জামালপুর এক্সপ্রেস
জামালপুর এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি আন্তঃনগর ট্রেন।[১]
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
প্রথম পরিষেবা | ২৬ জানুয়ারি ২০২০ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা |
বিরতি | ১০ |
শেষ | ভূয়াপুর |
যাত্রার গড় সময় | ৬ ঘণ্টা |
পরিষেবার হার | ৬ দিন (রবিবার বন্ধ) |
রেল নং | ৭৯৯/৮০০ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | এসি (স্নিগ্ধা), ননএসি (শোভন চেয়ার) |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নেই |
অটোরেক ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | আছে |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) মিটারগেজ |
ইতিহাস
সম্পাদনাজামালপুর এক্সপ্রেস জামালপুরবাসীর দীর্ঘদিনের দাবীর মুখে ২৬ জানুয়ারি ২০২০[২] খ্রিস্টাব্দে সকাল ১০:৩০ মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে উদ্বোধন করেন।[৩]
সময়সূচী
সম্পাদনা(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে[৪] গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫৩তম সময়সূচী অনুযায়ী, যা ২০২৩ সালের ১লা নভেম্বর হতে কার্যকর।)
ট্রেন
নং |
উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক
ছুটি | ||
---|---|---|---|---|---|---|---|
৭৯৯ | কমলাপুর | ১০ঃ০০ | জামালপুর | ১৩ঃ৪০ | ভূয়াপুর | ১৬ঃ০০ | রবিবার |
৮০০ | ভূয়াপুর | ১৬ঃ৩০ | জামালপুর | ১৮ঃ৪০ | কমলাপুর | ২২ঃ৪০ |
যাত্রাবিরতি
সম্পাদনা(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২৩ সাল অব্দি কার্যকর।)
রোলিং স্টক
সম্পাদনাজামালপুর এক্সপ্রেস ১৩টি কোচ নিয়ে চলাচল করে।
- এসি বগি ২ টি।
- শোভন চেয়ার ৮ টি।
- খাবার গাড়ি ২ টি।
- পাওয়ার কার ১ টি।
১৩ বগিতে যাত্রী ধারণ করতে পারে ৬২০ জন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঢাকা-তারাকান্দি-জামালপুর রুটে চালু হচ্ছে নতুন ট্রেন 'জামালপুর-এক্সপ্রেস' || দেশের খবর"। জনকন্ঠ। ২০২০-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৬।
- ↑ "২৬ জানুয়ারি চালু হচ্ছে জামালপুর এক্সপ্রেস"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৬।
- ↑ "'জামালপুর-এক্সপ্রেস' ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৬।
- ↑ http://www.railway.gov.bd