জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দী
জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দী (সংক্ষেপে হাড়িকান্দী মাদ্রাসা) সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন হাড়িকান্দীতে অবস্থিত একটি কওমি মাদ্রাসা। তৎকালীন স্থানীয় মসজিদের ইমাম আব্দুল আলী তার গ্রামে আয়োজিত একটি ধর্মীয় সম্মেলনে ইসলামি শিক্ষার গুরুত্ব তুলে ধরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রস্তাব রাখেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তার প্রস্তাবে তাৎক্ষণিক সাড়া দেন যার ফলশ্রুতিতে ১৯১৯ সালে জন্ম নেয় এই মাদ্রাসা। মাদ্রাসাটি দারুল উলুম দেওবন্দের মূলনীতির আলোকে পরিচালিত হয়।
ধরন | কওমি মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১৯১৯ ইং |
প্রতিষ্ঠাতা | আব্দুল আলী |
মূল প্রতিষ্ঠান | দারুল উলুম দেওবন্দ |
অধিভুক্তি | আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ |
ধর্মীয় অধিভুক্তি | ইসলাম |
আচার্য | ওলিউর রহমান |
শিক্ষার্থী | ৫০০+ (২০২১) |
অবস্থান | |
শিক্ষাঙ্গন | পৌরসভা |
সংক্ষিপ্ত নাম | হাড়িকান্দী মাদ্রাসা |
ওয়েবসাইট | www |
প্রতিষ্ঠার পর মাদ্রাসাটি স্থানীয় সমাজসেবক আকমল হােসেন তরফদারের নিজস্ব জায়গাতে স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল আলী। তার বার্ধক্যজনিত অবসরের কারণে জকিগঞ্জের মাওলানা আব্দুর রহিম এ দায়িত্ব পালন করেন। ১৯৪৫ সালে এ দাায়িত্ব পান মাওলানা আব্দুল গণী। তার সময়কালে মাদ্রাসার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়। তিনি পুরুষ-মহিলা উভয় শাখা দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত উন্নীত করেছিলেন। বর্তমানে মাদ্রাসাটি পরিচালনা করছেন ওলিউর রহমান। ২০২১ সালে মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা ৫ শতাধিক।[১][২][৩][৪]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দীর অতীত ও বর্তমান, আল ফারুক, মাদ্রাসা বার্ষিকী, ১৯৯৯, সিলেট, পৃ. ৩৫
- ↑ গোলাম ছরোয়ার, মুহাম্মদ (নভেম্বর ২০১৩)। "বাংলা ভাষায় ফিকহ চর্চা (১৯৪৭-২০০৬): স্বরূপ ও বৈশিষ্ঠ্য বিচার"। ঢাকা বিশ্ববিদ্যালয়: ২১৯। ২৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১।
- ↑ নাঈম, মুনশী (২০২০-১২-০৩)। "সিলেটের প্রাচীন মসজিদ ও মাদরাসার সন্ধানে"। ফাতেহ২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৭।
- ↑ "আমাদের সম্পর্কে – জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দী"। জামিয়াহাড়িকান্দী.কম। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |