হাল সিটি অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব
হাল সিটি অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব (ইংরেজি: Hull City Association Football Club; এছাড়াও হাল সিটি এএফসি অথবা শুধুমাত্র হাল সিটি নামে পরিচিত) হচ্ছে হাল ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের তৃতীয় স্তরের ফুটবল লীগ ইএফএল লীগ ওয়ানে খেলে। এই ক্লাবটি ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। হাল সিটি তাদের সকল হোম ম্যাচ হালের কেসিওএম স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৫,৫৮৬। ২০০২ সাল পর্যন্ত তারা বুথবেরি ক্লাব মাঠে নিজেদের হোম ম্যাচ আয়োজন করতো। তাদের কালো ও হলুদ জামার জন্য তাদের ডাকনাম "দ্য টাইগার্স" রাখা হয়েছে। তাদের ক্লাবের ম্যাসকটের নাম হচ্ছে "রওরি দ্য টাইগার"। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন গ্র্যান্ট ম্যাকক্যান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আসিম আলম। ইংরেজ মধ্যমাঠের খেলোয়াড় রিচি স্মলউড এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | ||||
পূর্ণ নাম | হাল সিটি অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | দ্য টাইগার্স | |||
প্রতিষ্ঠিত | ১৯০৪ | |||
মাঠ | কেসিওএম স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ২৫,৫৮৬[১] | |||
মালিক | ![]() | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লীগ | ইএফএল লীগ ওয়ান | |||
২০১৯–২০ | ২৪তম (অবনমিত) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, হাল সিটি এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে ইএফএল লীগ ওয়ান শিরোপা।
অর্জনসম্পাদনা
- ফুটবল লীগ চ্যাম্পিয়নশিপ (২য় স্তর)
- রানার-আপ: ২০১২–১৩
- ফুটবল লীগ ওয়ান (৩য় স্তর)
- ফুটবল লীগ টু (৪র্থ স্তর)
- এফএ কাপ
- রানার-আপ: ২০১৪
- ফুটবল লীগ ট্রফি
- রানার-আপ: ১৯৮৪
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "EFL Official Website - Hull City"। EFL। ৩ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে হাল সিটি অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- হাল সিটি অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব - বিবিসি স্পোর্টস: ক্লাব সংবাদ - সাম্প্রতিক ফলাফল - পরবর্তী সময়সূচী - ক্লাব তারকাবৃন্দ