওয়েস্ট হ্যামের হয়ে বোয়েন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জারড বোয়েন
জন্ম (1996-12-20) ২০ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ২৭)
জন্ম স্থান লেমস্টার, ইংল্যান্ড
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ওয়েস্ট হ্যাম
জার্সি নম্বর ২০
যুব পর্যায়
0000–২০১৪ হেরিফর্ড ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪ হেরিফর্ড ইউনাইটেড (১)
২০১৪–২০২০ হাল সিটি ১২৪ (৫২)
২০২০– ওয়েস্ট হ্যাম ১৫৯ (৪৩)
জাতীয় দল
২০২২– ইংল্যান্ড (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৫৫, ২৭ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৫৫, ২৭ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

বোয়েন ২০২২ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

জারড বোয়েন ১৯৯৬ সালের ২০শে ডিসেম্বর তারিখে ইংল্যান্ডের লেমস্টারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

২০২২ সালের ৪ঠা জুন তারিখে, ২৫ বছর, ৫ মাস ও ১৫ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী বোয়েন হাঙ্গেরির বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২–২৩ উয়েফা নেশনস লিগের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১০ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি হাঙ্গেরি ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ইংল্যান্ডের হয়ে অভিষেকের বছরে বোয়েন সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
২৭ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইংল্যান্ড ২০২২
২০২৩
২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা