জাফর আলম (কক্সবাজারের রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য

জাফর আলম (জন্ম: ১২ জুন ১৯৫৭) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য।

জাফর আলম
কক্সবাজার-১ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩০ ডিসেম্বর ২০১৮ – ৯ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীমোহাম্মদ ইলিয়াছ
উত্তরসূরীসৈয়দ মুহাম্মদ ইবরাহিম
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1957-06-12) ১২ জুন ১৯৫৭ (বয়স ৬৭)
চকরিয়া, কক্সবাজার
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশারাজনীতিবিদ

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

জাফর আলম ১২ জুন ১৯৫৭ সালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পালাকাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম লাল মোহাম্মদ সওদাগর ও মাতার নাম তমনা খাতুন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

জাফর আলম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিএনপির হাসিনা আহমেদকে পরাজিত করে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[][][] তিনি ২০০৫ সালে চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। [] বর্তমানে তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "একাদশ সংসদ নির্বাচন"সমকাল (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  2. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা (ইংরেজি ভাষায়)। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  3. "জাফর আলম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "চকরিয়া-পেকুয়ায় নৌকার পরাজয় আর দেখতে চায়না জনগন : চেয়ারম্যান জাফর আলম"CoxsbazarNEWS.Com - CBN (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-১৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৬ 
  5. "চকরিয়া উপজেলা আ.লীগের সভাপতি জাফর আলম এমপি, সম্পাদক আবু মুছা"যায়যায়দিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৬