এডঃ মতিউর রহমান রেলওয়ে স্টেশন
এডঃ মতিউর রহমান রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার একটি রেলওয়ে স্টেশন।[১]
এডঃ মতিউর রহমান রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | জামালপুর জেলা ময়মনসিংহ বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | জামালপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব লাইন |
প্ল্যাটফর্ম | ১ |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু |
|
অবস্থান | |
![]() |
ইতিহাসসম্পাদনা
বৃটিশ শাসনামলে ১৮৯৯ সালে জামালপুর থেকে তারাকান্দি হয়ে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত রেললাইন তৈরি করা হয়। ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইন তৈরি হলে রেলওয়ের নিজস্ব রেলফেরি দ্বারা যমুনা নদী পার হয়ে মালামাল ও যাত্রীরা সিরাজগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশন হয়ে চলাচল করতো বঙ্গবন্ধু সেতু তৈরি হওয়ার আগ পর্যন্ত। কিন্তু ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হলে সকল ট্রেন এই সেতু হয়ে চলাচল শুরু করে। এতে বন্ধ করে দেওয়া হয় এই ঘাট লাইনটি।[২] পরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের সরাসরি রেল যোগাযোগ উন্নয়নের জন্য প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে সরিষাবাড়ীর তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রেলপথ নির্মাণ করা হয়। যা ২০১২ সালের ৩০শে জুন বাংলাদেশের প্রধনমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন করা হয়।[৩] এই নতুন রেলপথের স্টেশন হিসেবে জগন্নাথগঞ্জ আপার রেলওয়ে স্টেশন কে পুননির্মান করে এডঃ মতিউর রহমান রেলওয়ে স্টেশন নামকরণ করা হয়।[৪]
পরিষেবাসম্পাদনা
এডঃ মতিউর রহমান রেলওয়ে স্টেশন দিয়ে যেসকল ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
- জামালপুর এক্সপ্রেস
- ময়মনসিংহ এক্সপ্রেস
- ধলেশ্বরী এক্সপ্রেস ও
- লোকাল ট্রেন।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "জামালপুরে লোকবল সংকটে দুটি রেলস্টেশন বন্ধ"। https://wwww.jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৯।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "পাঁচ জেলার মানুষের স্বপ্নের যমুনা সেতু লিংক রেলপথ"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ "আড়াইশ' কোটি টাকায় নির্মিত রেলপথে চলছে তিনটি লোকাল ট্রেন!"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ "এমপির বাবার নামে স্টেশন!"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]